দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
আন্তর্জাতিক ভাষা শিক্ষণ ও পরীক্ষা দেওয়ার স্বীকৃত মাধ্যম হচ্ছে IELTS। আর এই টেস্টের জন্য বাজারে যে সকল বই পাওয়া যায় তারমধ্যে রাইটিং এর জন্য KKhan’s IELTS writing flash by Moniruzzaman এর বই অন্যতম। আসলেই রাইটিং স্কিল ও প্রাকটিসের জন্য চমৎকার এক বই। তাহলে দেখে নেওয়া যাক এই বইয়ের রিভিউ।
Khan’s IELTS writing flash by Moniruzzaman
- লেখকঃ ডঃ এম মনিরুজ্জামান।
- পাবলিশারঃ খান বুক সেন্টার।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ৯০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৩”/ ৭.১’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৬১
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ রাইটিং এর এই বইটি রাইটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে একেবারে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। বইটাতে পরীক্ষার্থীদের সুবিধার্থে গুড টেকনিক ব্যবহার করা হয়েছে। প্রতিটা প্রশ্নের উত্তরসহ প্রচুর প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে। রাইটিং স্কিল ডেভলপ ও শার্প করার জন্য প্রচুর এক্সেরসাইজ দেওয়া হয়েছে।
একাডেমিক ও জেনারেল দুধরনের স্টুডেন্টের রাইটিং এর জন্য উপযুক্ত এই বই।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