আরো পড়ুন: আপনার ক্যাম্পাসে আমরা সেমিনার করতে চাই
December 17, 2022
Seminar on GRE: Key to Funded Admission in USA
ক) তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২২; দুপুর ০৩:০০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
September 26, 2022
Free Seminar on Higher Study Abroad: Prospects & Challenges
ক) তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২২; দুপুর ০৩:০০ টা
খ) ভেন্যু: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
July 31, 2019
Free Seminar on Brief Strategies & Timeline of Higher Study in US
ক) তারিখ: ৩১ জুলাই, ২০১৯; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ফল’২০ টার্গেট করে প্রস্তুতি নেওয়া হায়ারস্টাডি অ্যাসপিরান্টদের নিয়ে গ্রেক লালামাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Seminar on Brief Strategies & Timeline of Higher Study in US সেমিনার। সেমিনারের প্রথম অংশে নিজ হায়ারস্টাডি জার্নির অভিজ্ঞতা এবং জিআরই প্রস্তুতির গাইডলাইন শেয়ার করেন গ্রেক ফ্যাকাল্টি জিয়াদ নাসেফ। ফল’১৯ এ তিনি যাচ্ছেন আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া মার্সেড এ ফুল-ফান্ডিংয়ে পিএইচডি প্রোগ্রামে। স্ট্রাটেজি এবং টাইমলাইন হায়ার স্টাডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়েই সেমিনারে আলোচনা করেন গ্রেক ফ্যাকাল্টি তকি তাহমিদ ইনান। তিনি ফল’১৯ এ আমেরিকার জর্জ ম্যাসন ইউনিভার্সিটি’তে পিএইচডি প্রোগ্রামে যাচ্ছেন ফান্ডিং নিয়ে। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডি এর প্রস্তুতির টাইমলাইন, জিআরই পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া উচিত, হায়ারস্টাডি এর বিভিন্ন ধাপ, আমেরিকায় হায়ারস্টাডি এর করণীয় এবং আলোচনা থাকছে সম্পর্কিত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারের শেষ অংশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন করে উত্তর জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
June 20, 2019
Free Seminar on University Application Process and Funding in USA
ক) তারিখ: ২০ জুন, ২০১৯; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ফল’২০ সেমিস্টার টার্গেট করে প্রস্তুতি নিচ্ছেন এমন হায়ারস্টাডি অ্যাসপিরান্টদের নিয়ে গ্রেক লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Seminar on University Application Process and Funding in USA শীর্ষক সেমিনার। যেখানে অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ-শতাধিকের বেশি শিক্ষার্থী। সেমিনারে আলোচনা হয় জিআরই পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা পরবর্তী করনীয় এবং অ্যাডমিশন ও ফান্ডিং সম্পর্কিত বিষয় নিয়ে। যেখানে হায়ারস্টাডির বিভিন্ন টপিকে সরাসরি প্রশ্ন করে উত্তর জেনে নেয় শিক্ষার্থীরা। এই সেমিনারে আলোচক হিসেবে ছিলেন গ্রেক অ্যালামনাস এহসান সুয়েজ। তিনি বর্তমানে টিচিং অ্যাসিসটেন্ট হিসেবে আমেরিকার মিসোউরি স্টেট ইউনিভার্সিটি’তে মাস্টার্স প্রোগ্রামে পড়ছেন।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
February 10, 2019
Pursuing Higher Studies Abroad with IELTS
ক) তারিখ: ১০ ফেব্রুয়ারী, ২০১৯; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক লালমাটিয়া শাখায় আজ বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল আয়েল্টস পরীক্ষা প্রস্তুতি এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ নিয়ে তথ্যবহুল সেমিনার। সেমিনারটিতে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের আয়েল্টস ইন্সট্রাক্টর জামিয়া জিফান। সেমিনারটিতে আলোচনা হয় আয়েল্টস পরীক্ষা, প্রস্তুতির বিভিন্ন বিষয়, এক্সামের টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে। সেমিনারের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ এবং আয়েল্টস পরীক্ষায় টপ স্কোর চেস করার প্রস্তুতির আলোচনা।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
January 11, 2019
Higher Study Adda for Life Science Students
ক) তারিখ: ১১ জানয়ারী, ২০১৯; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষার পরিকল্পনার আদ্যোপান্ত এবং প্রোফাইল সহ পূর্ণ পথের গাইডলাইন জানিয়ে গ্রেকের লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Higher Study Adda for Life Science Students আয়োজন। যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স পড়ুয়া শিক্ষার্থীরা। হায়ারস্টাডির বিভিন্ন টপিক নিয়ে আড্ডার সাথে ছিল। গ্রেকের এই আয়োজনে আলোচক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ায় পিএইচডি অধ্যায়ণরত সাইফুল রনি। সেমিনারে আলোচনা হয় লাইফ সায়েন্স পড়ুয়া স্টুডেন্টদের প্রোফাইল, অ্যাডমিশনের জন্য করনীয়, ফান্ড ম্যানেজ করার কৌশল সহ রিলেভেন্ট ফিল্ড এবং চাকরির সুযোগ নিয়ে আলোচনা হয়। আড্ডায় সরাসরি প্রশ্ন করে আলোচকের কাছ থেকে প্রয়োজনীয় গাইডলাইন জেনে নেয় শিক্ষার্থীরা।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
January 09, 2019
Higher Study Adda on Funding Strategies for Civil Engineers
ক) তারিখ: ০৯ জানয়ারী, ২০১৯; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক সায়েন্সল্যাব শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
হায়ারস্টাডির বিভিন্ন টপিক নিয়ে আড্ডার সাথে গরম পিঠা। গ্রেক সায়েন্সল্যাব শাখায় দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়ে গেল Higher Study Adda on Funding Strategies for Civil Engineers আয়োজন। গ্রেকের এই আয়োজনে আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যায়ণরত মেহেদি হাসান। সেমিনারে আলোচনা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্টদের প্রোফাইল, অ্যাডমিশনের জন্য করনীয়, ফান্ড ম্যানেজ করার কৌশল সহ রিলেভেন্ট ফিল্ড এবং চাকরির সুযোগ নিয়ে আলোচনা হয়। বুয়েট, কুয়েট, চুয়েট, এমআইএস, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। আড্ডায় সরাসরি প্রশ্ন করে আলোচকের কাছ থেকে প্রয়োজনীয় গাইডলাইন জেনে নেয় শিক্ষার্থীরা।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
May 07, 2018
Seminar on Higher Studies Abroad: Perspectives & Challenges @MIU
ক) তারিখ: ০৭ মে, ২০১৮; বেলা ১১:০০ টা
খ) ভেন্যু: ফামার্সি বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ফামার্সি বিভাগ এবং বাংলাদেশের স্টুডেন্টদের উচ্চশিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল “Seminar or Higher Studies Abroad: Prospects & Challenges” সেমিনার। হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে তথ্যবহুল এই সেমিনারে আলোচক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সরল্যান্ডে পিএচডি স্টুডেন্ট সাইফুল রনি। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির ফার্মাসি বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান সহ, অন্যান্য সহযোগী অধ্যাপক এবং শিক্ষকরা। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডির্ জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা সহ জিআরই, টোফেল এবং আয়েল্টস পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
April 20, 2018
Higher Studies Abroad: Perspectives & Challenges @NUB
ক) তারিখ: ২০ এপ্রিল, ২০১৮; বেলা ১১:০০ টা
খ) ভেন্যু: ফামার্সি বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
প্রায় ২ শতাধিক উচ্চশিক্ষা প্রত্যাশি শিক্ষার্থীদের নিয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ফামার্সি বিভাগ এবং বাংলাদেশের স্টুডেন্টদের উচ্চশিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “Seminar or Higher Studies Abroad: Prospects & Challenges” সেমিনার। হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে তথ্যবহুল এই সেমিনারে আলোচক হিসেবে ছিলেন কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পোস্টেকের প্রাক্তন গবেষক সাইফুল রনি। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডির্ জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা সহ জিআরই, টোফেল এবং আয়েল্টস পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হারুন অর রশিদ এবং সহযোগী অধ্যাপক ড. তালেব হোসাইন সহ অন্যান্য শিক্ষকরা।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
