ফ্রি আয়েল্টস মাস্টারক্লাস
খরচ
গ্রেকের ভেন্যুতে মূল আয়েল্টস পরীক্ষার রেজিস্ট্রেশনকারীদের জন্য এই পুরো প্যাকেজটি একদম ফ্রি। আপনাকে গ্রেকের স্টুডেন্টও হতে হবে না, জাস্ট মূল পরীক্ষার রেজিস্ট্রেশন করলেই হবে। অন্যথায় এই অমূল্য সেবাটি পাওয়া যাবে মাত্র ৭৫০ টাকায় (নিয়মিত ফি ১৫০০ টাকা)।
রেজিস্ট্রেশন
প্রথমেই bit.ly/MasterclassIELTSbyGREC লিংকের গুগল ফর্মের মধ্যে আপনার কিছু বেসিক তথ্য দিন। সেখানে উল্লেখ করতে হবে আপনি গ্রেক ভেনুতে মূল আয়েল্টস পরীক্ষার রেজিস্ট্রেশন করেছেন কি না। রেজিস্ট্রেশনের প্রমাণ হিসাবে গ্রেকের মানিরিসিপ্ট নাম্বার উল্লেখ করতে হবে। আগেই বলা হয়েছে, মূল পরীক্ষার রেজিস্ট্রেশনকারীদের জন্য এই খরচটি গ্রেকের পক্ষ থেকে বহন করা হবে। অন্যথায়, ফর্ম সাবমিট করার পর বিকাশে বা আমাদের শাখায় এসে মাস্টারক্লাসের ফি ৭৫০ টাকা (নিয়মিত ১৫০০ টাকা) প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনাকে নীচের কাজগুলো করতে হবে:
- গ্রেকের ই-লার্নিং সাইটে রেজিস্ট্রেশন করতে হবে (বিস্তারিত নীচে)।
- গ্রেকের মোবইল অ্যাপ ইন্সটল করতে হবে, কারণ আপনার স্পিকিং ও রাইটিং এর অ্যাসাইনমেন্ট এই অ্যাপের মাধ্যমেই আপলোড করতে হবে ও গ্রেডিং করা হবে (বিস্তারিত নীচে)।
- ইভেন্টের আগের দিন রাত ১০ টার মধ্যে আপনাকে আমরা IELTS Masterclass নামের অনলাইন কোর্সে এনরোল করবো, যা আপনাকে মোবাইলে রিফ্রেশ করে দেখে কনফার্ম হতে হবে। কোন টেকনিক্যাল অসুবিধা হলে রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে গ্রেকের আলোচনামূলক ফেইসবুক গ্রুপ fb.com/groups/grecenter এ একটি পোস্ট দিতে হবে বা অন্যদের আলোচনা থেকে সমাধান জেনে নিতে হবে।
eLearn GREC সাইটে ইলার্নিং অ্যাকাউন্ট তৈরী
এজন্য সবার আগে www.elearngrec.com লিংকে যেতে হবে এবং নিজের জিমেইল অ্যাকাউন্ট থেকে ইলার্নিং (অনলাইন কোর্স ও গ্রেডিং এর জন্য) অ্যাকউন্ট তৈরী করতে হবে। জিমেইল ছাড়া অন্য কোন ভাবে রেজিস্ট্রেশন করা যাবে না। সংক্ষেপে ধাপগুলো নীচের ছবিতে দেখানো হলো।
গ্রেকের মোবাইল অ্যাপ ইন্সটল করা
এজন্য নিজের মোবাইল ব্রাউজার থেকে elearngrec.com সাইটে যান এবং একদম নীচে বাম কোণায় Get the mobile app লিংকে ক্লিক করুন। নীচের ছবিতে এটা দেখানো হলো।
এই মাস্টার ক্লাস সেশনের কিছু অ্যাসাইনমেন্ট আপনাকে মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে এবং অ্যাপের মাধ্যমেই ফ্যাকাল্টির রিভিউ ও গ্রেডিং জানতে হবে।
মাস্টারক্লাসের আগের দিন
ইভেন্টের আগে রাত ১০ টায় গ্রেকের অফিসিয়াল পেইজ [fb.com/grecbd] ও গ্র্রুপে [fb.com/groups/grecenter] এই মাস্টারক্লাসের অনলাইন কোর্স ও অ্যাপ এর অ্যাক্সেস সংক্রান্ত পোস্ট দেওয়া হবে। যে কোন ধরণের টেকনিক্যাল ইস্যু আমাদের উক্ত পোস্টের নীচে আলোচনা করে জানাতে হবে।
কেন এই ইভেন্টটি অনন্য
আয়েল্টস এর চারটি সেকশনের (Reading, Writing, Listening and Speaking) উপর তীক্ষ্ণ, সারগ্রাহী ও সময়-সাশ্রয়ী আলোচনা।
মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে গ্রেকের IELTS পরীক্ষাকেন্দ্রের মধ্যেই। যে পরিবেশ, টেবিল, চেয়ার ও হেডফোন ব্যবহার করে আপনি এই ক্লাসটি করবেন, হুবহু অনুরূপ সেটিংই মূল পরীক্ষায় ব্যবহৃত হবে।
IDP থেকে একজন কর্মকর্তা অংশ নেবেন, যার সেশনটিতে তিনি আসল পরীক্ষায় কি কি কারণে মার্কস কমে যায় এবং কিভাবে ভালো করা যায় তার উপর আলোচনা করবেন।
কোর্সের সাথে বিনামূল্যে থাকছে ইলার্ন গ্রেকের অনলাইন কোর্সের অ্যাক্সেস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সেই কোর্স ব্যবহারের সুবিধা। বাড়তি অডিও ভিজুয়াল লেসন ও কুইজ থাকছে এই ইলার্নিং সিস্টেম ও অ্যাপ এ।
রাইটিং সেশন ও স্পিকিং সেশনের পর অ্যাপের মাধ্যমে নিজের অ্যাসাইনমেন্ট সাবমিট করা যাবে, যা গ্রেকের ফ্যাকাল্টি রিভিউ করে মতামত সহ গ্রেডিং প্রদান করবেন।
কোর্সের সেশনসমূহের মধ্যে লাঞ্চ ও নামাজের ব্রেক এবং খাবার ও পানি গ্রেকের পক্ষ থেকে পরিবেশন করা হবে।
লাঞ্চের আইটেম প্রসঙ্গে
অতীত অভিজ্ঞতার আলোকে আমরা গ্রেকের ইভেন্টসমূহে ভাত, তরকারী, খিচুড়ি বা বিরিয়ানি জাতীয় প্যাকেট লাঞ্চ দেওয়া থেকে সরে এসেছি। এতে স্বাভাবিক ভাবেই সবাই খাবার আগে একবার হাত ধোয়ার জন্য বাথরুমে লাইন ধরেন (অবশ্য অনেকেই হাত না ধুয়ে খেতে বসেন), যাতে সময় নষ্ট হয়। আবার খাবার পরে আরেক দফা হাত ধুতে যান, যেখানে সময় লাগে এবং ফ্লোরে অহেতুক পানি ও ময়লা হয়। প্যাকেট খুলে এরকম খাবার খাওয়ার সময় অনেকে অজান্তেই তেলযুক্ত কাগজ ফ্লোরে ফেলেন বা টেবিলে লেপ্টে দেন। খাবার পর্ব শেষ হবার পর তেলযুক্ত প্যাকেট অনেকেই যত্রতত্র ফেলে রাখেন, যা দেখতে দৃষ্টিকটু লাগে। আহারপর্ব শেষ হতে লম্বা সময় নষ্ট হয় এবং সবচেয়ে খারাপ ঘটনা ঘটে, খাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত খাবারের গন্ধ পুরো রুমে বদ্ধ হয়ে থাকে এবং অনেকেই “ভাত ঘুম” এ ঢুলতে থাকেন। সামগ্রিক বিচারে আমরা গ্রেকের যাবতীয় ওয়ার্কশপে শুকনো লান্চ (কম সসযুক্ত স্যান্ডউইচ, বার্গার, ফল, সালাদ ইত্যাদি) পরিবেশন করে থাকি। এতে কাগজের র্যাপ (wrap) ধরেই লেকচার শুনতে শুনতে আহারপর্ব শেষ করা যায় এবং আহারের আগে ও পরে অহেতুক হাত ধোয়ার ঝামেলা থাকে না। লাঞ্চ পর্বে আমরা আপনার টেবিলে তিনটি জিনিস রাখবো: (১) পেপার ন্যাপকিন, (২) র্যাপ এ মোড়ানো খাবার, (২) পানির বোতল। অনুগ্রহ করে খাওয়া শেষে খাবারের র্যাপটিকে ভাঁজ করে ছোট করুন ও ন্যাপকিনের মধ্যে মুড়িয়ে টেবিলের এক প্রান্তে রাখুন। আমাদের পক্ষ থেকে ট্র্যাশ সংগ্রাহক আপনার টেবিলে গিয়ে সেটি নিয়ে নেবে। ফ্লোরে খাবার ফেলা থেকে বিরত থাকুন এবং কোন ময়লা পড়লে তা তুলে ন্যাপকিনের মধ্যে গুঁজে রাখুন। আপনার টেবিল ও তার চারপাশের পরিচ্ছন্নতার দায়িত্ব আপনার। আমাদের লাঞ্চ আইটেমের ক্যালোরি মান আনুমানিক ৭০০, কম তেলযুক্ত এবং আহারের পর “ভাত-ঘুম” জাতীয় অসুবিধা তৈরী করে না। আহারকালীন সময়টি আমরা স্টুডেন্টদেরকে নিজেদের মধ্যে ইনফারমাল আলোচনা ও সোশ্যালাইজেশনে ব্যবহার করতে উৎসাহিত করি।
মাস্টারক্লাস ওয়ার্কবুক
