জিআরই প্রস্তুতি পর্বের শুরুর দিন থেকে সবার মনের মধ্যেই উঁকি-ঝুঁকি মারে একটি প্রশ্ন, “আমি কি পারবো?”। আরেকটু খোলাসা করে বলতে গেলে বলতে হয়, জিআরই পরীক্ষায় নূন্যতম কতো স্কোর পেলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সম্ভবনা আছে, সেই বিষয়ে চাই আগাম ধারণা। এ কারণে যারা জিআরই দিবেন বলে প্রস্তুতি শুরু করেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য বলতে গেলে বলতে হয় জিআরইতে নূন্যতম কোন স্কোর নেই। ২৬০ থেকে শুরু করে ৩৪০, সব রেঞ্জের স্কোরের জন্যই আছে বিভিন্ন র্যাংকড বিশ্ববিদ্যালয়। আগে থেকে এই রেঞ্জ সম্পর্কে মোটামুটি ধারণা থাকলে পরীক্ষায় বসার আগে মনোবল বেড়ে যেতে পারে কয়েকগুণ।
আবার জিআরই পরীক্ষা শেষ করার পরও অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সে বিষয়ে।
এ কারনে ইন্টারনেট ঘেঁটে যেসব তথ্য উপাত্ত [সূত্র নীচে] পাওয়া গেছে সেই আলোকে জিআরই স্কোর অনুসারে কিছু আমেরিকান বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে দেওয়া হলো:
1) Universities for Revised GRE Scores (334 to 340)
2) Universities for Revised GRE Score (325 to 333)
3) Universities for Revised GRE Score (321 to 324)
4) Universities for Revised GRE Score (315 to 320)
5) Universities for Revised GRE Score (309 to 314)
6) Universities for Revised GRE Score(301 to 308)
7) Universities for Revised GRE Score (291 to 300)
8) Universities for Low GRE Scores (260 to 289)
*তথ্যসূত্রে: www.webometrics.info এবং www.atozbulletin.com