[This post is closed. Don’t send CV]

Job Posting at GRE Center – Full Time

Manager, Social Networking – 2015 (D)

গ্রেকের নিম্নোক্ত পদে নিয়োগ চলছে।

(1) Manager, Social Networking, Full time


(1) Manager, Social Networking, Full time

যোগ্যতা:

  • যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন সাবজেক্টে যে কোন জিপিএ নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা হতে হবে।
  • পূর্ণকালীন চাকুরি বলে কোথাও শিক্ষার্থী হিসাবে থাকলে তা অফিস টাইমের বাইরে করতে হবে। অফিস টাইমের আলোচনা নীচে দেখুন।
  • জিআরই, জিম্যাট, এসএটি, আইবিএ (বিবিএ/এমবিএ) এই পরীক্ষাগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
  • সৃজনশীল এবং অনুপ্রেরণাদায়ক প্রশ্নোত্তর, পোস্ট ও কমেন্ট লিখতে সক্ষম হতে হবে।
  • ইন্টারনেটে বাংলা লিখতে পারা ও বিভিন্ন আর্টিকেল লিখতে পারার যোগ্যতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজের বিবরণ:

  • গ্রেক 2008 সাল থেকে বাংলাদেশী তরুণদের মাঝে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ ও উচ্চশিক্ষার তথ্য বিতরণ করে আসছে। সময়ের সাথে আমাদের সেবার ধরণে পরিবর্তন এসেছে এবং সে কারণে আমাদের এখন অনলাইনে প্রচূর পোস্ট দিতে হয় এবং উচ্চশিক্ষা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। অসংখ্য উচ্চশিক্ষা প্রত্যাশী সঠিক দিক নির্দেশনার অভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যার্থ হন। আপনার কাজের প্রধান অংশ হবে আমাদের ওয়েবসাইট(সমূহ), ফেইসবুক গ্রুপ(সমূহ) এবং অফিসিয়াল ফ্যান পেইজের বিভিন্ন পোস্ট প্রস্তুত করা এবং অ্যাডমিন হিসাবে কর্মকাণ্ড মডারেট করা।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রেকের পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে যোগাযোগ সমন্বয় করা।
  • অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে দরকারী তথ্য সংগ্রহ করা এবং সহজ ভাবে আর্টিকেলর হিসাবে পরিবেশন করতে পারা।
  • দিনে ৮ ঘণ্টা কাজ। প্রতিদিন রাত ১০টা থেকে ১২ টা পর্যন্ত বাসায় থেকে অনলাইনে থাকা।
  • সপ্তাহে ৬ দিন কাজ। এক দিন নিজের বাসা থেকে অফিস করতে পারবেন। বাকী ৫ দিনের ৬ ঘণ্টা আমাদের অফিসে এসে কাজ করতে হবে। অনলাইনেও কাজ হলেও আমাদের অফিসে উপস্থিত থেকে এই কাজ করতে হবে।

বেতন ও সুবিধাদি:

  • মাসিক বেতন ১৮,০০০ (আঠার হাজার) টাকা ।
  • বাৎসরিক উৎসব বোনাস – দুইটি
  • সপ্তাহে  ১ দিন বাসায় বসে কাজ করা যাবে।
  • উল্লেখ্য:  দুই মাসের প্রবেশনারি পিরিয়ড সময়ে উৎসব বোনাস প্রযোজ্য নয়।

যেভাবে আবেদন করবেন:

  • [email protected] ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা/সিভি এবং ছবি পাঠাতে হবে।
  • ইমেইলের সাবজেক্ট হবে Manager, Social Networking -2015(D)
  • ইমেইলের মধ্যে উল্লেখ করতে হবে উপরে যোগ্যতা অংশে উল্লেখিত বিষয়ে আপনার পারদর্শিতা কতটুকু
  • আবেদনের শেষ তারিখ: নিয়োগ চূড়ান্ত হওয়া পর্যন্ত