এই পেজের প্রথমাংশে রয়েছে পার্ট/ফুল টাইম স্টাফ (যারা ফ্যাকাল্টি নন) নিয়োগের পদ্ধতি, এবং পরের অংশে রয়েছে ফ্যাকাল্টি নিয়োগ ও সেবা প্রদান সংক্রান্ত জ্ঞাতব্য বিষয়াবলী। সকল আবেদনকারীকে এই পেইজটি সম্পূর্ণরূপে পড়ে তারপর আবেদন শুরু করতে অনুরোধ করা হচ্ছে।

A. Staff (non-faculty) positions

কিভাবে স্ট্যাফ পজিশনে হায়ারিং সম্পন্ন হয় তা এই ভিডিওতে বোঝানো হয়েছে। অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন ও প্রস্তুতি নিয়ে আবেদন করুন।

Staff Openings (open until filled up)

Opening ID=7: Marketing & Online Promotion Executive

মার্কেটিং এবং ফেইসবুক-ভিত্তিক অনলাইন প্রমোশন এক্সিকিউটিভ পদে গ্রেকে নিয়োগ চলছে। প্রধানত: বাসা থেকে কাজ করা যাবে তবে সপ্তাহে ১ দিন অফিসে এসে কাজ করতে হবে। কাজের সময় বিকাল বিকাল ৩ টা থেকে শুরু হবে তাই যোগ্যতাসম্পন্ন স্টুডেন্টরাও আবেদন করতে পারবেন। নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে।
লিংক: https://forms.gle/4SJccspqp3UJgjSv6
এরপর উপযোগিতার প্রেক্ষিতে আবেদনকারীদের সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=6: Student Counselor (Deadline: May 15, 2023)

গ্রেকের বানানী শাখায় Student Counselor পদে নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হবে।
লিংক: cutt.ly/nc8gz6r
এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=5: Graphics Designing Intern at Lalmatia (Expired)

গ্রেকের লালমাটিয়া শাখায় Graphics Designer পদে নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের স্যাম্পল কাজ সহ সিভি [email protected] -ঠিকানায় ইমেইলে পাঠানোর জন্য জানানো যাচ্ছে।

এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=4: R&D Executive at Lalmatia

গ্রেকের লালমাটিয়া শাখায় Research & Development (R&D) Executive পদে নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হবে।
লিংক: Click Here
এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=3: “বিদেশে” উচ্চশিক্ষা কাউন্সেলর

গ্রেকের লালমাটিয়া শাখায় “বিদেশে উচ্চশিক্ষা কাউন্সেলর” পদে নিয়োগ চলছে। বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ার ধারণা আছে এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হবে। লিংক: https://forms.gle/PkYw8mKrq7dBtHdn7

এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে  যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=2: English medium education Executive at Banani (Expired)

গ্রেকের বনানী শাখায় English Medium Education Executive পদে নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হবে।
লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScfSBDSj-ju9Fb–9v71bZRmhzIc23ugCXRNU4NUx6bCcdCEA/viewform?usp=sf_link

এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে  যোগাযোগ করুন। ধন্যবাদ।

Opening ID=1: IELTS & English Trainer at Banani (Expired)

গ্রেকের বনানী শাখায় IELTS & English Trainer পদে নিয়োগের প্রাথমিক ধাপ হিসাবে আগ্রহী ব্যক্তিদের নীচের লিংকে গিয়ে একটি গুগল ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হবে।
লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdr3i8xmn2WbJUV5ZZJ1h2x2WRfgQ1JDQMa1tBoD5_dGnuUdQ/viewform
এরপর উপযোগিতার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে সম্মুখ সাক্ষাৎকারে আমন্ত্রণ জানানো হবে। যে কোন প্রশ্নের জন্য [email protected] -ঠিকানায় ইমেইলে  যোগাযোগ করুন। ধন্যবাদ।

 

B. Faculty Position (year-round open)

Watch this video first to understand how our faculty hiring process works. Contact our Facebook page in case if you have any question. Watch this video first to understand how our faculty hiring process works. Contact our Facebook page in case if you have any question.

 

We are currently accepting Faculty applications for the following courses:

  • GRE
  • GMAT
  • SAT
  • IBA – BBA
  • IBA – MBA
  • IELTS
  • Communicative and Spoken English
  • English Phonetics
  • O/A- Level

Step 1: Please fill up this form and submit.

Step 2: Please send a message to our Facebook page asking a schedule of Skype or Hang out video demonstration.

Step 3: The on-site demonstration. These are the three questions you will need present:

(i) For the course of GRE:

Please explain the questions using Bangla to facilitate understanding for the majority of the students.

Question – 1 of 3

[Single correct MCQ type]

If 55 percent of the people who purchase a certain product are female, what is the ratio of the number of females who purchase the product to the number of males who purchase the product?

