[Math Center Home]

[নোটঃ এই আর্টিকেলটি (1) Geometry বিভাগের অধীনে 〈5〉 Mixed Geometric Shapes চ্যাপ্টারের অন্তর্গত, যা 〈1.5.a〉চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে]

〈1.5.a〉 Mixed Geometric Shapes (ভিন্ন ধরণের জ্যামিতিক কাঠামোর আলোচনা)

বৃত্তের ভেতরে বন্দী চতুর্ভুজ

বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল [latex]180[latex]0 হয়।


যেমন, উপরে বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আঁকা হয়েছে, যার চারটি কোণ হলো [latex]p, q, r, s[latex] ।
তাহলে, [latex][p + r ] = [ q + s ] = 180[latex]0 হবে।