এই আর্টিকেলটি পড়ার পরিবর্তে ভিডিও থেকেও জেনে নিতে পারেন।

Topic-Summary

উচ্চ শিক্ষা অর্জনে জিআরই গুরুত্বপূর্ণ। জিআরই স্কোর যত ভালো করা যায় ততবেশি সুযোগ পাওয়া যায়। ৩৪০ নাম্বারের এই পরীক্ষায় কেউ কেউ ৩১০ এর উপরে পেয়েও সঠিক তথ্যের অভাবে অ্যাডমিশন পেতে ব্যর্থ হয়। আবার কেউ ২৯০ পেয়েও ফুল ফান্ডিং পাচ্ছেন। এর পেছেনের মূল কারন জিআরই স্কোর, ভার্সিটি র‌্যাংকিং এবং কোন ডিপার্টমেন্ট/সাবজেক্টের জন্য কতো জিআরই স্কোর নিরাপদ সে বিষয়ে ধারণা না থাকা।

এই আর্টিকেলে তাই কোন ডিপার্টমেন্ট/সাবজেক্টের জন্য কতো জিআরই স্কোর থাকা ভালো, কতো স্কোর করতে পারলে নিরাপদ জোনে থাকা যাবে, ভার্বাল এবং কোয়ান্ট উভয় সেকশনে কতো স্কোরকে ঐ বিষয়ের জন্য উপযুক্ত স্কোর বলা যাবে-সে বিষয়ে তুলনামূলক ধারণা পাওয়া যাবে।

1) Physical Sciences:

Physical Science সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন- রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত।

Screenshot_1 Screenshot_2Screenshot_4 Screenshot_5 Screenshot_6

2) Life Sciences:

মেডিকেল, বায়ো-মেডিকেল, এগ্রিকারচার ইত্যাদি লাইফ সাইন্সের অন্তর্ভূক্ত। 

Screenshot_2 Screenshot_3 Screenshot_4 Screenshot_5

3) Social Sciences:

নৃতত্ববিজ্ঞান, অর্থনীতি, রাজনৈতিক বিজ্ঞান, সাইকোলজি, সোসিওলজি-ইত্যাদি বিষয়গুলো Social Science এর আওতায় চলে আসে।

Screenshot_2 Screenshot_3 Screenshot_4 Screenshot_5 Screenshot_6 Screenshot_7

4) Engineering:

ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর জন্য জিআরই রিকোয়ারমেন্ট তুলনামূলকভাবে সবচেয়ে বেশি চাওয়া হয়।

Screenshot_2 Screenshot_3 Screenshot_4 Screenshot_5 Screenshot_6 Screenshot_7 Screenshot_8

Screenshot_3

5) Business:

Screenshot_2 Screenshot_3 Screenshot_4 Screenshot_5

6) Other Subject:

Screenshot_2 Screenshot_3 Screenshot_4 Screenshot_5