A. 11 to 9
B. 10 to 9
C. 9 to 10
D. 9 to 11
E. 5 to 9
Answer and Explanation: ETS Official Guide page 173, Question 11.

Question – 2 of 3

[Sentence Equivalence Type]

The judge’s standing in the legal community, though shaken by phony allegations of wrongdoing, emerged, at long last, _________ .
[A] unqualified
[B] undiminished
[C] undecided
[D] undamaged
[E] unresolved
[F] unprincipled

Answer and Explanation: ETS Official Guide page 79, Question 7.

Question – 3 of 3 (A subjective case)

নীচের প্রশ্নটির উত্তরে স্টুডেন্টকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে কিছু বলুন।

“আমি প্রতিদিন ৫০ টা করে ওয়ার্ড শিখি, কিন্তু যেদিন শিখি সেদিন কিছুটা মনে থাকলেও কয়দিন পরে আবার সব ভুলে যাই। নানা ভাবে শব্দ মনে রাখার চেষ্টা করেছি কিন্তু কোনটাতেই কাজ হচ্ছে না। খুব হতাশ বোধ করছি এবং আশংকা করছি যে আমার ভার্বালে খুব খারাপ স্কোর আসবে”।

(ii) For the course of IELTS:

Note: All questions need to be addressed in English. Try to be brief and formal as much as possible.

Question – 1 of 3

Tell us something about yourself, your educational background, IELTS score’s breakdown etc.

Question – 2 of 3

Which places would you recommend to a visitor to your country?

Question – 3 of 3

How did you prepare for your IELTS? What advices do you have for a beginner?

 Step 4: Taking the real class

GREC will contact you when a batch is available for you. You will need to participate in our faculty training sessions before starting teaching.

(iii) For the course of Communicative English & Speaking:

Please note that, this course is designed to prepare the students with basic skills in communicative English, which include the following:

a. Be fluent in everyday conversation.

b. Be able to write error-free English sentences.

c. Understand and be able to apply grammar.

d. Obtain basic knowledge about preparing for the English Course of HSC level (this part is only for our Post-SSC Communicative English course).

Note: All questions need to be addressed in English. Try to be brief and formal as much as possible.

Question – 1 of 3

Tell us something about yourself, your educational background, and why you like to teach at GREC.

Question – 2 of 3

How would you explain the future continuous tense to a weak student? Use Bangla narration and simple examples.

Question – 3 of 3

What strategies should a weak student follow to excel in free-hand writing?

(iv) For the course of O/A Level:

Please note that, this course is designed to prepare the O/A level students with all the skills required to ace in subjects like Mathematics, Physics, Chemistry, Biology etc. :

a. Be fluent in everyday conversation.

b. Being good at explaining things to others.

c. Having a strong knowledge in particular subject areas.

d. Planning, preparing and delivering effective teaching and learning programs for every student in allocated classes and/or groups

Note: All questions need to be addressed in English. Try to be brief and formal as much as possible.

Question – 1 of 3

Tell us something about yourself, your educational background, and why you like to teach at GREC.

Question – 2 of 3

Tell us a subject you are interested to teach and the reason behind?

Question – 3 of 3

Please prepare one interesting sample topic with question and explanation that you like to share your students in 5 minutes. Example may be: area of circle; digestive enzymes; projectile etc.

(v) For The Course Of  SAT:

Math

English

Motivational/Situation-based Question

  1. How would you handle a situation where one of your student is missing classes regularly/not paying attention in the class while teaching?
  2. How would you deal a situation where a student is trying to make a story telling or maybe trying to stretch a big conversation with you or other classmates?
  3. What are your strategies to keep your students attentive and engaged in class?/If you have not used any before, could you please think of any you would like to use?

 

(C). Staff positions not currently open (but drop your application and we’ll knock you when we have an opening)

Research and Development:

Please fill up this form

Intern Opportunity at GREC’s R&D Position:

