IELTS ছাড়া উচ্চশিক্ষা

IELTS ছাড়া উচ্চশিক্ষা

“IELTS ছাড়া হায়ারস্টাডির জন্য পাড়ি জমাতে ক্লিক করুন এখানে।” – অনলাইনে এমন অনেক শিরোনাম ঘুরে বেড়ায়। অনেকে আবার ১০০ ভাগ নিশ্চয়তার কথাও জুড়ে দেয়।

সারা বিশ্বের হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অ্যাডমিশন পেতে রিকোয়ার্মেন্টসগুলো আলাদা হয়ে থাকে। তবে টপ র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ের নামকরা একটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন পেতে অবশ্যই থাকা উচিত ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর।

অস্ট্রেলিয়া

আয়েল্টস বা টোফেলের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে:

  • The University of Queensland
  • The University of Adelaide
  • The University of New South Wales
  • Macquarie University
  • Bond University
  • The University of South Australia
  • The University of Southern Queensland
  • Swinburne University of Technology

এর মধ্যে The University of Queensland বিশ্ববিদ্যালয়ে আয়েল্টস ছাড়া আপনার অ্যাডমিশন হতে পারে যদি আন্ডারগ্র্যাডে আপনার সকল কোর্সের মিডিয়াম অব ইন্সট্রাকশন ইংরেজিতে হয় বা ৫ বছর এমন প্রতিষ্ঠানে চাকরি করেছেন যেখানে আপনাকে সার্বক্ষণিক কথা বলতে হয় ইংলিশে। University of Adelaide এবং Macquarie University’তে আপনাকে ক্রেডিট কোর্সের পাশাপাশি আলাদা ভাবে ইংলিশ প্রোগ্রাম নিতে হবে। শুধুমাত্র এই শর্তেই অ্যাডমিশন মিলবে। অন্যান্য প্রায় সকল ইউনিভার্সিটিতেই চিত্রটা এমনই।

কানাডা

আয়েল্টস বা টোফেলের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে:

  • Brock University
  • Carleton University
  • University of Winnipeg
  • University of Regina
  • Memorial University
  • Concordia University

কানাডার বিশ্ববিদ্যালয়ে আয়েল্টস ছাড়াই অ্যাডমিশন ম্যানেজ করা যায় যদি আপনি ইংলিশ স্পিকিং কোন দেশে কমপক্ষে চার বছর বসবাস করেন বা পড়াশোনা করেন।

ইউকে

আয়েল্টস বা টোফেলের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে:

  • University of Bristol
  • The University of Bolton
  • London Southbank University
  • Robert Gordon University
  • Sheffield Hallam University
  • Birmingham City University
  • University of Warwick
  • Brunel University
  • The University of Lincoln
  • Bangor University

সকল ডিপার্টমেন্টে অ্যাডমিশন ক্রাইটেরিয়া একই হয় না। তাই তালিকায় উল্লেখ করা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন ম্যানেজ করতে আয়েল্টস স্কোরের প্রয়োজন হবে কিনা নির্ভর করে ডিপার্টমেন্টভেদে।

ইউরোপ

ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে অ্যাডমিশন পেতে সরাসরি ল্যাঙ্গুয়েজ টেস্টে স্কোরের উল্লেখ না থাকলেও প্রতিযোগিতা করে টপ র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ম্যানেজ করতে আয়েল্টস স্কোর প্রয়োজন হয়।

তবে আপনি যদি কমপক্ষে ৫ বছর ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেন বা ও-লেভেল পরীক্ষা দিয়ে থাকলে আয়েল্টস স্কোর না পাঠিয়েও অ্যাডমিশন পাওয়া যেতে পারে। যদিও অ্যাডমিশন রিকোয়ার্মেন্টগুলো নির্ভর করে ডিপার্টমেন্টভেদে।

ইউএসএ

ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর ছাড়া আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাড বা মাস্টার্স-পিএইচডি’তে অ্যাডমিশনে পাওয়া সবথেকে কঠিন। আয়েল্টস বা টোফেলের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে:

  • University of Colorado
  • Drexel University
  • State University of New York
  • University of Arkansas
  • University of Dayton
  • California State University
  • University of New Orleans
  • University of Delaware
  • University of Iowa

আমেরিকার প্রায় ৪ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্ব থেকে মেধাবীরা আবেদন করে থাকে। যার কারনে এখানে টপ র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেতে হলে প্রোফাইলটা হওয়া চাই একটু আলাদা। এছাড়াও অ্যাডমিশন হলেও ফান্ডিং পেতে অবশ্যই প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরের। এক্ষেত্রে ওভারঅল ব্যান্ড স্কোরের পাশাপাশি টিচিং অ্যাসিসটেন্টশীপ পেতে আয়েল্টস/ টোফেল পরীক্ষার স্পিকিং ও রিডিং সেকশনে এবং রিসার্চ অ্যাসিসটেন্টশীপ পেতে রিডিং ও রাইটিংয়ে ভালো স্কোর থাকা জরুরী।

নরওয়ে

ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এই দেশটিতে। এই সুযোগটি শুধুমাত্র আফ্রিকার কিছু দেশের স্টুডেন্টদের জন্য। আর অন্যান্য দেশের স্টুডেন্টদের অ্যাপ্লাই করতে হলে আয়েল্টস/ টোফেল স্কোর পাঠাতে হয়। এক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ই বেশি বেশি স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন রিসিভ করতে আয়েল্টস/ টোফেল স্কোর পাঠানো বাধ্যতামূলক নয় এমনটা উল্লেখ করে রাখে। তবে র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ের ভালো ডিপার্টমেন্টে অ্যাডমিশন পেতে চাইলে অবশ্যই আয়েল্টস বা টোফেল স্কোর থাকা উচিত।

জার্মানি

জার্মানির বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাডমিশন পেতে ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর ম্যান্ডাটরি নয়। এক্ষেত্রে আন্ডারগ্র্যাড বিশ্ববিদ্যালয়ের মিডিয়াম অব ইন্সট্রাকশন ইংলিশ হতে হয়। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে এমন ডকুমেন্টও পাঠাতে হয়।

এশিয়া

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়েই নয়, এশিয়ার মধ্যে মালয়েশিয়া এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্ডারগ্র্যাডে কিংবা মাস্টার্স/ পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করতে প্রয়োজন হয় ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরের।

আয়েল্টস বা টোফেলের মতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর প্রয়োজন হয় না, এমন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে:

  • University of Delhi
  • University of Mumbai
  • University of Calcutta
  • Banaras Hindu University

র‌্যাঙ্কিয়ে পিছিয়ে থাকা অনেক প্রিডেটরি বিশ্ববিদ্যালয়ই রয়েছে, যারা স্টুডেন্টদের আকর্ষণ করার জন্য আয়েল্টস বা টোফেল স্কোর প্রয়োজন নেই – অ্যাডমিশন রিকোয়ার্মেন্টসে এমন শিথিলতা দেখিয়ে থাকে। নিজের টাকা দিয়ে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন না জাস্ট সার্টিফিকেট বিক্রিকারী কোন একটি নামসর্বস্ব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে।

আপনার লক্ষ্য যদি হয় দেশের বাইরের ভালো একটি বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাডে পড়াশোনা করা কিংবা দেশে আন্ডারগ্র্যাড শেষ করে ফান্ডিং নিয়ে মাস্টার্স বা পিএইচডি করতে পাড়ি জমানো, তবে অ্যাডমিশন প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে থাকা চাই ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর।