প্রতিটি বিসিএস পরীক্ষায় লক্ষ লক্ষ প্রার্থী অংশগ্রহণ করে, আবার সবচেয়ে বেশি প্রার্থী বাদও পড়ে এই প্রিলিমিনারি পর্ব থেকেই। তাই প্রিলিমিনারি পর্ব ভালো করতে প্রয়োজন ভালো প্রস্তুতির। প্রস্তুতির জন্য বাজারে বইয়ের কোন শেষ নেই। বইয়ের এই সাগর থেকে কোনটা রেখে কোনটা পড়বেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বেরও শেষ নেই।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন কোন বইগুলো প্রয়োজন জেনে নেয়া যাক –
বিগত বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্নগুলো পড়ুন ও দেখুন। এর ফলে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও নিজের অবস্থান সম্পর্কে নিজের আইডিয়া হয়ে যাবে এবং বিগত বছরের প্রশ্নগুলোও আপনার পড়া হয়ে যাবে। যা আপনাকে কোন কোন বিষয় বা প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে তা বুঝতে সহায়তা করবে।
০১. বাংলা ভাষার ব্যাকরণ (নবম ও দশম শ্রেণি)
০২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
০৩. উচ্চতর বিশুদ্ধ ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
০৪. লাল নীল দীপাবলি – হুমায়ূন আজাদের
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. Applied English Grammar and Composition by PC Das
০২. English for Competitive Exam by Fazlul Hoque
০৩. An ABC of English Literature by M Mofizar Rahman
০৪. A Handbook on English Literature By Sharif Hossain Ahmed Chowdhury
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম ও দশম শ্রেণি)
০২. ভূগোল ও পরিবেশ (নবম ও দশম শ্রেণি)
০৩. পৌরনীতি ও নাগরিকতা (নবম ও দশম শ্রেণি)
০৪. পৌরনীতি ও সুশাসন-১ম ও ২য় প্রত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) – প্রফেসর মোঃ মোজাম্মেল হক
০৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা (সর্বশেষ প্রকাশিত)
০৬. বাংলাদেশের সংবিধান
০৭. দৈনিক পত্রিকা / কারেন্ট এফেয়ার্স
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. গণিত (নবম ও দশম শ্রেণি)
০২. উচ্চতর গণিত (নবম ও দশম শ্রেণি)
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. ওরাকল বিসিএস প্রিলিমিনারি মানসিক দক্ষতা
০২. বিসিএস লিখিত পরীক্ষা মানসিক দক্ষতার প্রশ্নগুলো
Indiabix, Sawaal, Examveda, Quora, Mcqtest ইত্যাদি ওয়েবসাইট থেকে মানসিক দক্ষতার প্রশ্নগুলো দেখতে পারেন। ।
০১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম ও দশম শ্রেণি)
০২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ শ্রেণি) – প্রকৌশলী মুজিবুর রহমান
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. বিজ্ঞান (নবম ও দশম শ্রেণি)
০২. পদার্থবিজ্ঞান (নবম ও দশম শ্রেণি)
০৩. রসায়ন (নবম ও দশম শ্রেণি)
০৪. জীববিজ্ঞান (নবম ও দশম শ্রেণি)
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
০১. পৌরনীতি ও সুশাসন-১ম প্রত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) – প্রফেসর মোঃ মোজাম্মেল হক
বাজারে প্র্যাকটিসের জন্য প্রফেসর’স, এমপি থ্রি , ওরাকলসহ বেশকিছু ভালো বই রয়েছে। আপনি আপনার পছন্দমত যেকোনো বই দেখতে পারেন।
১. জব সলিউশন
২. কারেন্ট এফেয়ার্স এর বিশেষ সংখ্যা
GREC’s BCS & Bank Job Preparation