April 05, 2018
Seminar on Higher Studies Abroad: Perspectives & Challenges
ক) তারিখ: 0৫ এপ্রিল, ২০১৮; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: অডিটরিয়াম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে তথ্যবহুল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ফোরাম এবং গ্রেক যৌথভাবে আয়োজন করেছে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য এই উচ্চশিক্ষা সেমিনার। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ অন্যান্য বিভাগের প্রায় ৩শতাধিকের বেশি শিক্ষার্থী। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডির্ জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা সহ জিআরই এবং আয়েল্টস পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন ফল’১৮ এ রিসার্চ অ্যাসিসটেন্ট হিসেবে আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো’তে ফান্ডেড অ্যাডমিশন পাওয়া গ্রেক ফ্যাকাল্টি পঙ্কজ কুমার দাস এবং গ্রেকের জেষ্ঠ্য জিআরই ফ্যাকাল্টি সানোয়ার হোসেন। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
March 25, 2018
Seminar on Pursuing Higher Studies Abroad with IELTS
ক) তারিখ: ২৫ মার্চ, ২০১৮; দুপুর ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক লালমাটিয়া শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক লালমাটিয়া শাখায় আজ বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল আয়েল্টস পরীক্ষা প্রস্তুতি এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ নিয়ে তথ্যবহুল সেমিনার। সেমিনারটিতে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের আয়েল্টস ইন্সট্রাক্টর শিশির বণিক এবং আহসান আকিব। সেমিনারটিতে আলোচনা হয় আয়েল্টস পরীক্ষা, প্রস্তুতির বিভিন্ন বিষয়, এক্সামের টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে। সেমিনারের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ এবং আয়েল্টস পরীক্ষায় টপ স্কোর চেস করার প্রস্তুতির আলোচনা। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
March 21, 2018
Seminar on Admission, Scholarship & Visa Processing in Germany
ক) তারিখ: ২১ মার্চ, ২০১৮; দুপুর ০৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক চট্টগ্রাম শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
জার্মানি’তে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গাইডলাইন জানাতে গ্রেকের চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Admission, Scholarship & Visa Processing in Germany সেমিনার। গ্রেক এবং গাসতো আয়োজিত এই ফ্রি সেমিনারটিতে আলোচনা হয় ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সহ জার্মানি’তে উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয় আবেদন নিয়ে। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন জামার্নির ইউনিভার্সিটি অব সিইজেন এ মাস্টার্স শেষ করে দেশে বেড়াতে আসা মো. রবিউল হোসাইন চৌধুরী। সেমিনারে জিআরই এবং আয়েল্টস পরীক্ষা ও প্রস্তুতি, জামার্নিতে বাংলাদেশী স্টুডেন্টদের উচ্চশিক্ষা ও সুযোগ, বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশনের টাইমলাইন, স্কলারশিপের সুযোগ এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ প্রস্তুতি সহ ডয়েচ একাউন্টে টাকা জমা করা ও জার্মানির ভিসা প্রসেসিং এর এ টু জেড ৭ নিয়ে আলোচনা হয়। পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিয়েও কথা বলেন স্পিকার।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
February 25, 2018
Higher Studies Abroad: Prospects & Challenges
ক) তারিখ: ২৫ ফেব্র্রুয়ারী, ২০১৮; দুপুর ০৩:০০ টা
খ) ভেন্যু: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ ফেব্র্রুয়ারী, ২০১৮ (রবিবার) দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে তথ্যবহুল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের এআইএস বিজনেস ক্লাব এবং গ্রেক যৌথভাবে আয়োজন করেছে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য এই উচ্চশিক্ষা সেমিনার। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির বিজনেস বিভাগ সহ অন্যান্য বিভাগের প্রায় ২ শতাধিকের বেশি শিক্ষার্থী। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকরা। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডির জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা সহ জিআরই-জিম্যাট এবং আয়েল্টস পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে। সেমিনারে স্পিকার হিসেবে কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পোস্টেকের প্রাক্তন গবেষক সাইফুল রনি, ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় সম্প্রতি ফান্ডেড অ্যাডমিশন পাওয়া শিক্ষার্থী খান আসিফ রহমান। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
February 15, 2018
Seminar on Higher Study in South Korea: Strategies & Master-plan
ক) তারিখ: ১৫ ফেব্র্রুয়ারী, ২০১৮; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
পছন্দের বিষয়ে রিসার্চ এবং স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য সম্ভাবনাময় হতে পারে কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলো। গ্রেক এবং গাস্তো আয়োজিত বাংলাদেশের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য গাইডলাইন জানিয়ে সেমিনার। সেমিনারটিতে স্পিকার হিসেবে ছিলেন সাউথ কোরিয়ার চোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসিসটেন্ট মোহাম্মদ ফজলুল কবির। সেমিনারে আলোচনা হয় উচ্চশিক্ষা কেন জরুরী, করণীয়, প্রস্তুতি এবং অন্যান্য গাইডলাইন নিয়ে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
February 15, 2018
GRE & Higher Study Abroad Perspectives
ক) তারিখ: ১৫ ফেব্র্রুয়ারী, ২০১৮; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: সায়েন্সল্যাব শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেকের সায়েন্সল্যাব শাখায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের উচ্চশিক্ষার গাইডলাইন জানিয়ে GRE & Higher Study Abroad Perspectives সেমিনার। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্টান পোস্টেকের প্রাক্তন গবেষক সাইফুল রনি। সেমিনারে আলোচনা হবে হায়ারস্টাডির প্রাথমিক ধারনা প্রদাণ, হায়ারস্টাডির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য এবং আলোচনা থাকছে সম্পর্কিত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
February 3, 2018
Research Showcase Day at GREC
ক) তারিখ: ৩ ফেব্র্রুয়ারী, ২০১৮; বিকেল ০৪:০০ টা- সন্ধ্যা ৭:০০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
তরুণ গবেষকদের নিয়ে গত ৩ ফেব্রুয়ারী বিকেলে গ্রেকের লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Research Showcase at GREC আয়োজন। যেখানে নিজেদের গবেষণা কাজ পোস্টারে তুলে ধরেন প্রায় ২০টি গবেষক দল। যেখানে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ৮টি পোস্টার, মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ১টি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়। এই পোস্টারগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই করে সেরা ৩ গবেষণা প্রজেক্টকে পুরষ্কৃত করা হয়। আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাহাদাত হোসাইন, লেকচারর সামিউল ইসলাম, চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টোকনোলজির রিসার্চ অ্যাসিসটেন্ট নাহিন হোসাইন এবং ইয়াহিন হোসাইন।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
February 2-3, 2018
Workshop on Life Science Research & Publication for Beginners (Round 5)
