উচ্চ শিক্ষায় আমেরিকাকে বিবেচনা করা হয় স্বর্গরাজ্য হিসেবে। আবেদনের দরকারি নিয়ম কানুন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যায়।  কমবেশি সবগুলো বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া কাছাকাছি ধরণের। সে কারনে প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্য ন্ত একটি পদ্ধতি অনুসরণ করা উচিত।

  • পছন্দের বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা বানানো।
  •  বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেইজ থেকে ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট বাছাই করা।
  • সাবজেক্টের সাথে মিল আছে এরকম নামগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে আরেকটি তালিকা করা।
  • নতুন তালিকা ধরে গ্রাজুয়েট অ্যাডমিশন কো-অর্ডিনেটর অথবা প্রফেসরের সাথে যোগাযোগ করা।
  • ভর্তির জন্য কি কি (সিজিপিত্র, জিআরই ও টোফেল স্কোর) লাগবে তা কো-অর্ডিনেটরের কাছ থেকে ভালোভাবে জানা।
  • চূড়ান্তভাবে আরেকটি তালিকা প্রস্তুত করা।
  • দরকারি স্কোর পাঠানো।
  • লেটার অব পারপাস (এসওপি) এবং লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) তৈরি করা।
  • দরকারি ডকুমেন্ট পাঠানো।
  • অ্যাডমিশন