ক্লাসের শুরুতেই আমরা আপনাকে একটি ওয়ার্কবুক ও পেন্সিল/কলম প্রদান করবো। এই বইটি আপনি খাতা হিসাবে ব্যবহার করবেন এবং সাথে করে নিয়ে যাবেন। এই ওয়ার্কবুকের মধ্যে সম্পূর্ণ প্রোগ্রামের অংশগুলো সাজানো থাকবে। ব্লক ২ ও ব্লক ৪ এর অ্যাসাইনমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে।
Masterclass workbook structure
- Disclaimer and copyright
- List of contents
- Sequence of activities
- [Block 1] Reading module
- Tutorial
- Active Drill
- Answer Explanation and Review
- [Block 2] Writing module
- Tutorial
- Active Drill
- Answer Explanation and Review
- Individual task submission via mobile app (time-sensitive assignment)
- Lunch, prayer and socialization session.
- [Block 3] Listening module
- Tutorial
- Active Drill
- Answer Explanation and Review
- [Block 4] Speaking module
- Tutorial
- Active Drill
- Answer Explanation and Review
- Individual task submission via mobile app (time-sensitive assignment)
- Survey feedback using the mobile app and submitting names for the lottery.
- Raffle draw and prize giving.
- [Block 5] Special session with IDP officials
- Future directions and closing.
শর্তাবলী (Terms of use)
- ক্লাস শুরুর ১০ মিনিট আগে নিজের টেবিল গ্রহণ করতে হবে। ক্লাস শুরুর সাথে সাথে দরজা বন্ধ করে দেওয়া হবে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবল মাত্র উক্ত সেশন সম্পন্ন হবার পর পরের সেশনের শুরুতে ক্লাসে প্রবেশ করে সংরক্ষিত আসন গ্রহণ করা যাবে। বিলম্বে আসার কারণে কোন সেশনের সুযোগ এভাবে হারালে কোন প্রকার অর্থনৈতিক রিফান্ড পাওয়া যাবে না। তবে অ্যাপ ও অনলাইনের অ্যাকাউন্ট যথারীতি চালু থাকবে ও অ্যাক্সেস করা যাবে।
- শিক্ষকের তত্ত্বাবধানে এই কোর্সটির দৈর্ঘ ৮ ঘন্টা। অনলাইন অ্যাকাউন্টের মেয়াদ কোর্স সম্পন্ন হবার পর ৩ দিন পর্যন্ত থাকবে। এর পর মেয়াদ ৫০০ টাকা দিয়ে ১ মাস বাড়ানো যাবে, সাথে বাড়তি অ্যাসাইনমেন্ট রিভিউ ও গ্রেডিং সেবাও পাওয়া যাবে (বিস্তারিত গ্রেক ইলার্নের অ্যাপে দেখুন)।
- মাস্টার ক্লাস এর রাইটিং সেশনের মধ্যে স্টুডেন্টদের রাইটিং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ছবি তুলে অ্যাসাইনমেন্ট হিসাবে আপলোড করতে হবে। মাস্টারক্লাসের দিন রাত ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত এই আপলোড করা যাবে, তার পরে লিংক ডিজ্যাবল হয়ে যাবে। এর পর গ্রেকের ফ্যাকাল্টি উক্ত রাইটিং রিভিউ করে মতামত এবং গ্রেডিং প্রদান করবেন। ফ্যাকাল্টির মতামত ও রিভিউ অ্যাপের মধ্যে লগ ইন করে দেখতে হবে এবং অনলাইন অ্যাকাউন্টের মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে তা অ্যাক্সেস করা যাবে।
- নির্দিষ্ট অনুমোদিত সময় ছাড়া পুরো সেশনে মোবাইল ফোন সুইচ অফ করে রাখতে হবে। ভাইব্রেশন, সাইলেন্ট বা এরোপ্লেন মোডে রাখা যাবে না। ফোনে কথা বলতে ক্লাসের মধ্যে থেকে উঠে বাইরে যাওয়া যাবে না।
- যে কোন বিষয়ে গ্রেকের কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।