ক) তারিখ: ২-৩ ফেব্র্রুয়ারী, ২০১৮; সকাল ০৯:০০ টা- সন্ধ্যা ৬:০০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হবু-বিজ্ঞানী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গবেষণা শীর্ষক কর্মশালা ‘Workshop on Life Science Research & Publication for Beginners’। দুই দিন ব্যাপী এই গবেষণা কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা কর্মশালায় গবেষণা কাজে প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের প্রশিক্ষণ নেয় এবং গবেষণা কার্য পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সকল বিষয় সম্পর্কে জেনে নেয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের গবেষণা প্রজেক্ট সম্পর্কে ধারনা দেয়া হয়, যা আগামি তিন মাস পর তারা পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে পরিবেশন করবেন। কর্মশালায় অতিথী হিসেবে অংশগ্রহণ করেন কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্টান পোস্টেকের প্রাক্তন গবেষক সাইফুল রনি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গবেষণা গ্রুপ গাস্তো প্রধান নির্বাহি এবং গবেষক মোহাম্মদ শাহ হাফিজ কবির, সহকারি গবেষণা কর্মকর্তা অর্কজয়তি চি, গবেষণা সহকারী সোহেল চৌধুরিসহ অন্যান্য গবেষণা সহকারী কর্মকর্তা। এছাড়াও কর্মশালায় সমন্বয়ক হিসেবে ছিলেন আমেরিকার অ্যাপালাসিয়ান কলেজ অব ফার্মাাসির সহকারি অধ্যাপক এবং গ্রেকের প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মামুন রশিদ। দুই দিনের এই কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
December 22, 2017
Seminar on Higher Study Abroad: Pathway for Business Graduate
ক) তারিখ: ২২ ডিসেম্বর, ২০১৭; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের বিজনেস স্টডেন্টদের হায়ারস্টাডির প্রয়োজনীয় গাইডলাইন জানাতে গ্রেকের আয়োজনে রাজধানীয় পলাশীর মোড় (বুয়েট প্রাঙ্গন) ফ্রেপড অডিটরিয়ামে (মুহাম্মদ সামসউল হক ভবন) অনুষ্ঠিত হয়ে গেল Seminar on Higher Study Abroad: Pathway for Business Graduate সেমিনার। সেমিনারে বক্তা হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি খান আসিফ রহমান। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় এমবিএ প্রোগ্রামে যাচ্ছেন। সেমিনারে আলোচনা হয় বিজনেস স্টুডেন্টদের ফান্ডেড অ্যাডমিশনের সুযোগ ও সম্ভাবনা, বিজনেস স্টুডেন্টদের জন্য হায়ারস্টাডির পাথেয়, জিআরই বনাম জিম্যাট পরীক্ষা ও প্রস্তুতি, আমেরিকান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের ফান্ডেড অ্যাডমিশন ম্যানেজ করতে করনীয় সহ সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারের অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। আয়োজনের শেষ পর্যায়ে প্রশ্ন করে উত্তর জেনে নেয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের জন্য। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
September 21, 2017
IELTS Consultation Programme
ক) তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০১৭; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় আয়েল্টস পরীক্ষা প্রস্তুতি এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ নিয়ে তথ্যবহুল সেমিনার। সেমিনারটিতে স্পিকার হিসেবে ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আইসিপি ট্রেইনার শারাজাদ হাসান এবং গ্রেকের আয়েল্টস ইন্সট্রাক্টর শিশির বনিক। সেমিনারটিতে আলোচনা হয় আয়েল্টস পরীক্ষা, প্রস্তুতির বিভিন্ন বিষয়, এক্সামের টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে। সেমিনারের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ। সেমিনারে এই বিষয়েও আলোচনা হয়। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
September 14, 2017
Seminar on Smart English for Career
ক) তারিখ: ১৪ সেপ্টেম্বর, ২০১৭; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরে শিক্ষা গ্রহণে কিংবা প্রফেশনাল লাইফে নিজেকে এগিয়ে রাখতে ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি ইংরেজিতে যতো বেশি সাবলিল বক্তা এবং যতোটা ভাল বুঝতে পারবেন ততোটাই অন্যদের চেয়ে এগিয়ে থাকা যায়। এছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে উচ্চশিক্ষার লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস/টোফেল জরুরি। অনেক শিক্ষার্থী আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইনের অভাবে আয়েল্টস/টোফেল এক্সামের লিসেনিং এবং স্পিকিং সেকশনে ভীতি কাজ করে। এই ভয় জয় করে যেকোন ল্যাঙ্গুয়েজ টেস্টের এই দুটি সেকশনে সঠিক দিক নির্দেশনা দিতে গ্রেক আয়োজন করে Seminar on Smart English For Career শীর্ষক তথ্যবহুল ফ্রি সেমিনার। যেখানে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের আয়েল্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার সোহাগ আহমেদ। সেমিনারটিতে আলোচনা হয় আয়েল্টস ব্যাবচ্ছেদ এবং প্রস্তুতি, কমিউনিকেটিভ ইংলিশে দক্ষতা বাড়ানোর উপায় এবং স্পিকিং এর জড়তা কাটিয়ে উঠার কৌশল নিয়ে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 23, 2017
GRE & Funded Admission to USA @ GREC CTG
ক) তারিখ: ২৩ অাগস্ট, ২০১৭; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক চট্রগ্রাম শাখার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 22, 2017
University Application Process and Funding in USA
ক) তারিখ: ২২ অাগস্ট, ২০১৭; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: লালমাটিয়া শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে Seminar on University Application Process and Funding in USA সেমিনার। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব টলোডের রিসার্চ অ্যাসিসটেন্ট আকিবুল ইসলাম। সেমিনারে নিজ অভিজ্ঞতা শেয়ারিংয়ের পাশাপাশি আলোচনা হয় জিআরই এর প্রস্তুতি শুরু করে আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের খুটিনাটি বিষয় নিয়ে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 26, 2017
Seminar on Pathway to USA ‘Know the game, Play to win’
ক) তারিখ: ২৬ জুলাই, ২০১৭; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক চট্রগ্রাম শাখার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কিত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন পার্থ প্রতিম সিকদার। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 20, 2017
Seminar on Guideline of Higher Study Abroad @ CTEC
ক) তারিখ: ২০ জুলাই, ২০১৭; সকাল ১০:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও রয়েছে স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। তবে মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেকের পৃষ্ঠপোষকতা এবং CTEC English Club & Higher Study Abroad (HSA) – CTEXIANS এর সহযোগিতায় আয়োজন করা হচ্ছে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে সেমিনার। সেমিনারে আমেরিকায় হায়ারস্টাডি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জিআরই পরীক্ষার বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং সহজ ভুলগুলো নিয়ে আলোচনা করেন গ্রেক ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু এবং গ্রেকের রাইটিং সেকশন সহ উচ্চ শিক্ষার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন গ্রেকের জিআরই ফ্যাকাল্টি এহসান সুয়েজ এবং অভিজ্ঞতা শেয়ার করেন CTEC এর ছাত্র প্রতিম সিকদার।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 7-8, 2017
Workshop on Pharmaceutical Research & Publication for Beginners
