Job Posting at GRE Center – Full Time

Branch Manager – 2015 (E)

গ্রেকের নিম্নোক্ত পদে নিয়োগ চলছে।

(1) Branch Manager, Full time


(1) Branch Manager, Full time

এই বিবরণীতে *SOP বলতে Standard Operating Procedure বোঝানো হয়েছে, যা সম্পর্কে উইকিপিডিয়ার আর্টিকেল পড়ে নিন এখানে

যোগ্যতা:

  • যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন সাবজেক্টে যে কোন জিপিএ নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা হতে হবে।
  • পূর্ণকালীন চাকুরি বলে কোথাও শিক্ষার্থী হিসাবে থাকলে তা অফিস টাইমের বাইরে করতে হবে। অফিস টাইমের আলোচনা নীচে দেখুন।
  • জিআরই, জিম্যাট, এসএটি, আইবিএ (বিবিএ/এমবিএ) এই পরীক্ষাগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
  • ফেসবুকের অফিসিয়াল পেইজ ও গ্রুপে সৃজনশীল এবং অনুপ্রেরণাদায়ক প্রশ্নোত্তর, পোস্ট ও কমেন্ট লিখতে সক্ষম হতে হবে।
  • ইন্টারনেটে বাংলা লিখতে পারা ও বিভিন্ন আর্টিকেল লিখতে পারার যোগ্যতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজের বিবরণ:

  • *SOP অনুসারে প্রতিষ্ঠানে আগত স্টুডেন্ট ও ভিজিটরদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা, কাউন্সেলিং করা এবং টেলিফোনে যোগাযোগ করা।
  • *SOP অনুসারে স্টুডেন্ট ভর্তি করা, বই ও অন্যান্য সেবাপণ্য বিক্রয় করা।
  • বিভিন্ন পাবলিক ভেনু ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজনে সমন্বয়ক হিসাবে কাজ করা।
  • নতুন সফটওয়্যার ও ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রহণের মানসিকতা থাকতে হবে।
  • *SOP অনুসারে সঠিক নিয়ম মেনে ডকুমেন্টেশন ও রিপোর্টিং করতে হবে
  • দিনে ৮ ঘণ্টা অফিস আওয়ার । যেহেতু আমাদের ফেসবুকে প্রচূর প্রশ্ন এসে থাকে, সেজন্য অফিস আওয়ারের পরেও বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার মানসিকতা থাকতে হবে। এটি বাধ্যতামূলক নয়, তবে প্রতিষ্ঠানের হিতৈষী মনোভাবের সাথে সঙ্গতির স্বার্থে আমরা এই মানসিকতাকে উৎসাহিত করি।
  • সপ্তাহে ৬ দিন কাজ। শুক্র-শনি বাদে অন্য কোন দিন ছুটি নিতে হবে। প্রথম দুই মাস প্রবেশনারী ট্রেইনি হিসাবে কাজ করতে হবে।

বেতন ও সুবিধাদি:

  • মাসিক বেতন ১৮,০০০ (আঠার হাজার) টাকা, কনফারমেশনের পরে । (প্রবেশনারী ট্রেইনি হিসাবে প্রথম দুই মাস ১৬,০০০ টাকা)
  • বাৎসরিক উৎসব বোনাস – দুইটি ( প্রবেশনারী পিরিয়ডে প্রযোজ্য নয়)
  • মাসিক পারফরম্যান্স বোনাস

যেভাবে আবেদন করবেন:

  • [email protected] ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা/সিভি এবং ছবি পাঠাতে হবে।
  • ইমেইলের সাবজেক্ট হবে Branch Manager 2015(E)
  • ইমেইলের মধ্যে উল্লেখ করতে হবে উপরে যোগ্যতা অংশে উল্লেখিত বিষয়ে আপনার পারদর্শিতা কতটুকু
  • আবেদনের শেষ তারিখ: নিয়োগ চূড়ান্ত হওয়া পর্যন্ত

 

আমাদের পক্ষ থেকে ইমেইলে যোগাযোগ করা হলে অনুগ্রহ করে নীচের ফরমটি পূরণ করুন। আমাদের পক্ষ থেকে যোগাযোগ না করা হলে অনুগ্রহ করে ফরমটি পূরণ করা থেকে বিরত থাকুন।