Please fill up this form

গ্রেকে ফ্যাকাল্টি বা ট্রেইনার পদের জ্ঞাতব্যসমূহ

  1. ফ্যাকাল্টি বা ট্রেইনার পদটি ফুলটাইম বা পার্ট টাইম চাকুরি নয়। এটি ঘন্টা-প্রতি, ক্লাস-প্রতি বা সেশন-প্রতি হিসাবে প্রদত্ত সম্মানীর বিপরীতে সম্পাদিত সেবা যা সুনির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস.ও.পি.) অনুসারে সম্পন্ন করতে হয়।
  2. প্রথাগত চাকুরি নয় বলে এই পদের বিপরীতে কোন জয়েনিং ডেট ও টারমিনেশন ডেট (চাকুরি শুরু ও শেষের তারিখ) বলে কিছু নেই। ফ্যাকাল্টির প্রাপ্যতা (availability), আগ্রহ (interest) ও পারদর্শিতা (performance) ইত্যাদির প্রেক্ষিতে শাখা ম্যানেজার যোগাযোগ করে কোন ফ্যাকাল্টিকে নিশ্চিত করেন যে তিনি কবে থেকে কোন ব্যাচের ক্লাস নেওয়া শুরু করবেন।
  3. ফ্যাকাল্টিদের সম্মানি ক্লাস সংখ্যা বা সেশন সংখ্যা গণনা করে নির্ধারিত হয়। কোন কোর্সের ক্লাস-প্রতি সম্মানির দুটি অংশ থাকে। প্রথম অংশ (x) নির্ধারিত ও উক্ত কোর্সে উক্ত পর্যায়ের সব ফ্যাকাল্টির জন্য স্থির থাকে। অবশিষ্ট y সম্মানিকে বলা হয় Motivational & Performance Bonus (MPB), যা ওই মাসে ফ্যাকাল্টির স্টুডেন্ট রিভিউ (৭৫%) ও শাখা ম্যানেজার রিভিউ (২৫%) থেকে আসে। ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ চূড়ান্ত হলে গ্রেকের পক্ষ থেকে মোট ক্লাস-প্রতি সম্মানির পরিমাণ ও তার অংশদ্বয়ের পরিমাণ (x, y) জানিয়ে দেওয়া হয়।
  4. উদাহরণ: যদি ক্লাস প্রতি মোট সম্মানি ৯০০ টাকা হয়, যার ৭০০ টাকা স্থির ও ২০০ টাকা PMB হয়ে থাকে, তাহলে একজন ফ্যকাল্টি স্টুডেন্টদের কাছ থেকে ৯০% রিভিউ ও ম্যানেজারের কাছ থেকে ১০০% রিভিউ পেলে তার ক্লাসপ্রতি মোট প্রদেয় পরিমাণ হবে ৭০০ টাকা + ১৫০ টাকার ৯০% + ৫০ টাকার ১০০% =৮৮৫ টাকা। মাসে মোট ৫০ টি ক্লাস নিলে ওই মাসে তার মোট প্রদেয় সম্মানীর পরিমাণ হবে ৪৪,২৫০/= টাকা। পরের মাসে x এর মান স্থির থাকলেও পারফরম্যান্স ভেদে y এর মান পরির্তিত হতে পারে।
  5. ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ পাবার পর দ্রুততম সময়ের মধ্যে ফ্যাকাল্টি ট্রেনিং সম্পন্ন করতে হবে। ফ্যাকাল্টিদের জন্য আয়োজিত মিটিং-এ অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক ফ্যাকাল্টির জন্য একটি “ফ্যাকাল্টি হ্যান্ডবুক” এর হার্ডকপি বরাদ্দ রয়েছে, যার মধ্যে নির্দিষ্ট অংশে ফ্যাকাল্টিকে স্বাক্ষর প্রদান করতে হবে।

কিছু সাধারণ জিজ্ঞাস্যের (F.A.Q) উত্তর নীচে দেওয়া হলো।

প্রশ্ন: ক্লাস শুরুর কত আগে ক্লাসে ঢুকতে হবে?

উত্তর: কমপক্ষে ১০ মিনিট আগে। ক্লাস শুরু হবে যথা সময়ে এবং কোন স্টুডেন্ট ক্লাস শুরু হবার পর ১০ মিনিটের বেশি দেরি করে আসলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, বরং বলা হবে শাখা ম্যানেজারের সাথে  যোগাযোগ করতে। প্রতিটি স্টুডেন্টকে ভর্তির সময় এই বলে স্বাক্ষর নেওয়া হয় যে তারা ১০ মিনিটের বেশি দেরি করে ফেললে ওই দিন ক্লাসে ঢোকা থেকে বিরত থাকবেন এবং নিজ দায়িত্বে পরের ব্যাচের সাথে ক্লাস করবেন। দেরি করে আসায় ক্লাসে ঢুকতে না দেওয়া এবং মোবাইল ব্যবহার করার জন্য ক্লাসের বাইরে আসলে তাকে আবার ক্লাসে ঢুকতে না দেওয়া — এই দুটি প্রধান কারণে গ্রেক সর্বাধিক নেগেটিভ রিভিউ পেয়ে থাকে। উল্লেখ্য, ভর্তি ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় প্রত্যেক স্টুডেন্ট এই মর্মে স্বাক্ষর করেন যে ক্লাস টাইমে মোবাইল সুইচ অফ করা থাকবে এবং মোবাইল ব্যবহার করার জন্য বাইরে আসবেন না। সময়ানুবর্তিতা ও ক্লাস টাইমে মোবাইল ব্যবহার না করা এই নিয়ম প্রতিষ্ঠিত করতে ফ্যাকাল্টিকে সহযোগী হতে হবে।

প্রশ্ন: ফ্যাকাল্টি পারফরম্যান্সের সূচক কি? কি দেখে বোঝা যায় যে একজন ফ্যাকাল্টি ভালো পড়াচ্ছেন? 