ক) তারিখ: ৭-৮ জুলাই, ২০১৭; সকাল ০৯:০০ টা- সন্ধ্যা ৬:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হবু-বিজ্ঞানী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গবেষণা শীর্ষক কর্মশালা ‘Workshop on Pharmaceutical Research & Publication for Beginners’। ভবিষ্যতের গবেষকদের নিয়ে গত ৭-৮ জুলাই গ্রেকের লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয় দুই দিনের এই বিশেষ গবেষণা-প্রশিক্ষণ কর্মশালা। এই গবেষণা কর্মশালার আয়োজন করে বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেক এবং চট্টগ্রাম ভিত্তিক সেচ্ছাসেবক গবেষণা গ্রুপ গাস্তো (GUSTO)। দুই দিন ব্যাপী এই গবেষণা কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা কর্মশালায় ইন-সিলিকো ড্রাগ ডিজাইনিং গবেষণা কাজে প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের প্রশিক্ষণ নেয় এবং গবেষণা কার্য পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সকল বিষয় সম্পর্কে জেনে নেয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের গবেষণা প্রজেক্ট বিতরণ করা হয়, যা আগামি তিন মাস পর তারা পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে পরিবেশন করবেন। এই কর্মশালায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি এবং সম্পর্কিত অনুষদের প্রায় ৩০জন শিক্ষার্থী। উক্ত কর্মশালায় অতিথী হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি শিক্ষক অম্লান গাঙ্গুলী এবং সৈকত কুমার পোদ্দার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গবেষণা গ্রুপ গাস্তো প্রধান নির্বাহি এবং গবেষক মোহাম্মদ শাহ হাফিজ কবির, সহকারি গবেষণা কর্মকর্তা অর্কজয়তি চি, গবেষণা সহকারী সোহেল চৌধুরিসহ অন্যান্য গবেষণা সহকারী কর্মকর্তা। এছাড়াও কর্মশালায় সমন্বয়ক হিসেবে ছিলেন আমেরিকার অ্যাপালাসিয়ান কলেজ অব ফার্মাাসির সহকারি অধ্যাপক এবং গ্রেকের প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মামুন রশিদ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন গ্রেকের প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মামুন রশিদ, গাস্তো প্রধান নির্বাহি এবং গবেষক মোহাম্মদ শাহ হাফিজ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি শিক্ষক অম্লান গাঙ্গুলী এবং সৈকত কুমার পোদ্দার।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
June 10, 2017
Grade-Robbing Course on GRE Analytical Writing
ক) তারিখ: ১০ জুন, ২০১৭; বিকেল ০৩:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেক লালমাটিয়া শাখায় আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে প্রথমবারের মতো জিআরই রাইটিং সেকশনের উপর বিশেষায়িত ওয়ার্কশপ। যেখানে অংশ নেয়ার সুযোগ পান প্রায় ৩০ জন হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থী। প্রায় ৪ ঘন্টাব্যাপী এই ওয়ার্কশপে আলোচনা করা হয় জিআরই রাইটিং সেকশনের বিভিন্ন দিক নিয়ে। সেমিনারটিতে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মামুন রশিদ। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
June 06, 2017
Seminar on GRE & IELTS: Funded Admission in USA
ক) তারিখ: ০৬ জুন, ২০১৭; বেলা ১২:০০ টা
খ) ভেন্যু: কীর্তনখোলা হল, বরিশাল বিশ্ববিদ্যালয়
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ০৬ জুন, ২০১৭ বেলা ১২টায় অনুষ্ঠিত হয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে দিক-নির্দেশনা মূলক সেমিনার। গ্রেক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত এই সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২ শতাধিকের বেশি শিক্ষার্থী। সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরাও। আলোচনা হয় দেশের বাইরের বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফান্ড নিয়ে পড়ার বিভিন্ন সম্পর্কিত খুটিনাটি বিষয় নিয়ে। সেমিনারটিতে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মামুন রশিদ। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
May 25, 2017
Seminar on GRE & IELTS: Funded Admission in USA
ক) তারিখ: ২৫ মে, ২০১৭; দুপুর ২:০০ টা
খ) ভেন্যু: সেমিনার রুম (৩১১), ডুয়েট
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আজ দুপুর ২টায় হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চশিক্ষার দিক-নির্দেশনা নিয়ে তথ্যবহুল সেমিনার। বিশ্ববিদ্যালয়টিতে এই সেমিনারের আয়োজক হিসেবে ছিল ASCE Student Chapter এবং পৃষ্ঠপোষকতায় ছিল গ্রেক। সেমিনারে আলোচনা হয় উচ্চশিক্ষার গাইডলাইন- প্রস্তুতি, জিআরই ও আয়েল্টস পরীক্ষার প্রস্তুতি সহ সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারটিতে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের জিআরই ফ্যাকাল্টি এহসান সুয়েজ এবং আয়েল্টস ইন্সট্রাক্টর রাজন ভুইয়া। এসময় সেমিনারটিতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের প্রায় ২শতাধিক শিক্ষার্থী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকমন্ডলীও। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
March 25, 2017
Seminar on Smart English for Career
ক) তারিখ: ২৫ মার্চ, ২০১৭; বেলা ১১:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরে শিক্ষা গ্রহণে কিংবা প্রফেনাল লাইফে নিজেকে এগিয়ে রাখতে ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যতো বেশি সাবলিলতা থাকে এবং যতোটা ভাল বুঝতে পারা যায় ততোটাই অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে থাকা যায়। এছাড়াও অনেকের আয়েল্টস এক্সামের লিসেনিং এবং স্পিকিং সেকশনে ভীতি কাজ করে। এই ভয় জয় করে আয়েল্টেস টেস্টের এই দুটি সেকশনে সঠিক দিক নির্দেশনা এবং নিজেকে ইংরেজিতে দক্ষ স্পিকার হিসেবে গড়ে তোলার জন্য গ্রেকের লালমাটিয়া শাখায় আয়োজিত হয়ে গেল Seminar on Smart English for Careerh শিরোনামে সেমিনার। বিনামূল্যের সেমিনারে অংশ নেয় প্রায় অর্ধশত শিক্ষার্থী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার সোহাগ আহমেদ। সেমিনারে আলোচনা হয় কমিউনিকেটিভ ইংলিশে দক্ষতা বাড়ানোর উপায় এবং স্পিকিং এর জড়তা কাটিয়ে উঠার কৌশল নিয়ে। এছাড়াও আলোচনা হয় আয়েল্টস টেস্টের স্পিকিং এবং লিসেনিং অংশের ব্যবচ্ছেদ ও প্রস্তুতিসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। সেমিনার শেষে অংশগ্রহণকারী গ্রেকের এই উৎসবে অংশ নিয়ে কেক কেটে সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 31, 2017
Free Seminar on IELTS Self-Prep Strategies
ক) তারিখ: ৩১ জানুয়ারী, ২০১৭; বিকেল ৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে উচ্চশিক্ষার লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস জরুরি। অনেক শিক্ষার্থী আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইনের অভাবে আয়েল্টসের দিকে ভীতি কাজ করে। এ ধরণের ভয় জয় করে আয়েল্টেসে সঠিক দিক নির্দেশনা জানাতে সেমিনারের আয়োজন করে গ্রেক। বিশেষ করে নিকটবর্তী সময়ের মধ্যে যারা আয়েল্টস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের প্রস্তুতির জন্য বিশেষ সহায়ক ছিল সেমিনারটি। আয়েল্টস টেস্টে ভালো স্কোর করার জন্য বেশি বেশি প্রাকটিসের পাশাপাশি প্রয়োজন স্ট্রাটিজিক্যালি অ্যাপ্রোচ। তাই যারা সাম্প্রতিক সময়ের মধ্যে যারা আয়েল্টস পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এক্সাম পূর্ববর্তী স্ট্রাটিজি, টিপস্ এবং কমন মিস্টেকস নিয়ে আলোচনা হয় গ্রেকের আয়োজিত বিনামূল্যের এই সেমিনারে। সেমিনারে বক্তা হিসেবে ছিলেন গ্রেকের আয়েল্টস ইন্সট্রাক্টর শিশির বণিক এবং জান্নাতুল আলম। সেমিনারে আলোচনা হয় স্টাডি অ্যাব্রডের জন্য আয়েল্টস পরীক্ষার প্রয়োজনীয়তা, আয়েল্টস পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সেকশন ভিত্তিক আলোচনা এবং ভালো স্কোর করার গুরুত্বপূর্ণ স্ট্রাটিজি।গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 25, 2017
Workshop on Basic Strategies of IELTS & Reading @GREC CTG
