দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

জিম্যাট অফিস কর্তৃক প্রণীত Official Quantitative GMAT বইটি ম্যাথের জন্য আদর্শ। এই বইটায় জিম্যাটের কোয়ান্ট পার্টের সকল বিষয়ে বিশদ বর্ণনা ও প্রাকটিস দেওয়া হয়েছে। বইটাতে বিগত পরীক্ষার প্রচুর প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।

 

Official Quantitative GMAT

  • লেখকঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
  • পাবলিশারঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ১২০ টাকা
  • বইয়ের ছবিঃ

কভার ছবি                                     ব্যাক ছবি

bookreviewpic_0105bookreviewpic_0088

  • সাইজঃ ৮.৪”/ ৬.৪’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ ২১৬
  • সূচীপত্রঃ

bookreviewpic_0106

  • আলোকপাতঃ অফিসিয়াল এই বইটি জিম্যাটের কোয়ান্ট পার্টের প্রতিটা সেক্টরে আলোকপাত করেছে। ম্যাথ প্রবলেমস নিয়ে প্রচুর প্রশ্ন ও উত্তর সম্বলিত বই।বইতে বিগত জিম্যাট পরীক্ষার প্রচুর প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। বইটাকে জিম্যাট কোয়ান্ট স্পেশাল গাইডই বলা শ্রেয়।

 

উচ্চনম্বর প্রত্যাশীদের জন্য দিকদরশন হিসেবে বিবেচনা করা যেতে পারে।

  • জিআরই সেন্টার’স গ্রেডিং-                            
  • পজিশনঃ 

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.