Revised or New GRE

২০১১ সালের অগাস্ট এর পর থেকে জিআরই’র নিয়ন্ত্রক সংস্থা এডুকেশনাল টেস্টিং সার্ভিস বা ইটিএস এর পক্ষ থেকে জিআরইতে বিশাল পরিবর্তন আনা হয়। যদিও এর পরে অনেক দিন ইতোমধ্যে পার হয়ে গেছে এবং নতুনদের সবাই বর্তমান জিআরই সম্পর্কে বেশ ভালো মতোই জানেন, তারপরেও পূরাতন জিআরই দেওয়া কারো জন্য যাতে নতুন জিআরইর কাঠামো বুঝতে অসুবিধা না হয় সেজন্যই এই বিশেষ আর্টিকেলটি লেখা হলো।

এই ব্লগে আমরা জিআরই’র কাঠামো ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পড়ুন এখানে এবং এই আর্টিকেলে কেবলমাত্র আগের জিআরই থেকে বিসদৃশ বিষয়গুলো তুলে ধরা হলো।

 

  • রাইটিং দিয়েই আগের মতো জিআরই পরীক্ষা শুরু হচ্ছে
  • রাইটিং এর ইস্যু টাস্কে এখন ৪৫ মিনিটের বদলে ৩০ মিনিট সময়
  • রাইটিং এর ইস্যু টাস্কে এখন কোন অপশন দেওয়া হয় না। যে টপিক পাবেন সেটার উপরেই লিখতে হবে
  • ভার্বাল অংশে এখন আর অ্যানালজি ও অ্যান্টনিম ধরণের প্রশ্ন নেই
  • এ কারণে ভার্বালে প্রত্যক্ষ ভাবে ভোকাবুলারির দখল পরিমাপ করা হয় না।
  • বেশি জোর দেওয়া হচ্ছে ইংরেজী ভাষার বাক্য গঠন পড়ে তার সরাসরি বা পরোক্ষ ভাবে প্রকাশিত অর্থ উপলব্ধির উপর
  • প্যাসেজে রোমান হরফে I, II, III, IV দিয়ে তারপর Only I, Only II and III এরকম প্রশ্ন এখন আর আসছে না। বরং এগুলোর জায়গায় এসেছে Single or Multiple correct MCQ ধরণের প্রশ্ন

 

Comments

Leave a Reply to Imran ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.