[নোটঃ এই আর্টিকেলটি (1) Geometry বিভাগের অধীনে 〈5〉 Mixed Geometric Shapes চ্যাপ্টারের অন্তর্গত, যা 〈1.5.a〉চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে]
〈1.5.a〉 Mixed Geometric Shapes (ভিন্ন ধরণের জ্যামিতিক কাঠামোর আলোচনা)
বৃত্তের ভেতরে বন্দী চতুর্ভুজ
বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল \(\)180\(\)0 হয়।
যেমন, উপরে বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আঁকা হয়েছে, যার চারটি কোণ হলো \(\)p, q, r, s\(\) ।
তাহলে, \(\)[p + r ] = [ q + s ] = 180\(\)0 হবে।