এক নজরে গ্রেকের ফ্যাকাল্টি হিসাবে নিয়োগের প্রক্রিয়াটি দেখে নিন।

১. ফ্যাকাল্টি ওপেনিং হলে আমাদের ফেইসবুক পেইজগ্রুপে পোস্ট করা হয়ে থাকে।

২. আপনাকে উক্ত পোস্টের নিয়ম অনুযায়ী jobs.grecbd.com ঠিকানায় গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে কিংবা [email protected] ঠিকানায় একটি সিভি পাঠাতে হবে। সিভির মধ্যে জিআরই, টোফেল বা আয়েল্টস টেস্টের মতো পরীক্ষার বিস্তারিত ব্রেকডাউন থাকতে হবে। ইমেইলের সাবজেক্টে Faculty Position কথাটি থাকতে হবে।

৩. গ্রেকের শাখার পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। স্টুডেন্ট বিহীন ডেমো ক্লাস নেবার জন্য আপনাকে উল্লেখিত তারিখে আমাদের শাখায় আসতে হবে।

জিআরই ডেমো ক্লাসের বিস্তারিত

(ক) আপনি একটি ক্লাসে হোয়াইট বোর্ডের সামনে নমুনা ক্লাস নিতে হবে। ক্লাসরুমে কোন স্টুডেন্ট থাকবেন না এবং আপনার পড়ানোকে ভিডিওতে ধারণ করা হবে।

(খ) বোর্ডের মধ্যে CAPITAL LETTERS দিয়ে নিজের ইমেইল ঠিকানা লিখুন, যেখান থেকে আপনার সিভি আমাদের ঠিকানায় পাঠানো হয়েছিল। ভিডিওতে এই অংশটি দৃশ্যমান থাকা জরুরী।

(গ) আপনাকে তিনটি প্রশ্ন দেওয়া হবে (একটি ভার্বাল, একটি কুয়ান্ট এবং একটি মোটিভেশনাল টক)। প্রশ্নগুলো নীচে দেওয়া হয়েছে। সঠিক উত্তর ও ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে তাও এখানে বলে দেওয়া হলো।

ক্লাস শুরুর আগে ১-২ মিনিট

নিজের পরিচয় দিন, কোথায় পড়েছেন, কবে জিআরই দিয়েছেন, কত স্কোর ছিল ইত্যাদি বলুন। 

প্রশ্ন ১ঃ ২-৫ মিনিট

[Single correct MCQ type]

If 55 percent of the people who purchase a certain product are female, what is the ratio of the number of females who purchase the product to the number of males who purchase the product?
A. 11 to 9
B. 10 to 9
C. 9 to 10
D. 9 to 11
E. 5 to 9

উত্তর ও ব্যাখ্যাঃ অফিসিয়াল গাইড পৃষ্ঠা 173, প্রশ্ন নং 11

প্রশ্ন ২ঃ ২-৫ মিনিট

[Sentence Equivalence Type]

The judge’s standing in the legal community, though shaken by phony allegations of wrongdoing, emerged, at long last, _________ .
[A] unqualified
[B] undiminished
[C] undecided
[D] undamaged
[E] unresolved
[F] unprincipled

উত্তর ও ব্যাখ্যাঃ অফিসিয়াল গাইড পৃষ্ঠা 79, প্রশ্ন নং 7

প্রশ্ন ৩ঃ ২-৩ মিনিট

নীচের প্রশ্নটির উত্তরে স্টুডেন্টকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে কিছু বলুন।

“আমি প্রতিদিন ৫০ টা করে ওয়ার্ড  শিখি, কিন্তু যেদিন শিখি সেদিন কিছুটা মনে থাকলেও কয়দিন পরে আবার সব ভুলে যাই। নানা ভাবে শব্দ মনে রাখার চেষ্টা করেছি কিন্তু কোনটাতেই কাজ হচ্ছে না। খুব হতাশ বোধ করছি এবং আশংকা করছি যে আমার ভার্বালে খুব খারাপ স্কোর আসবে”।

আয়েল্টস ডেমো ক্লাসের বিস্তারিত

(ক) আপনাকে একটি ক্লাসে হোয়াইট বোর্ডের সামনে নমুনা ক্লাস নিতে হবে। ক্লাসরুমে কোন স্টুডেন্ট থাকবেন না এবং আপনার পড়ানোকে ভিডিওতে ধারণ করা হবে।

(খ) বোর্ডের মধ্যে CAPITAL LETTERS দিয়ে নিজের ইমেইল ঠিকানা লিখুন, যেখান থেকে আপনার সিভি আমাদের ঠিকানায় পাঠানো হয়েছিল। ভিডিওতে এই অংশটি দৃশ্যমান থাকা জরুরী।

(গ) আপনাকে দুইটি প্রশ্ন দেওয়া হবে (প্রশ্নগুলো নীচে দেওয়া হয়েছে)। আপনার মতো করে উত্তর করতে হবে।

ক্লাস শুরুর আগে ২-৩ মিনিট [অবশ্যই ইংরেজিতে বলতে হবে]

Tell us something about yourself, your educational background, IELTS score’s breakdown etc.

প্রশ্ন ১: ১-২ মিনিট

       Which places would you recommend to a visitor to your country? 

প্রশ্ন ২: ২-৩ মিনিট

       How did you prepare for IELTS?

ডেমো ক্লাসে যা বিবেচনা করা হবেঃ

যদিও ক্লাসে কোন স্টুডেন্ট থাকবে না, আপনার উদ্দেশ্য থাকবে উপস্থিত ম্যানেজার/স্টাফদের দিকে তাকিয়ে যথাসম্ভব সাবলীল ভাবে ক্লাস নেওয়া।

১. ফ্যাকাল্টির পোশাক ও সজ্জা সামগ্রিকভাবে কতখানি মার্জিত ও প্রফেশনাল (১০ নম্বর)
২. সবার সামনে নিজের পরিচয় দেওয়া ও আত্নবিশ্বাসী অভিব্যক্তি (১০ নম্বর)
৩. স্মিতহাস্য এবং বন্ধুসুলভ থাকা (১০ নম্বর)
৪. উচ্চারণের দ্রুতত, স্পষ্টতা এবং আঞ্চলিকতা পরিহার করে থাকা (১৮ নম্বর)
৫. সাবলিল অ্যামবুলেশন করা এবং এক জায়গায় দাঁড়িয়ে না থাকা (১০ নম্বর)
৬. সঠিক আই কনট্যাক্ট করা এবং ক্লাসের সবার প্রতি সমান ভাবে তাকানো (১০ নম্বর)
৭. বডি ল্যাংগুয়েজ, হাতের মুভমেন্ট, বোর্ডে কিছু নির্দেশ করার সময় আঙুল বা মার্কার দিয়ে ছুয়ে দেখানো (১০ নম্বর)
৮. পড়ানোর বিষয় বস্তু সহজ করে বোঝানোর ক্ষমতা এবং পাঠদানের সামগ্রিক দক্ষতা (১৮ নম্বর)
৯. বোর্ড মুছে পরিষ্কার করে যাওয়া (৪ নম্বর)

যে কোন শাখায় আবেদনকারীকে ডেমো ক্লাসে অংশ নেবার জন্য গ্রেকের শাখায় আসতে হবে। উক্ত শাখার এক্সিকিউটিভের সাথে যে কোন বিষয়ে যোগাযোগ করতে হবে।

গ্রেকের শাখাসমূহের ঠিকানা এবং গুগল ম্যাপ এখানে দেখুনঃ Contact us