দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
IELTS পরীক্ষার ৪টি অংশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে লিসেনিং, আর এই পার্টের জন্য উপযুক্ত একটি বই হচ্ছে কলিন্স সিরিজের Collins listening for IELTS, with CD । লিসেনিং এর উপযুক্ত টেকনিক ও প্রাকটিসের জন্য অন্যতম সিরিজ বই এটি। তাহলে দেখে নেওয়া যাক এই বইয়ের রিভিউ।
Collins listening for IELTS, with CD
- লেখকঃ ফিওনা এ্যাশ ও জো টমলিন্সন।
- পাবলিশারঃ হারপার কলিন্স পাব্লিশার।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ৯০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.২”/ ৭.১’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ কলিন্স সিরিজের লিসেনিং এর এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে লিসেনিং এর বিভিন্ন সাইড। বইটাতে পরীক্ষার্থীদের সুবিধার্থে গুড টেকনিক ব্যবহার করা হয়েছে। প্রতিটা প্রশ্নের উত্তরসহ প্রচুর প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে। লিসেনিং স্কিল ডেভলপ ও শার্প করার জন্য প্রাকটিস টেস্ট, অডিও স্ক্রিপ্ট ও এন্সার কে সংজোজন করা হয়েছে।
হাইস্কোরের জন্য পরীক্ষার্থীদের জন্য পছন্দের বই হতেপারে কলিন্স সিরিজের এই বই।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