জিম্যাট কী?

জিম্যাট (GMAT) এক ধরণের মানদন্ড নির্ধারণকারী পরীক্ষা (Standardized Test). যার পুরো নাম Graduate Management Admission Test.

জিম্যাট কেনো দরকারী?

সাধারণ ব্যাবসায়িক প্রশাসন সম্পর্কিত ডিগ্রী (MBA) নিয়ে উচ্চ শিক্ষায় পাড়ি জমাতে চাইলে জিম্যাট দরকার হয়।

জিম্যাট কারা নিয়ন্ত্রণ করে?

জিম্যাট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, মানদন্ড নির্ধারণ করা-এ জাতীয় সব কাজই করে থাকে GMAC  (Graduate Management Admission Council ).

জিম্যাট পরীক্ষার কাঠামো (Question Pattern) কেমন এবং সময় কতক্ষণ?

জিম্যাট পরীক্ষায় স্থিতিকাল ৩ ঘন্টা ৩০মিনিট। পরীক্ষা চারটি আলাদা সেকশসনে ভাগ করা। যেমন-

  • Analytical Writing Assessment- ৩০ মিনিট
  • Integrated Reasoning- ৩০ মিনিট
  • Quantitative Section- ৭৫ মিনিট
  • Verbal Section- ৭৫ মিনিট

Screenshot_5

 

জিম্যাট পরীক্ষার Marks Distribution কেমন?

জিম্যাট পরীক্ষায় চারটি আলাদা সেকশন মিলিয়ে মোট ৯১ টি প্রশ্নের উত্তর করতে হয়।  যেমন-

  • Analytical Writing Assessment- ১ টি
  • Integrated Reasoning- ১২ টি
  • Quantitative Section- ৩৭ টি
  • Verbal Section- ৪১ টি

Screenshot_5

 

জিম্যাট পরীক্ষায় কি ধরণের প্রশ্ন থাকতে পারে?

1) Analytical writing – যারা GRE এর writing section এর সাথে পরিচিত, তাদের নতুন করে আর কিছু জানার নেই। তবে দুইটির জায়গায় একটি Essay লিখতে হবে। এই Analysis of Argument ধরণের Essay লেখার জন্য সময় বরাদ্দ থাকবে ৩০ মিনিট।

2) Integrated Reasoning – এই অংশে চার ধরণের প্রশ্ন আসবে। আর মিনিটের মধ্যে আপনাকে ১২ টি প্রশ্নের উত্তর করতে হবে। যেমন-

  • Table Analysis: টেবিলে তথ্য সাজানো থাকবে। সেই তথ্যের আলোকে নিচে কয়েকটি অপশন দেওয়া হবে। আপনার কাজ হবে সেই অপশন থেকে সঠিক উত্তর বেছে নেওয়া।

Screenshot_5

  • Graphics Interpretation: একটি গ্রাফ দেওয়া থাকবে আর থাকতে কিছু তথ্য এই তথ্যের আলোকে কয়েকটি ফাঁকা ঘরে আপনার উত্তর বসাতে হবে।

Screenshot_6

  • Multi-Source Reasoning: তিনটি প্যাসেজ থাকবে। তিনটি প্যাসেজে তিন রকম ঘটনা বলা হবে। এসব প্যাসেজের আলোকে সত্য মিথ্যা যাচাই করতে হবে।

Screenshot_7

  • Two-Part Analysis: একই প্রশ্নে একই সাথে দুইটি অংশ থাকবে আপনাকে সেটা বিশ্লেষণ করে উত্তর করতে হবে।

Screenshot_8

3) Quantitative – কোয়ান্ট বা ম্যাথ অংশে দুই টাইপের প্রশ্ন মিলিয়ে মোট ৩৭টা প্রশ্ন আসবে এবং সময় দেওয়া হবে ৭৫ মিনিট।

  • Problem Solving – পাঁচটা অপশনের মধ্যে থেকে একটা সঠিক উত্তর বেছে নিতে হবে।

Screenshot_5

  • Data Sufficiency- একটা প্রশ্ন আর দুইটা statement (1 & 2) দেয়া থাকবে। ঐ প্রশ্নটার উত্তর দেয়ার জন্য ইনফর্মেশন গুলো কতটুকু প্রয়োজন হয়, সেটার ওপর ভিত্তি করে A, B, C, D, E সিলেক্ট করতে হবে।

Screenshot_6

4). Verbal – সব মিলিয়ে প্রশ্ন থাকবে ৪১টা আর সময় ৭৫ মিনিট। এই সেকশনে আবার ৩ ধরনের প্রশ্ন থাকতে পারে।

  • Reading Comprehension- প্যাসেজ থাকবে। এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে প্যাসেজে কি বলা হয়েছে, কোন দিকে ইঙ্গিত করা হয়েছেে এবং লেখক কি বোঝাতে চাইছেন ইত্যাদি। এরপর পাঁচটি অপশন থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে।

Screenshot_7

  • Sentence Correction – একটা লাইনের কিছু অংশ আনডার লাইন করা থাকবে। নিচের ৫টা অপশন থাকবে। আপনার কাজ হবে সেই অপশন থেকে সঠিক উত্তর খুঁজে বের করা।

Screenshot_8

  • Critical Reasoning – একটা ছোট প্যারাগ্রাফ থাকবে। এরপর ঐ প্যারাগ্রাফের ব্যাপারে পাঁচটি অপশনে পাঁচটি যুক্তি তুলে দেওয়া হবে। ঐ পাঁচটা অপশনের মধ্যে কোনটা প্যারাগ্রাফের সাথে মিলে সেই অপশন বাছাই করতে হবে।

Screenshot_9

জিম্যাট পরীক্ষা কত নাম্বারের এবং কিভাবে নাম্বার দেওয়া হয়?

জিম্যাট পরীক্ষার স্কোর ৮০০, তবে প্রতিটি সেকশনের স্কোরিং করার ধরণ আলাদা। চার Verbal আর Quant প্রাপ্ত স্কোর এবং পারসেনটাইল হার এক সাথে মিলিয়ে ৮০০ নাম্বার হিসাব করা হয়। Analytical Writing Assessment আর Integrated Reasoning কে আলাদা স্কেলে দেখানো হয়। যেমন-

  • Analytical Writing Assessment: ০ থেকে ৬ (যেমন- ০.৫, ১.০, ১.৫, ২, ২.৫, ৩.০, ৩.৫, ৪.০, ৪.৫, ৫.০, ৫.৫, ৬.০)

Screenshot_1

  • Integrated Reasoning: ১ থেকে ৮ (যেমন- ১, ২, ৩, ৪, ৫)

Screenshot_2

পরীক্ষায় কি নেগেটিভ Marking আছে?

জিম্যাট একটি Computer Adaptive Test. আপনার উত্তরের ওপর নির্ভর করে প্রত্যেক প্রশ্নের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন সামনে আসবে। পেছনের প্রশ্নগুলোতে ফেরত যাওয়া যাবে না। কোন প্রশ্ন বাদ রাখা যাবেনা। সবগুলো প্রশ্নের উত্তর দেয়া খুবই জরুরী। ভুল করলে যতটুকু নাম্বার কাটা যাবে, খালি রেখে আসলে কাটা যাবে আরো অনেক বেশি।

 

Comments

Leave a Reply to muktadir husain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.