১. গ্রেকের ফান্ডামেন্টাল ইংলিশ কোর্স কি?

ফান্ডামেন্টাল ইংলিশ কোর্স হচ্ছে গ্রেক আয়োজিত বেসিক ইংলিস গ্রামারের একটি বিনামূল্যের কোর্স সেবা। বিভিন্ন সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নেয়া গ্রেকের হিতৈষী উদ্যোগের মধ্যে এই কোর্স একটি।

দশ বছর এসএসসি, এরপর এইচএসসি শেষে অনার্স শেষ করলেও অনেক গ্র্যাজুয়েট শিক্ষার্থীরই ইংরেজি গ্রামারে দুর্বলতা থেকে যায়। অনার্স পড়ুয়া বা গ্র্যাজুয়েট শিক্ষার্থীর জন্য অনেক সময় ইংরেজি গ্রামারে দুর্বলতা রয়েছে- এই কথাটি সবার সামনে বলাও যায় না (আত্মসম্মানবোধের কারনে)।

দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও ইংরেজি গ্রামারের ভীতিটা সব সময়ই পিছিয়ে রাখে শিক্ষার্থীদের। বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সাহায্য করতে, তাই গ্রেক আয়োজন করেছে সম্পূর্ণ এক মাসের “ফান্ডামেন্টাল ইংলিশ কোর্স”।

২. গ্রেকের এই কোর্সটি কি সম্পূর্ণ ফ্রি?

হ্যা, গ্রেকের আয়োজিত এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যের। এখানে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের কোন ধরনের ফি প্রদাণ করতে হবে না। তবে আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের ফ্রি রেজিষ্ট্রেশন করে এই কোর্সটিতে অংশ নিতে হবে।

৩. এই কোর্সে কারা অংশ নিতে পারবে?

এই কোর্সটিতে যেকোন বয়সের ব্যক্তি অথবা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহন করতে পারবেন।

৪. এই কোর্সটি কাদের উপকারে আসবে?

বাংলাদেশের যেকোন স্তরের শিক্ষার্থীর জন্যই এই কোর্সটি কাজে আসবে। বিশেষ করে যারা আয়েল্টস, টোফেলের মতো ল্যাঙ্গুয়েজ টেস্টে অংশ নেয়ার কথা ভাবছেন এবং নিজের ইংরেজিতে দুর্বলতা অনুভব করছেন তাদের জন্য হেল্পফুল হবে এই কোর্সটি।

এছাড়াও জিআরই, জিম্যাট, আইবিএ- এমবিএ পরীক্ষায় যারা অংশ নিতে চাচ্ছেন তাদের জন্যও কাজে আসবে এই কোর্সটি। সরকারি- বেসরকারি যেকোন চাকুরির পরীক্ষার জন্য যারা নিজেদের প্রস্তুত করছেন তারাও অংশ নিতে পারেন  এই কোর্সটিতে।

৫. এই কোর্সে কি কি শিখানো হবে?

প্রতিটি ক্লাসে অ্যাপ্লাইড গ্রামারের আলাদা আলাদা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। সেই সাথে কুইজ এবং ক্লাস টেস্টের ব্যবস্থা থাকবে। ফান্ডামেন্টাল ইংলিশ কোর্সের আলোচ্য বিষয়গুলো নিচে দেখে নিন-

  • The Sentence
  • Parts of Speech
  • Punctuation, Article, Number, Gender
  • Tense
  • Subject Verb Agreement, Right form of verbs
  • Conditionals
  • Position of Adverbs, Prepositions
  • Transformation of Sentence, Clause
  • Voice, Narration
  • Question Tag, Sentence Connectors
  • Idioms & Phrase, Collocation, Suffixes & Prefixes
  • How to generate an Essay
৬. এই কোর্সটি কত দিনের এবং কয়টি ক্লাস থাকবে?

গ্রেকের বিনামূল্যের ফান্ডামেন্টাল ইংলিশ কোর্সটি ৪ সপ্তাহের একটি কোর্স। প্রতি সপ্তাহে ৩টি করে মোট ১২ টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাসের সময় ৩ ঘন্টা করে।

৭. এই কোর্সের ক্লাশ কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে?

গ্রেকের আয়োজিত বিনামূল্যের ফান্ডামেন্টাল ইংলিশ কোর্সটি গ্রেক লালমাটিয়া শাখায় প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বুধবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

৮. এই কোর্সে অংশগ্রহণের নিয়মাবলী কি?

কোর্সটিতে আসন সংখ্যা খুবই সীমিত, তাই আগ্রহীদের গ্রেক লালমাটিয়া শাখার ০১৭৬৮-৩৭৭-৬৪১ নাম্বারে ফোন করে নিজ আসন বুকিং করতে হবে।