ক) তারিখ: ২৫ জানুয়ারী, ২০১৭; বিকেল ৩:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য স্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট স্টুডেন্টরদের প্রয়োজন হয় ভাষাগত দক্ষতা যাচাইরের পরীক্ষা আয়েল্টস’এ ভালো স্কোর। তবে প্রস্তুতিটা ঠিকঠাক থাকলেও অনেক সময় সামান্য ভুলে বা সঠিক স্ট্রাটিজি অনুসরণ না করায় পরীক্ষায় স্কোর আসানুরূপের চেয়ে কম আসে। বিশেষ করে আয়েল্টস পরীক্ষার রিডিং সেকশনে দেশের অনেক স্টুডেন্ট এরই সমস্যা হয়। তাই আয়েল্ট পরীক্ষাকে সামনে রেখে যাতে শিক্ষার্থীরা নিজেই নিজেকে প্রস্তুত করতে পারেন এবং রিডিং সেকশনে ভালো স্কোর করার প্রয়োজনীয় স্ট্রাটিজি জানাতে গ্রেকের চট্টগ্রাম শাখায় গত ২৫ জানুয়ারী’১৭ অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষায়িত কর্মশালা। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন গ্রেক চট্টগ্রাম শাখার আয়েল্টস ট্রেইনার মানসিব তাহসিন অর্ক । সেমিনারের শুরুতেই তিনি স্টুডেন্টদের আয়েল্টস টেস্টের আদি-অন্ত উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং প্রস্তুতির বিভিন্ন টিপস্ ও স্ট্রাটিজি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা টোফেল এবং আয়েল্টস এর মধ্যে পার্থক্য, কোনটি সহজ, কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটি দেয়া উচিত এবং আয়েল্টস টেস্ট দিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ফান্ডিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 20, 2017
Free Seminar on GRE: Key to Funded Admission in USA @GREC CTG
ক) তারিখ: ২০ জানুয়ারী, ২০১৭; বিকেল ০৩:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ২০ জানুয়ারী’১৭ (শুক্রবার) গ্রেক চট্রগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 19, 2017
Seminar on Business Studies vs Funding Opportunities in USA
ক) তারিখ: ১৯ জানুয়ারী, ২০১৭; বিকেল ০৩:৩০ মিনিট
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্স স্টুডেন্টদের মতো আমেরিকান ইউনিভার্সিটিতে বিজনেস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্যও রয়েছে উচ্চশিক্ষা অর্জনের সুবর্ণ সুযোগ। অপার সুযোগ থাকলেও শুধুমাত্র পর্যাপ্ত তথ্যের অভাবে সেই সুযোগ কাজে লাগাতে অনেকেই ব্যর্থ হন। অনেক সময় যথেষ্ট পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও তথ্যের অভাবে হায়ারস্টাডি অ্যাব্রডের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে পারনে না। মনে থাকে ভয়- সংশয়। বাংলাদেশের বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টডেন্টদের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং গাইডলাইন জানাতে গ্রেকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল Seminar on Business Studies vs Funding Opportunities in USA সেমিনার। যেখানে স্পিকার হিসেবে থাকছেন আমেরিকা থেকে দেশে বেড়াতে আসা প্রাক্তন গ্রেক ফ্যাকাল্টি শাহদিদুল মিহাল আহসান। সেমিনারে আলোচনা হয় বাংলাদেশের বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ, জিআরই নাকি জিম্যাট পরীক্ষা ও প্রস্তুতি, বাংলাদেশী বিজনেস স্টুডেন্টদের আমেরিকায় পড়াশুনার খরচ, সুযোগ-সুবিধা এবং কাজের ক্ষেত্র সহ সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ে। এই সেমিনারে অংশ নেয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ব্যাকগ্রাউন্টের শিক্ষার্থীরা। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 15, 2017
Free Seminar on GRE & Higher Study in USA
ক) তারিখ: ১৫ জানুয়ারী, ২০১৭; বিকেল ০৩:৩০ মিনিট
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট স্টুডেন্টদের সঠিক দিক-নির্দেশনা জানাতে গ্রেক লালমাটিয়া শাখায় গত ১৫ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো এক সেমিনার। সেমিনারে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং শিক্ষার্থীরা। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের গেস্ট ফ্রম ইউএসএ অতিথি আবু বকর সিদ্দিক। তিনি বর্তমানে গ্রাজুয়েট টিচিং অ্যাসিটেন্ট হিসেবে University of Louisiana at Monroe বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। সেমিনারে তিনি আলোচনা করেন হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির ও সময়ের গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 11, 2017
Free Workshop on IELTS @GREC Science Lab
ক) তারিখ: ১১ জানুয়ারী, ২০১৭; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: সায়েন্সল্যাব শাখা, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ২০ জানুয়ারী’১৭ (শুক্রবার) গ্রেক চট্রগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 07, 2017
Seminar on Funding Opportunities & Pathway for Mechanical Students
ক) তারিখ: ০৭ ডিসেম্বর, ২০১৭; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে গ্রেকের লালমাটিয়া শাখায় ০৭ জানুয়ারী বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়ে গেল তথ্যবহুল একটি সেমিনার। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের গেস্ট ফ্রম ইউএসএ অতিথী মিতুল এম এইচ খান। বর্তমানে দ্য ইউনিভার্সিটি অব অ্যাক্রন এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। সেমিনারে আলোচনা হয় আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হায়ারস্টাডি শুরুটা হওয়া উচিত যখন থেকে, আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আবেদন পদ্ধতি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ফান্ডিং এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সুযোগ নিয়ে। এছাড়াও সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ে আলোচনা থাকছে সেমিনারটিতে। সেমিনারে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা প্রশ্ন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা জেনে নেয়। সেমিনারটি আগ্রহী সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল। তবে সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 29, 2016
Seminar on University Application Process and Funding in USA
ক) তারিখ: ২৯ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৩:৩০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনে প্রস্তুতি স্বরূপ পরীক্ষা পর্ব হিসেবে জিআরই, টোফেল শেষ করে পরবর্তী করণীয় গাইডলাইনের অভাবে সেমিস্টার ধরতে পারে না অনেকেই। দেশের এমন হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস, টাইমলাইন এবং দেশের বাইরের বিশেষ করে আমেরিকান ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের সুযোগ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো এক সেমিনার। গ্রেকের লালমাটিয়া শাখায় গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ-শতাধিকেরও বেশি শিক্ষার্থী। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি অর্ণব সাহা। সেমিনারে আলোচনা হয় ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস, অ্যাপ্লিকেশন টাইমলাইন এবং ফান্ডিংসোর্স সহ সম্পর্কীত অন্যান্য বিষয় নিয়েও। সেমিনারটি সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে গ্রেকের লক্ষাধিক সদ্যস্যের গ্রুপে প্রচার করা হয়। এসময় ফেসবুকে এবং উপস্থিত শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করে সরাসরি উত্তর জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 29, 2016
Workshop on Basic Strategies of IELTS & Speaking
@GREC CTG
ক) তারিখ: ২৯ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষরষি যে কোন দেশে শিক্ষা গ্রহণের লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস টেস্ট জরুরি। স্বপ্ন দেশের বাইরে শিক্ষাগ্রহণ আর তাই প্রয়োজন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েনশি টেস্ট আয়েল্টস পরীক্ষার স্কোর। এই পরীক্ষাকে সামনে রেখে যাতে শিক্ষার্থীরা নিজেই নিজেকে প্রস্তুত করতে পারে এ নিয়ে গ্রেকের চট্টগ্রাম শাখায় গত ২৯ ডিসেম্বর’১৬ অনুষ্ঠিত হয়ে গেল এক কর্মশালা। কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন গ্রেক চট্টগ্রাম শাখার আইইএলটিএস ট্রেইনার মানসিব তাহসিন অর্ক। তিনি শুরুতেই স্টুডেন্টদের আয়েল্টস টেস্টের আদি-অন্ত উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং প্রস্তুতির বিভিন্ন টিপস্ ও স্ট্রাটিজি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা টোফেল এবং আয়েল্টস এর মধ্যে পার্থক্য, কোনটি সহজ, কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটি দেয়া উচিত এবং আয়েল্টস টেস্ট দিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ফান্ডিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 26, 2016
