দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
GRE পরিক্ষার জন্য Mc Graw-Hill’s New GRE 2012-2013 বইটা খুবি ইফেক্টিভ। একটু সহজকরে দেওয়া তবে বেসিকদের জন্য ভাল। বইটায় টেস্ট অনেক বেশি।তাই, ফোকাসটা টেস্টের প্রতি-ই বেশী করা হয়েছে। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।
Mc Graw-Hill’s New GRE 2012-2013
- লেখকঃ ইউনিট অফ ম্যাক গ্র-হিল’স এডুকেশন।
- পাবলিশারঃ ম্যাক গ্র-হিল’স এডুকেশন।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ১০০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার চিত্র ব্যাক চিত্র
- সাইজঃ ৯.২”/ ৭.১’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৪৭০
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ ম্যাক গ্র-হিল’স-এর এই বইটি জিআরই প্রস্তুতির জন্য টেস্টের প্রতি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। বইটিতে ৮টি প্রাকটিস টেস্টস দেওয়া হয়েছে যার মধ্যে ৪টি বইতে, ২টি সিডিতে ও বাকী ২টি অনলাইনে দেওয়া আছে। বইটা ডায়াগনস্টিক টেস্ট সম্বলিত এবং ফোকাসটাও এখানেই বেশী।
আপাত দৃষ্টিতে বইটা অনেক বেশি সহজ করা হয়েছে।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