একা একা জিআরই পড়তে গিয়ে অনেকেই কিছুদূর পড়ে তারপর হতোদ্দম হয়ে বসে থাকেন। এজন্য সব সময়েই গ্রুপস্টাডি বা কয়েকজন মিলে একসাথে পড়া একাকী পড়ার চেয়ে বহুগুণ ভালো। ফেসবুকের গ্রেকের গ্রুপের মাধ্যমেই আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন। জিআরই প্রস্তুতির জন্য ফেসবুকে বহু গ্রুপ থাকলেও একদম নিয়ম করে আমরা প্রতিদিন রাতের বেলা একটা নির্দিষ্ট সময়ে রুটিন করে কিছু পড়ার এবং আলোচনার ব্যবস্থা করছি। আপনি যদি বাসায় বসে একা একা জিআরই’র প্রস্তুতি নিতে থাকেন, তাহলে গ্রেকের এই হিতৈষী প্রজেক্টটি আপনার জন্যই উপযুক্ত।

প্রতিদিন রাত দশটার দিকে আমরা গ্রুপে অ্যালবাম বা সাধারণ পোস্ট হিসাবে গ্রুপ স্টাডির পড়া পোস্ট করবো, যার নীচে কমেন্ট হিসাবে যে যার মতো উত্তর দেবেন। ভুলভাল যাই হোক, লজ্জা বা জড়তাকে পাত্তাই দেবেন না।  প্রথম ধাপে আমরা বিগবুকের টেক্সট কমপ্লিশন প্রশ্নগুলো গ্রুপে দেওয়া শুরু করছি। পর্যায়ক্রমে এর সাথে ম্যাথ ইত্যাদিও যোগ করা হবে।

  • আমাদের ফেসবুক গ্রুপের লিংক এখানে: fb.com/groups/grecenter

১. গ্রুপ স্টাডি মডারেটরবৃন্দ

ফেসবুকের এই গ্রুপ স্টাডি যাতে গ্রুপ মেম্বারদের নিয়ন্ত্রণেই থাকে, সেজন্য আমি মডারেটর হতে কে কে আগ্রহী জানতে চেয়ে একটি পোস্ট দিয়েছিলাম। সপ্তাহের সাতটা দিন একেকজন মডারেটরের দায়িত্বে ভাগ করে দিতে গিয়ে এরকম একটা চিত্র দাঁড়ালো:

২. বিগ বুকের টেক্সট কমপ্লিশনের পোস্ট কিভাবে দেওয়া হয়

বিগ বুকে মোট ২৭ টা টেস্ট রয়েছে, যার প্রতিটার আবার দুটো করে ভার্বাল। কাজেই, মোট ৫৪ টা ভার্বাল সেকশন থেকে পাওয়া ৫৪ সেট টেক্সট কমপ্লিশন প্রতিদিন রাতে একেকটা সেট হিসাবে অ্যালবাম আকারে পোস্ট দিতে হবে। গ্রেকের ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার শাহরিয়ার কবির মডারেটরদেরকে ওই নির্দিষ্ট দিনের প্রশ্ন (কমলা রঙের ছবি) এবং উত্তর (নীল রঙের ছবি) আগে থেকেই পাঠিয়ে দেবেন।  মডারেটররা শুধু ছবিগুলো একসাথে করে অ্যালবাম হিসাবে পোস্ট দেবেন এবং প্রায় ২০ মিনিট পরে উত্তর পোস্ট করে দেবেন। পোস্টগুলোর ক্রমিক হয় ১.১, ১.২, ২.১, ২.১.. এভাবে, যা আসলে নীচের এই সূচিপত্র অনুসারে সজ্জিত:

বিগবুক টেক্সট কমপ্লিশনের সূচিপত্র

২. মডারেটররা কিভাবে গ্রুপে অ্যালবাম ক্রিয়েট করে গ্রুপ স্টাডির পোস্ট দেবেন

ছবির মাধ্যমে পুরো বিষয়টা নীচে দেখানো হলো। বর্তমানে আমাদের গ্রুপের সেটিংস অনুযায়ী, নতুন পোস্ট দেবার পর সেটা কোন একজন অ্যাডমিন কর্তৃক অ্যাপ্রুভড হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকে।

ধাপ১: আমাদের গ্রাফিক ডিজাইনার আপনাকে জিপড ফোল্ডারে সাতটি প্রশ্ন এবং সাতটি উত্তর (মোট ১৪টি ছবি) পাঠাবে, যা নিজের কম্পিউটারের কোন ফোল্ডারে আনজিপ করে সেইভ করে রাখুন।

ধাপ২: রাত ১০টার দিকে গ্রুপের Add Photo/video লিংকে নীচের ছবির মতো করে ক্লিক করুন।

এরপর নীচের ছবির মতো অপশন আসলে ডান পাশ থেকে “ক্রিয়েট ফটো অ্যালবাম” নির্বাচন করুন।

groupstudy_3

তখন আপনার কম্পিউটার থেকে ফাইলগুলোর লোকেশন বলে দিতে হবে।

ধাপ৩: সাতটা ফাইল একবারে নির্বাচন করে Open হিট করলে নীচের মতো স্ক্রিন দেখতে পাবেন:

এখানে অ্যালবামের শিরোনাম হিসাবে Big Book Practice TC #.# এভাবে দিন এবং সেটের নম্বর উল্লেখ করুন। প্রত্যেক ছবির নীচে  বিবরণ হিসাবে লিখুন “প্রশ্নটির উত্তর কমেন্টে দিন, কঠিন শব্দগুলো নোট করে রাখুন। সঠিক উত্তর ২০ মিনিট পরে ফটোকমেন্ট হিসাবে পোস্ট করা হবে”।

এরপর উইন্ডের নীচের “Post photos” বাটনে ক্লিক করুন (নীচের ছবির মতো)।

ধাপ৪: যতক্ষন গ্রুপ স্টাডি চলবে, অ্যালবামটিকে গ্রুপে পিন পোস্ট করে রাখার জন্য অ্যাডমিন ব্যাবস্থা নেবেন।

ধাপ৫: প্রায় ২০ মিনিট পর ফটোকমেন্ট হিসাবে ওই নির্দিষ্ট প্রশ্নের নীচে তার উত্তর পোস্ট করতে হবে। ফটো কমেন্টের জন্য কমেন্টের বক্সের ডান পাশে ক্যামেরা চিহ্নের উপর ক্লিক করতে হবে। উত্তর (নীল ফটো) সহ ফটোকমেন্টের ক্লিক করার স্থান নীচের ছবিতে দেখানো হলো।

 

 ৩. পোস্টকৃত টেক্সট কমপ্লিশনের তালিকা ও লিংক