উত্তর: প্রতি দুই সপ্তাহ পর পর স্টুডেন্টরা শিক্ষকদের পারফরম্যান্স ০-১০০ স্কেলে পরিমাপ করেন। এটি একটি বড় সূচক। এ ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো ক্লাস থেকে স্টুডেন্ট এর ঝরে পড়ার প্রবণতা বা ক্লাসে না আসার প্রবণতা। ভালো শিক্ষকের চেয়ে ভালো অনুপ্রেরণাদাতা হওয়া জরুরী। ক্লাসে উল্লেখযোগ্য পরিমাণ স্টুডেন্ট অনুপস্থিত থাকলে তা ফ্যাকাল্টি’র পারফরম্যান্স সূচকে প্রভাব ফেলবে।

প্রশ্ন: পোশাকের নিয়ম আছে কি?

উত্তর: ফ্যাকাল্টি হ্যান্ডবুকে এ বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। মার্জিত ও ফরমাল পোশাক হতে হবে। উদাহরণ স্বরূপ, চটি স্যান্ডেল, টিশার্ট ইত্যাদি নিষিদ্ধ।

প্রশ্ন: ফ্যাকাল্টি নিজে কি ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবে?

উত্তর: কেবল মাত্র ক্লাসের লেসনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনে যেমন অনলাইন ক্লাসে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কোন অ্যাপ বা লার্নিং গেম কিভাবে ব্যবহার করতে হয় এগুলো দেখানোর জন্য মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ব্যক্তিগত কল, টেক্সট, ব্রাউজিং, ফেসবুকিং ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রশ্ন: সাপ্তাহিক পরীক্ষা চলাকালীন সময়ে ফ্যাকাল্টি কি ক্লাসের বাইরে থাকতে পারে?

উত্তর: পরীক্ষা চলাকালীন সময়ও ফ্যাকাল্টির সেবা প্রদানকাল বলে বিবেচিত। তাই ফ্যাকাল্টি ক্লাসের মধ্যেই অবস্থান করবেন। এ সময়ে সাধারণ প্রক্টরিং করার পাশাপাশি শারীরক ভাষা ও অভিব্যক্তি দেখে বুঝে নিতে হবে কোন্ কোন্ স্টুডেন্ট হতাশ বা উদাসভাবে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রয়োজন বোধে প্রক্টোরিং এর সময় ক্লু (clue/hint) দিয়ে বা মোটিভেট করে স্টুডেন্টকে সহযোগিতা করা যেতে পারে (গ্রেকের এক্ষেত্রে মূল উদ্দেশ্য কে কতটা প্রস্তুতি নিয়েছে তা কড়াকড়ি ভাবে যাচাই করা নয় বরং শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষণকে সমর্থন দেওয়া)। স্টুডেন্ট এর সত্যিকারের অবস্থা যেহেতু পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বডি ল্যাংগুয়েজ দেখে বোঝা যায়, শিক্ষককে তাই এ সময়ে ক্লাসের মধ্যেই অবস্থান করতে হবে।

প্রশ্ন: ফেইসবুকে স্টুডেন্ট এর সাথে যোগাযোগ, মেসেজ ইত্যাদি করা যাবে কি? 

উত্তর: ফেইসবুকে একটি সিক্রেট স্টাডি গ্রুপের মাধ্যমে ফ্যাকাল্টি তার ্সটুডেন্টদের সাথে যোগাযোগ করবেন। যাবতীয় আলোচনা ওই গ্রুপের মধ্যে করতে হবে। কোন স্টুডেন্ট কোন টিচারের সাথে ব্যক্তিগত মেসেজে যোগাযোগ করলে তাকে স্মরণ করিয়ে দিতে হবে যে ক্লাসের পড়া সংক্রান্ত বিষয়ের আলোচনা সিক্রেট স্টাডি গ্রুপেই করতে হবে। ব্যক্তিগত বিষয়ে যোগাযোগ করলে তার সাথে প্রতিষ্ঠানের কোন সম্পৃক্ততা থাকবে না। ব্যাচ চলাকালীন সময়ে এ ধরণের কোন যোগাযোগ হলে তা গ্রেকের সূত্রে নয় বলে বিবেচিত হবে। গ্রেক থেকে এ ধরণের যোগাযোগ অনুৎসাহিত করা হয়।

এছাড়া বিস্তারিত আলোচনা গ্রেকের ফ্যাকাল্টি হ্যান্ডবুকে পাওয়া যাবে এবং ট্রেনিং সেশনে আলোচিত হবে।