Job Posting at GREC – Full Time

Content Manager (Work at home) – 2015 (F)

গ্রেকে নিম্নোক্ত পদে নিয়োগ চলছে।

এই ডকুমেন্টের মধ্যে SOP বলতে Standard Operating Procedure বোঝানো হয়েছে।

(1) Content Manager (Work at home) – 2015 (F)


(1) Content Manager Full time

যোগ্যতা:

  • যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন সাবজেক্টে যে কোন জিপিএ নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা হতে হবে।
  • পূর্ণকালীন চাকুরি বলে কোথাও শিক্ষার্থী হিসাবে থাকলে তা অফিস টাইমের বাইরে করতে হবে। অফিস টাইমের আলোচনা নীচে দেখুন।
  • জিআরই, জিম্যাট, এসএটি, আইবিএ (বিবিএ/এমবিএ) এই পরীক্ষাগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
  • উল্লেখিত পরীক্ষাগুলো দেওয়া থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
  • টাইপিং স্পিড typingtest.com এর সূচক অনুযায়ী Fluent বা তার উপরে থাকতে হবে।
  • সৃজনশীল এবং অনুপ্রেরণাদায়ক প্রশ্নোত্তর, পোস্ট ও কমেন্ট লিখতে সক্ষম হতে হবে।
  • ইন্টারনেটে বাংলা লিখতে পারা ও বিভিন্ন আর্টিকেল লিখতে পারার যোগ্যতা থাকতে হবে।
  • নতুন প্রযুক্তি ও কৌশল শেখার মানসিকতা থাকতে হবে।
  • প্রত্যক্ষ সুপারভাইজারের অনুপস্থিতিতে বেঁধে দেওয়া সময়ের অধীনে প্রজেক্ট সম্পন্ন করা এবং রিপোর্ট প্রদানের উপযুক্ত হতে হবে।

দায়িত্ব ও কাজের বিবরণ:

  • গ্রেক 2008 সাল থেকে বাংলাদেশী তরুণদের মাঝে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ ও উচ্চশিক্ষার তথ্য বিতরণ করে আসছে। সময়ের সাথে আমাদের সেবার ধরণে পরিবর্তন এসেছে এবং সে কারণে আমাদের এখন অনলাইনে প্রচূর পোস্ট দিতে হয় এবং উচ্চশিক্ষা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। অসংখ্য উচ্চশিক্ষা প্রত্যাশী সঠিক দিক নির্দেশনার অভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যার্থ হন। আপনার কাজের প্রধান অংশ হবে আমাদের ওয়েবসাইট(সমূহ), ফেইসবুক গ্রুপ(সমূহ) এবং অফিসিয়াল ফ্যান পেইজের বিভিন্ন পোস্ট প্রস্তুত করা এবং অ্যাডমিন হিসাবে কর্মকাণ্ড মডারেট করা।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রেকের পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে যোগাযোগ সমন্বয় করা।
  • গ্রেকের ওয়েবসাইট, স্টাডি ম্যাটেরিয়াল, বই ইত্যাদি সবকিছুর যাবতীয় তথ্য জানা এবং ফেসবুকে নতুন সদস্য বা অনভিজ্ঞদের সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দরকার অনুসারে সরবরাহ করা।
  • নিজ উদ্যোগে ফেইসবুক পেইজ ও গ্রুপে দরকারী পোস্ট ও প্রশ্নোত্তর প্রদান করা।
  • ওয়েবসাইটের মানোন্নয়নের জন্য নতুন আইডিয়া বের করা এবং তা প্রয়োগ করা।
  • প্রতি দুই সপ্তাহের কাজের পরিকল্পনা আগাম পরিবেশন করা এবং বিগত দুই সপ্তাহের রিপোর্ট সাপ্তাহিক মিটিং-এ নির্দিষ্ট SOP অনুসারে আলোচনা করা।
  • প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের স্বার্থে নতুন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন শেখা। উদাহরণ স্বরূপ: বিজয় ব্যবহার করে বাংলা টাইপিং (আমাদের বিশেষ কিছু সফটওয়্যার অভ্র ইনপুট গ্রহণ করতে পারেনা; নতুন সফটওয়্যার শিখে নেবার মানসিকতা থাকতে হবে), জ্যামিতিক ড্রইং বিষয়ক ওয়েব অ্যাপ্লিকেশন, ম্যাথের ফরমুলা বিষয়ক ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়ার্ডপ্রেস সাইট এবং তার বিভিন্ন প্লাগ-ইন, অফিসের দরকারী বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার ইত্যাদি।
  • যে কোন নতুন সফটওয়্যার গুগল বা ইউটিউব থেকে সার্চ করে শিখে নেবার মানসিকতা থাকতে হবে।
  • আত্নমানোন্নয়নের অংশ হিসাবে “Sharpening the saw” সূত্র প্রয়োগ করা (Read more at https://en.wikipedia.org/wiki/Continual_improvement_process)। উদাহরণ স্বরূপ, নিয়োগের ৩০ দিনের মধ্যে না দেখে টাইপিং শিখতে হবে এবং typingtest.com এর সূচক অনুযায়ী টাইপিং স্পিড “Fast” এবং Accuracy 90% এর উপরে অর্জন করতে হবে। স্লো টাইপিং অনলাইন কর্মকান্ডের উৎপাদনশীলতার প্রধান অন্তরায়। বিভিন্ন সফ্ট স্কিল (soft skill) এবং পেশাদারী দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেইনিং গ্রহণের মানসিকতা থাকতে হবে। বাজারে প্রকাশিত জিআরই, জিম্যাট, আয়েল্টস ইত্যাদির নতুন  বই পড়া ও অনলাইনে নতুন স্টাডি ম্যাটেরিয়াল পড়ার আগ্রহ থাকতে হবে।
  • অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে দরকারী তথ্য সংগ্রহ করা এবং সহজ ভাবে আর্টিকেল হিসাবে পরিবেশন করতে পারা।
  • দিনে ৮ ঘণ্টা কাজ যা ৬+২ হিসাবে বিভক্ত। প্রতিদিন সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ পর্যন্ত ছয় ঘন্টা অনলাইনে থেকে কাজ করতে হবে। প্রতিদিন রাত ৯.০০ টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত ফেইসবুকের বিভিন্ন গ্রুপে ও পেইজে প্রশ্নোত্তর করা ও পূর্বনির্ধারিত কাজ করা। রাতের সময়টি গুরুত্বপূর্ণ কারণ এসময় প্রচূর মানুষ অনলাইনে থাকেন।
  • স্বচ্ছতার সাথে কাজ করা এবং স্ব-উদ্যোগে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • সপ্তাহে ৬ দিন কাজ। শুক্র ও শনিবার বাদে অন্য কোন দিন সাপ্তাহিক ছুটি কাটাতে হবে। প্রতি সপ্তাহের সাপ্তাহিক মিটিং-এ সশরীরে উপস্থিত থাকতে হবে।
  • এটি প্রধানত: বাড়িতে বসে অনলাইনে করার মতো কাজ। তারপরেও, প্রতিষ্ঠানের প্রয়োজন হলে অফিসে এসে কাজ করতে হবে (মাসে দুই থেকে ছয় দিন)।
  • বাড়িতে কাজ করার জন্য উপযোগী কম্পিউটার এবং ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

বেতন ও সুবিধাদি:

  • মাসিক বেতন ১৮,০০০ (আঠার হাজার) টাকা ।
  • প্রথম দুই মাস প্রবেশনারী পিরিয়ডে বেতন ১৬,০০০ (ষোল হাজার) টাকা।
  • বাৎসরিক উৎসব বোনাস – দুইটি
  • উল্লেখ্য:  দুই মাসের প্রবেশনারি পিরিয়ড সময়ে উৎসব বোনাস প্রযোজ্য নয়।
  • বাৎসরিক ছুটি এবং অবকাশ: প্রতিষ্ঠানের ক্যালেন্ডার অনুসারে বাৎসরিক ছুটি অনুসরণ করা হয়। বছরে ১২ দিন অবকাশ ও অসুস্থতাজনিত ছুটি।

যেভাবে আবেদন করবেন:

  • [email protected] ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা/সিভি এবং ছবি পাঠাতে হবে।
  • ইমেইলের সাবজেক্ট হবে Content Manager – 2015(F)
  • ইমেইলের মধ্যে উল্লেখ করতে হবে উপরে যোগ্যতা অংশে উল্লেখিত বিষয়ে আপনার পারদর্শিতা কতটুকু
  • আবেদনের শেষ তারিখ: নিয়োগ চূড়ান্ত হওয়া পর্যন্ত। আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।