জিআরই পরীক্ষার তিনটি অংশ রয়েছে:

  • রাইটিং, Analytical Writing Assessment
  • ভার্বাল বা ইংলিশের উপর দখল, Verbal reasoning
  • কুয়ান্টিটেটিভ বা ম্যাথ এর উপর দখল, Quantitative reasoning

জিআরই পরীক্ষার কাঠামো (ডিজাইন: জিআরই সেন্টার)

Analytical Writing Assessment (AWA)

জিআরই পরীক্ষা শুরু হয় রাইটিং দিয়ে। ৩০ মিনিট করে Issue task ও Argument tasks এর মোট দুটি অংশের উপর আপনাকে কম্পিউটারে কী বোর্ড দিয়ে লিখতে হবে। মোট গ্রেডিং হবে ০ থেকে ৬ এর মধ্যে।

নমুনা ইস্যু টাস্কের টপিক:

As people rely more and more on technology to solve problems, the ability of humans to think for themselves will surely deteriorate.

Write a response in which you discuss the extent to which you agree or disagree with the statement and explain your reasoning for the position you take. In developing and supporting your position, you should consider ways in which the statement might or might not hold true and explain how these considerations shape your position.

নমুনা আর্গুমেন্টের টপিক:

Woven baskets characterized by a particular distinctive pattern have previously been found only in the immediate vicinity of the prehistoric village of Palea and therefore were believed to have been made only by the Palean people. Recently, however, archaeologists discovered such a “Palean” basket in Lithos, an ancient village across the Brim River from Palea. The Brim River is very deep and broad, and so the ancient Paleans could have crossed it only by boat, and no Palean boats have been found. Thus it follows that the so-called Palean baskets were not uniquely Palean.

Write a response in which you discuss what specific evidence is needed to evaluate the argument and explain how the evidence would weaken or strengthen the argument.

কোন অপশন দেওয়া থাকবে না। মানে আপনি যে টপিক পাবেন সেটার উপরেই লিখতে হবে।

 

Verbal Reasoning

ভার্বাল রিজনিং এ মূলত: তিন ধরণের প্রশ্ন আসে।

  • Text Completion বা শূন্যস্থান পূরণ (একটি, দুটি বা তিনটি ব্ল্যাংক থাকতে পারে)
  • Sentence Equivalence বা সম-ভাববাহী শব্দ দিয়ে সমান ভাবধারী বাক্য তৈরীকরণ (একটি ব্ল্যাংক থাকবে যেখানে দুটি আলাদা শব্দ বসতে পারে)
  • Reading Comprehension বা প্যাসেজ পড়ে তার অর্থ অনুধাবন (মাল্টিল চয়েস প্রশ্ন থাকবে যেখানে একটি মাত্র সঠিক; এক/একাধিক সঠিক এবং প্যাসেজের মধ্যে ক্লিক করে উত্তর নির্বাচন এরকম প্রশ্ন থাকবে )

ভার্বাল দুই বা তিনটি হতে পারে। তিনটি হলে যে কোন একটি আনস্কোর্ড হবে। মোট নম্বর 130 থেকে 170 এর মধ্যে হবে।

 

Quantitative Reasoning

কুয়ান্টিটেটিভ রিজনিং বা ম্যাথ পার্টে সাধারণ কলেজ লেভেলের (এইচ এসসি/সমমান) অংক এসে থাকে। তবে ত্রিকোণমিতি থেকে অংক থাকবে না। এক নজরে সিলেবাসটি দেখে নিন:

জিআরই কুয়ান্ট সেকশনের অফিসিয়াল সিলেবাস

 

 

কুয়ান্ট অংশ দুই বা তিনটি হতে পারে। তিনটি হলে যে কোন একটি আনস্কোর্ড হবে। মোট নম্বর 130 থেকে 170 এর মধ্যে হবে।

এ কারণে জিআরই এর মোট নম্বর ২৬০ থেকে শুরু করে ৩৪০ পর্যন্ত হয়।

জিআরই’র বিভিন্ন ধরণের প্রশ্নগুলোর তুলনামূলক ধারণা পেতে নীচের ছবিটি দেখুন।

জিআরই প্রশ্নের কাঠামো (ডিজাইন: জিআরই সেন্টার)

Comments

    1. Mamoon Rashid Article Author

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.