বিশ্ববিদ্যালয়ে আবেদনের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। যদিও ভর্তি  করানোর ব্যাপারটা পুরোপুরি প্রফেসরের উপর নির্ভর করে। কিন্তু কতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তা একান্তই আপনার উপর নির্ভরশীল। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় উচ্চ শিক্ষার্জনে যারা ইতিমধ্যে কাঙ্খিত গন্তব্য পৌছাতে পেরেছে তাদের অধিকাংশই ৬ টি থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ছিলেন। নিরাপদ সাইডে থাকার জন্য এ কারনে কিছুটা কৌশল অবলম্বন করা ভালো। যেমন- যদি আপনি ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে এ তালিকায় ২টি উচু র‌্যাঙ্কড, ৩টি নিচু র‌্যাঙ্কড এবং ৫টি মধ্যম র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয় থাকা উচিত।

 Screenshot_1