Free Seminar on GRE: Key to Funded Admission in USA @GREC CTG
ক) তারিখ: ২৬ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ২৬ শে ডিসেম্বর (সোমবার) গ্রেক চট্রগ্রাম শাখার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 24, 2016
GREC’s Adda with Guest from USA for Pharmacy students
ক) তারিখ: ২৪ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৩:০০ টা
খ) ভেন্যু: গ্রেক বনানী শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের ফামার্সি বিভাগের স্টুডেন্টদের জন্য দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে রয়েছে অফুরন্ত সুযোগ। দেশের ফামার্সি বিভাগের স্টুডেন্টদের দেশের বাইরের পড়াশোনা এবং ক্যারিয়ার গড়তে গ্রেক বনানী শাখায় অনুষ্ঠিত হয়ে গেল GREC’s Adda with Guest from USA for Pharmacy students শীর্ষক সেমিনার। যেখানে স্পিকার হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলোডো’তে মাস্টার্সে অধ্যায়ণরত স্কলার যুবায়ের হোসেন সাদ। সেমিনারে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সম্ভাবনা এবং গাইডলাইন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। যেখানে সেমিনারে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা প্রশ্ন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা জেনে নেয়। সেমিনারটি আগ্রহী সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল। তবে সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 23, 2016
Workshop on Undergrad in USA after HSC/ A-Level
ক) তারিখ: ২৩ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক সায়েন্সল্যাব শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বিশ্বের অন্যদেশের তুলনায় আমেরিকা এবং কানাডায় স্কলারশীপের সুযোগ অনেক বেশি। সাধারণত এইচএসসি/এ-লেভেলের পর পরই SAT নামক পরীক্ষা দিয়ে সহজেই এসব স্কলারশীপের সুযোগগুলো লুফে নেওয়া সম্ভব। প্রতি বছর চায়না এবং ভারতের অসংখ্যাক স্টুডেন্ট এই সুযোগগুলো আগেভাগে লুফে নিচ্ছে। তবে সঠিক গাইড-লাইন পেলে বাংলাদেশি স্টুডেন্টরা এই স্রোতে নিজেদের অনেক এগিয়ে নিতে পারে। এসব দিকগুলো বিবেচনায় নিয়েই বাংলাদেশি এইচএসি বা এ-লেভেল শেষ করা স্টুডেন্টদের সঠিক গাইড-লাইন নিয়ে Seminar on Undergrad in USA after HSC/ A-Level সেমিনার আয়োজন করে গ্রেক। ২৩ ডিসেম্বর বিকেলে গ্রেকের সায়েন্সল্যাব শাখায় অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। যেখানে SAT পরীক্ষার প্রস্তুতি, আবেদনের সঠিক পদ্ধতি এবং ফান্ডিং পাবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের এসএটি ফ্যাকাল্টি ওয়াসিফ তালুকদার। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 21, 2016
Seminar on SAT and Undergrad in USA after HSC/ A-Level @GREC CTG
ক) তারিখ: ২১ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৩:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ২১ ডিসেম্বর গ্রেক চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়ে গেল দেশের বাইরে শিক্ষা গ্রহণে আগ্রহী অ্যাসপিরান্ট স্টুডেন্টদের নিয়ে Seminar on SAT and Undergrad in USA after HSC/ A-Level শীর্ষক সেমিনার। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অপার সম্ভাবনার জায়গা আমেরিকা এবং কানাডা। বিশ্বের অন্যদেশের তুলনায় এখানে স্কলারশীপের সুযোগ অনেক বেশি। সাধারণত এইচএসসি/এ-লেভেলের পর পরই SAT নামক পরীক্ষা দিয়ে সহজেই এসব স্কলারশীপের সুযোগগুলো লুফে নেওয়া সম্ভব। প্রতি বছর চায়না এবং ভারতের অসংখ্যাক স্টুডেন্ট এই সুযোগগুলো আগেভাগে লুফে নিচ্ছে। তবে সঠিক গাইড-লাইন পেলে বাংলাদেশি স্টুডেন্টরা এই স্রোতে নিজেদের অনেক এগিয়ে নিতে পারে। এসব দিকগুলো বিবেচনায় নিয়েই বাংলাদেশি এইচএসি বা এ-লেভেল শেষ করা স্টুডেন্টদের সঠিক গাইড-লাইন নিয়ে Seminar on Undergrad in USA after HSC/ A-Level সেমিনার আয়োজন করে গ্রেক। সেমিনারে আলোচনা হয় স্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, এসএটি এবং আয়েল্টস এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় শিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের এসএটি ফ্যাকাল্টি মানসিব তাহসিন অর্ক। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 03, 2017
Free Workshop on IELTS & Communicative English @ GREC CTG
ক) তারিখ: ০৩ ডিসেম্বর, ২০১৬; বিকেল ০৪:০০ টা
খ) ভেন্যু: চট্টগ্রাম শাখা প্রাঙ্গন, গ্রেক
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরে শিক্ষা গ্রহণে কিংবা প্রফেনাল লাইফে নিজেকে এগিয়ে রাখতে ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যতো বেশি সাবলিলতা থাকে এবং যতোটা ভাল বুঝতে পারা যায় ততোটাই অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে থাকা যায়। এছাড়াও অনেকের আয়েল্টস এক্সামের লিসেনিং এবং স্পিকিং সেকশনে ভীতি কাজ করে। এই ভয় জয় করে আয়েল্টেস টেস্টের এই দুটি সেকশনে সঠিক দিক নির্দেশনা এবং নিজেকে ইংরেজিতে দক্ষ স্পিকার হিসেবে গড়ে তোলার জন্য গ্রেক চট্টগ্রাম শাখায় আয়োজিত হয়ে গেল Free Workshop on IELTS & Communicative English শিরোনামে সেমিনার। বিনামূল্যের সেমিনারে অংশ নেয় প্রায় অর্ধশত শিক্ষার্থী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার মানসিব তাহসিন অর্ক। সেমিনারে আলোচনা হয় কমিউনিকেটিভ ইংলিশে দক্ষতা বাড়ানোর উপায় এবং স্পিকিং এর জড়তা কাটিয়ে উঠার কৌশল নিয়ে। এছাড়াও আলোচনা হয় আয়েল্টস টেস্টের স্পিকিং এবং লিসেনিং অংশের ব্যবচ্ছেদ ও প্রস্তুতিসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি আগ্রহী সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
November 19, 2016
Free Seminar on GRE and Higher Study in USA @CTG
ক) তারিখ: ১৯ নভেম্বর, ২০১৬; বিকেল ০৩:০০ টা
খ) ভেন্যু: মুসলিম হল, চট্রগ্রাম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ১৬ নভেম্বর (বুধবার) গ্রেকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তথ্যবহুল এক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও রয়েছে স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। তবে মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে আমেরিকায় হায়ারস্টাডি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জিআরই পরীক্ষার কঠিনতম সেকশন ভার্বালের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং সহজ ভুলগুলো নিয়ে আলোচনা করেন গ্রেক অ্যালামনাস তাহমিনা আক্তার মিলি (জিআরই: ৩২৮, ভার্বাল: ১৬৫); কোয়ান্ট নিয়ে আলোচনা করেন গ্রেকের জিআরই ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
November 16, 2016
Free Seminar on Funded Admission in USA
ক) তারিখ: ১৬ নভেম্বর, ২০১৬; দুপুর ০২:০০ টা
খ) ভেন্যু: কেন্দ্রিয় মিলনায়তন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গত ১৬ নভেম্বর (বুধবার) গ্রেকের পৃষ্ঠপোষকতায় যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স ক্লাব ও ফার্মাসি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরাসন্টদের নিয়ে একটি তথ্যবহুল সেমিনার। এতে আলোচনা হয় হায়ারস্টাডি অ্যাব্রডের প্রস্তুতি, জিআরই এবং আয়েল্টস ও টোফেল এক্সামের প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা এবং ফান্ডিং বা স্কলারশিপসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি অর্ণব সাহা। এসময় সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীরা। এই সেমিনারে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স ক্লাবের সদস্য, ফামার্সি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট শিক্ষার্থীরা। এসময় সেমিনারে আমেরিকার লং আইল্যান্ড ইউনিভার্সিটির ফামার্সি বিভাগের কসমেটিক সায়েন্স পিএইচডি শিক্ষার্থী এবং গ্রেকের প্রাক্তন ফ্যাকাল্টি জাহিদুল ইসলাম ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের জন্য দিক-নির্দেশনামূলক ভিডিও সাক্ষাৎকার দেন। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
