আয়েল্টস (IELTS) টেস্ট সম্পর্কে প্রাথমিক ধারনা নিতে পড়তে পারেন ‘আয়েল্টস কি এবং কেন?’ শিরোনামের আর্টিকেলটি। এছাড়াও কত ধরনের আয়েল্টস টেস্ট আছে কিংবা আয়েল্টস টেস্টের প্রকারভেদ সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন আর্টিকেলটি থেকে।

সাধারণত যাদের মাতৃভাষা ইংরেজি নয়, মূলত তাদের জন্য ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা আয়েল্টস (IELTS)।

Regular IELTS Test এ দুই ধরনের পরীক্ষা পদ্ধতি রয়েছে। একটি হলো- একাডেমিক (IELTS Academic) এবং অপরটি জেনারেল ট্রেনিং (IELTS General Training)।

এই ধরনের আয়েল্টস পরীক্ষার মধ্যে একাডেমিক আয়েল্টস টেস্ট হচ্ছে যারা পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাদের জন্য। আর জেনারেল ট্রেনিং হচ্ছে যারা চাকরি কিংবা দেশের বাইরে কোন ট্রেনিংয়ের জন্য আয়েল্টস পরীক্ষায় অবতীর্ণ হতে চান তাদের জন্য।

IELTS-Classification-GREC

এই ভাষাগত পারদর্শিতা যাচাইয়ে আয়েল্টস চারটি বিষয়ের উপর পরীক্ষা নিয়ে থাকে। এগুলো হচ্ছে- লিসেনিং (শোনা), রাইটিং (লেখা), রিডিং (পড়া) এবং স্পিকিং (বলা)।

অর্থাৎ আপনি উচ্চশিক্ষা অর্জনের জন্য আয়েল্টস একাডেমিক কিংবা সাধারণ ভাবে আয়েল্টস জেনারেল ট্রেনিং পরীক্ষা দিন না কেন উভয় ক্ষেত্রেই আপনাকে ইংরেজি ভাষায় শুনে তা বুঝা, স্বাধীনভাবে লেখা, ইংরেজি লেখা পড়াতে পারা এবং সাবলিলভাবে ইংরেজিতে কথা বলার ক্ষমতাকে পরখ করে দেখা হয়।

এবার আসুন দেখে নেয়া যাক এই একাডেমিক এবং জেনারেল ট্রেনিং আয়েল্টস টেস্টের মধ্যে হেড টু হেড তুলনা-

IELTS-Classification-GREC (1)

IELTS-Classification-GREC (2)

IELTS-Classification-GREC (3)

IELTS-Classification-GREC (4)

IELTS-Classification-GREC (5)

‘‘নোট: একাডেমিক এবং জেনারেল ট্রেনিং আয়েল্টসের মধ্যে প্রশ্নের ধরনে তেমন কোন পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র প্রয়োগিক ক্ষেত্র বিশেষে।’’

১ থেকে ৯- এর স্কেলে আয়েল্টস টেস্টের ব্যান্ড স্কোরিং করা হয়। এই চারটি অংশে আলাদাভাবে প্রাপ্ত স্কোর যোগ করে গড় করে চূড়ান্ত স্কোর দেওয়া হয়। আয়েল্টস টেস্টের স্কোরিং সম্পর্কে জানতে পড়ুন এই আর্টিকেলটি