November 14, 2016
Seminar on Guideline of Higher Study in Abroad
ক) তারিখ: ১৪ নভেম্বর, ২০১৬; সন্ধ্যা ০৬:০০ টা
খ) ভেন্যু: চুয়েট মিলনায়তন, চট্টগ্রাম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও রয়েছে স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। তবে মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেকের পৃষ্ঠপোষকতা এবং iEEE CUET Student Branch এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে এক তথ্যবহুল সেমিনার। সেমিনারে আমেরিকায় হায়ারস্টাডি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জিআরই পরীক্ষার কঠিনতম সেকশন ভার্বালের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং সহজ ভুলগুলো নিয়ে আলোচনা করেন গ্রেক অ্যালামনাস তাহমিনা আক্তার মিলি (জিআরই: ৩২৮, ভার্বাল: ১৬৫); কোয়ান্ট নিয়ে আলোচনা করেন গ্রেকের জিআরই ফ্যাকাল্টি শহিদুল ইসলাম মঞ্জু এবং নিজ এক্সাম এক্সপেরিয়ান্স শেয়ার করেন চুয়েটের ছাত্র এবং গ্রেক অ্যালামনাস দিপংকর ঘোষ (জিআরই- ৩২২)। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় শতাধিক শিক্ষার্থী। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
November 12, 2016
Free Seminar on Guideline of Higher Study in Abroad
ক) তারিখ: ১২ নভেম্বর, ২০১৬; সকাল ১০:০০ টা
খ) ভেন্যু: আর.সি মজুমদার অডিটরিয়াম (লেকচার থিয়েটার), ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের পৃষ্ঠপোষকতায় এবং Physically-challenged Development Foundation (PDF), ঢাবি এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটরিয়ামে (লেকচার থিয়েটার) অনুষ্ঠিত হয়ে গেল হায়ারস্টাডি নিয়ে জমকালো এক সেমিনার। Free Seminar on Guideline of Higher Study in Abroad শিরোনামের এই সেমিনারে হায়ারস্টাডির জন্য প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা জেনে নেয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি অর্ণব সাহা। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিএফ সভাপতি জাবের উবায়েদ এবং সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
November 04, 2016
Workshop on IELTS & Communicative English
ক) তারিখ: ০৪ নভেম্বর, ২০১৬; বিকেল ৫:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশের বাইরে শিক্ষা গ্রহণে কিংবা প্রফেনাল লাইফে নিজেকে এগিয়ে রাখতে ইংরেজিতে ফ্লুয়েন্ট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যতো বেশি সাবলিলতা থাকে এবং যতোটা ভাল বুঝতে পারা যায় ততোটাই অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে থাকা যায়। এছাড়াও অনেকের আয়েল্টস এক্সামের লিসেনিং এবং স্পিকিং সেকশনে ভীতি কাজ করে। এই ভয় জয় করে আয়েল্টেস টেস্টের এই দুটি সেকশনে সঠিক দিক নির্দেশনা এবং নিজেকে ইংরেজিতে দক্ষ স্পিকার হিসেবে গড়ে তোলার জন্য গ্রেকের লালমাটিয়া শাখায় আয়োজিত হয়ে গেল Free Workshop on IELTS & Communicative English শিরোনামে ওয়ার্কশপের। বিনামূল্যের সেমিনারে অংশ নেয় প্রায় অর্ধশত শিক্ষার্থী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার সোহাগ আহমেদ। সেমিনারে আলোচনা হয় কমিউনিকেটিভ ইংলিশে দক্ষতা বাড়ানোর উপায় এবং স্পিকিং এর জড়তা কাটিয়ে উঠার কৌশল নিয়ে। এছাড়াও আলোচনা হয় আয়েল্টস টেস্টের স্পিকিং এবং লিসেনিং অংশের ব্যবচ্ছেদ ও প্রস্তুতিসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি আগ্রহী সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
October 08, 2016
Quant 170 Chasers’ Summit 2016 (Season 3)
ক) তারিখ: ০৮ অক্টোবর, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
জিআরই পরীক্ষার কোয়ান্টেটিভ বা কোয়ান্ট সেকশনে যারা ১৭০ নাম্বার পেতে চান, এমন পিয়াসু শিক্ষার্থীদের নিয়ে ৩য় বারের মতো গ্রেকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল Quant 170 Chasers’ Summit 2016 (Season 3) শিরোনামে এক সেমিনার। প্রায় অর্ধশতেরও বেশি আগ্রহী শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সেমিনারে আলোচনা হয় বিভিন্ন জিআরই পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ জটিল ম্যাথ প্রবলেম নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি সানোয়ার হোসাইন শামীম এবং গ্রেক অ্যালামনাস আদনান সিরাজ রাকিন (কোয়ান্ট: ১৭০)। এসময় তিনটি পৃথক সেশনে সাজানো সেমিনারের ১ম অংশে কোয়ান্ট সেকশন সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারনা দিতে আলোচনা করেন গ্রেকের ফ্যাকাল্টি সানোয়ার হোসাইন। এরপর তিনি জিআরই পরীক্ষায় আসার মতো এমন বিভিন্ন কঠিন এবং দুর্বোধ্য গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সমাধান করেন। এসময় শিক্ষার্থীরা প্রশ্ন করে কঠিন এই ম্যাথগুলো শিখে নেয়। তবে সেমিনারের মূল আকর্ষন ছিল আদনান সিরাজের কোয়ান্ট ১৭০ পাওয়ার গল্প এবং কিছু টিপস্। সেমিনারে ১০০০ ম্যাথ জেমস বইয়ের বিভিন্ন অংক নিয়ে গ্রেক ফ্যাকাল্টি সানোয়ার নানা সময়ে বইটির যেসকল অংক নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো সরাসরি সমাধান করেন এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করে দেন। পরবর্তীতে তিনি কোয়ান্ট সেকশনে সর্বোচ্চ নাম্বার পেতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। বিনামূল্যের এই সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল। তবে আসন সংখ্যার তুলনায় রেজিস্ট্রেশনকারীদের সংখ্যা দ্বিগুনের বেশি হওয়ায় লটারীর মাধ্যমে নির্বাচিতদের সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
October 01, 2016
Free Workshop on IELTS
ক) তারিখ: ০১ অক্টোবর, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে শিক্ষা গ্রহণের লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস টেস্ট জরুরি। স্বপ্ন দেশের বাইরে শিক্ষাগ্রহণ আর তাই প্রয়োজন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েনশি টেস্ট আয়েল্টস পরীক্ষার স্কোর। এই পরীক্ষাকে সামনে রেখে যাতে শিক্ষার্থীরা নিজেই নিজেকে প্রস্তুত করতে পারে এ নিয়ে গ্রেকের লালমাটিয়া শাখায় গত ০১ অক্টোবর, ২০১৬ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়ে গেল এক কর্মশালা। কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন গ্রেকের আয়েল্টস ইন্সট্রাক্টর এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লেকচারার আফরোজা সুলতানা। তিনি শুরুতেই স্টুডেন্টদের আয়েল্টস টেস্টের আদি-অন্ত উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং প্রস্তুতির বিভিন্ন টিপস্ ও স্ট্রাটিজি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা টোফেল এবং আয়েল্টস এর মধ্যে পার্থক্য, কোনটি সহজ, কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটি দেয়া উচিত এবং আয়েল্টস টেস্ট দিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ফান্ডিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের উত্তর জেনে নেয়। এছাড়াও কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশের টপ র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে কি করে IELTS দিয়ে স্টাডির জন্য যাওয়া যায় এবং অ্যাডমিশন প্রসেস নিয়েও আলোচনা করা হয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 12, 2016
Study in USA: Strategies to Enter, Survive and Thrive
ক) তারিখ: ১২ আগস্ট, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
আমেরিকায় হায়ারস্টাডির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ডিং। তবে দেখা গেছে অনেক চাইনিজ এবং ইন্ডিয়ান স্টুডেন্ট কোন রকম ফান্ড ছাড়াই পাড়ি জমাচ্ছেন এবং ঠিকই নিজের অবস্থান করে নিচ্ছেন। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা হাফ ফান্ডিং/ফান্ডিং নিয়ে পিছিয়ে থাকছে। ইতিমধ্যে অনেকেই আমেরিকায় হায়ারস্টাডি করার স্বপ্ন নিয়ে নিজেকে প্রস্তুত করছেন। শীঘ্রই জিআরই এবং আয়েল্টস/ টোফেল এক্সাম দিয়ে শুরু করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন পর্ব। তাই অনেকেরই এখন ভাবনা এক্সাম পর্ব শেষ করে ফান্ডেড অ্যাডমিশন ম্যানেজিং নিয়ে। ফান্ডিং ম্যানেজ করা পর্ব থেকে শুরু করে হায়ারস্টাডি শেষ করে আপনার অ্যাপ্রচ কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়েই খুঁটিনাটি আলোচনা নিয়েই Study in USA: Strategies to Enter, Survive and Thrive সেমিনারটি আয়োজন করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিয়াজ মোরশেদ পাটোয়ারী। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ মিনেসোটা-টুইন সিটিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। এর আগে সাউথ-ওয়েস্ট মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং বিএসসি করেছেন। সেমিনারে আলোচনা হয় আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস, ম্যানেজিং ফান্ড, পার্শিয়াল ফান্ডিং নিয়ে হায়ারস্টাডি বিষয়ের উপর। এছাড়াও কথা হয় প্রচলিত ফান্ডিং সোর্স আরএ/ টিএ ছাড়া বিকল্প ফান্ডিং ম্যানেজসহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে। সেমিনারে আরও ছিল প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি আগ্রহী সবার জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 11, 2016
Seminar on Undergrad in USA after HSC/ A-Level
ক) তারিখ: ১১ আগস্ট, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অপার সম্ভাবনার জায়গা আমেরিকা এবং কানাডা। বিশ্বের অন্যদেশের তুলনায় এখানে স্কলারশীপের সুযোগ অনেক বেশি। সাধারণত এইচএসসি/এ-লেভেলের পর পরই SAT নামক পরীক্ষা দিয়ে সহজেই এসব স্কলারশীপের সুযোগগুলো লুফে নেওয়া সম্ভব। প্রতি বছর চায়না এবং ভারতের অসংখ্যাক স্টুডেন্ট এই সুযোগগুলো আগেভাগে লুফে নিচ্ছে। তবে সঠিক গাইড-লাইন পেলে বাংলাদেশি স্টুডেন্টরা এই স্রোতে নিজেদের অনেক এগিয়ে নিতে পারে। এসব দিকগুলো বিবেচনায় নিয়েই বাংলাদেশি এইচএসি বা এ-লেভেল শেষ করা স্টুডেন্টদের সঠিক গাইড-লাইন নিয়ে Seminar on Undergrad in USA after HSC/ A-Level সেমিনার আয়োজন করে গ্রেক। ১১ আগস্ট বিকেলে গ্রেকের লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। যেখানে SAT পরীক্ষার প্রস্তুতি, আবেদনের সঠিক পদ্ধতি এবং ফান্ডিং পাবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের এসএটি ফ্যাকাল্টি ওয়াসিফ তালুকদার। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 09, 2016
Brief Strategies & Timeline of Higher Study in US/ Canada
ক) তারিখ: ০৯ আগস্ট, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীরা ফল’১৭ টার্গেট করে ইতিমধ্যে অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কেউবা জিআরই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। জিআরই পরীক্ষা দেয়ার পরপরই দৌড়ঝাপ শুরু করতে হয় ইউনিভার্সিটি খোঁজাখুজি, প্রফেরের সাথে ইমেইল চালাচালি, এসওপি (স্টেটমেন্ট অব পারপাস) তৈরি এবং এলওআর (লেটার অব রিকমেন্ডেশন) সংগ্রহ। তবে এই প্রসেসগুলো দ্রুততার সাথে শেষ করার থেকেও বেশি জরুরি হচ্ছে স্টাডির টাইমলাইন। অর্থাৎ, কোন সমেয়ে আপনি কোন কাজটি করবেন, কোন সময়ে আবেদনে করলে অ্যাডমিশন হবার সম্ভাবনা বেশি থাকবে-অন্যদের থেকে আপনি ফান্ডিং পাবার দৌড়ে এগিয়ে থাকবেন এবং এই হিসেবে প্রয়োরিটি লিস্টে আগে নিয়ে আসবেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অবগত থাকা। কারন স্ট্রাটেজি এবং টাইমলাইন। হায়ার স্টাডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়েই গ্রেকের লালমাটিয়া শাখায় ০৯ আগস্ট বিকেলে Brief Strategies & Timeline of Higher Study in US/ Canada শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। আমেরিকার আইভিলীগ খ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের লেকচারা এবং ফুল ব্রাইট স্কলার আফরোজা রুবি সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে বোনাস হিসেবে কানাডায় হায়ারস্টাডির স্টেপ নিয়ে বিশেষ আলোচনা হয়। সেমিনারে অংশ নেয় প্রায় অর্ধশতাধিকের বেশি হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টরা। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
August 06, 2016
Workshop on Verbal: Common Mistakes & Strategies
ক) তারিখ: ০৬ আগস্ট, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেকের লালমাটিয়া শাখায় গত ০৬ আগস্ট বিকেল ৪টায় জিআরই ভার্বাল সেকশনের উপর অনুষ্ঠিত হয়ে গেল Workshop on Verbal: Common Mistakes & Strategies শিরোনামে বিশেষায়িত একটি প্রশিক্ষণ ভিত্তিক সেমিনার। সেমিনারে আমেরিকায় হায়ারস্টাডি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জিআরই পরীক্ষার কঠিনতম সেকশন ভার্বালের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং সহজ ভুলগুলো নিয়ে আলোচনা করেন গ্রেক ফ্যাকাল্টি তাহমিনা আক্তার মিলি (জিআরই: ৩২৮, ভার্বাল: ১৬৫)। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় তাদের বিভিন্ন সমস্যা এবং প্রস্তুতির দিক নিয়ে সরাসরি আলোচনা করেন। সেমিনারে অংশ নেয় প্রায় অর্ধশতাধিকের বেশি হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টরা। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 29, 2016
Pathway to US Medical Licensing Exam (USMLE)
ক) তারিখ: ২৯ জুলাই, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক কর্পোরেট হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দেশে এমবিবিএস শেষ করে আমেরিকায় চিকিৎসক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে মেডিকেল স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট ডাক্তারদের। আমেরিকায় চিকিৎসক হতে হলে অংশ দিতে হয় USMLE নামের একটি পরীক্ষা। মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের জন্য আয়োজিত USMLE পরীক্ষা এবং আমেরিকায় চিকিৎসক হওয়ার দিক-নির্দেশনা নিয়ে গ্রেকের লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ‘Pathway to US Medical Licensing Exam (USMLE) with Dr. Md Rockyb Hasan’ নামের জমকালো এক সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন USMLE এক্সামের স্টেপ ১ এবং স্পেট ২ সিকে সফলভাবে কম্পিলিট করা ড. রকিব হাসান। বর্তমানে তিনি বাংলাদেশের একটি হাসপাতালে এসিস্টেন্ট সার্জন হিসেবে কর্মরত আছেন। সেমিনারে আলোচনা হয় USMLE পরীক্ষা কি, কতগুলো স্টেপ ও প্রস্তুতি নিয়ে। এছাড়াও USMLE পরীক্ষা বনাম বাংলাদেশের PG পরীক্ষার প্রস্তুতি এবং USMLE পরীক্ষা নিয়ে নিজের অভিজ্ঞতা, টিপস্। সেমিনারে আরও ছিল USMLE পরীক্ষা নিয়ে আরও খুঁটিনাটি আলোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে সরাসরি প্রশ্ন করে অংশগ্রহণকারীরা তাদের কাঙ্খিত উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের জন্য উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 23, 2016
Workshop on Mastering GRE Quant @GREC Science Lab
ক) তারিখ: ২৩ জুলাই, ২০১৬; বেলা ১১:৩০
খ) ভেন্যু: গ্রেক সায়েন্সল্যাব শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেকের সায়েন্সল্যাব শাখায় ২৩ জুলাই বেলা সাড়ে ১১টায় জিআরই কোয়ান্ট সেকশনের উপর অনুষ্ঠিত হয়ে গেল Workshop on Mastering GRE Quant শিরোনামে একটি তথ্যবহুল প্রশিক্ষণ ভিত্তিক সেমিনার। সেমিনারে আমেরিকায় হায়ারস্টাডি অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা জিআরই পরীক্ষার ম্যাথ সেকশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন জটিল ম্যাথ সহজ সমাধানের টেকনিক রপ্ত করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় তাদের বিভিন্ন সমস্যা এবং প্রস্তুতির দিক নিয়ে সরাসরি আলোচনা করেন। সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি মাহবুব আলম হিরা। সেমিনারে আসনসংখ্যার তুলনায় আগ্রহী স্টুডেন্টদের সংখ্যা অধিক হওয়ায় ২টি সেশনে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এসময় অংশ নেয় প্রায় অর্ধশতের বেশি শিক্ষার্থী। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
July 23, 2016
Self-Prep Workshop on IELTS @GREC Banani
ক) তারিখ: ১৫ জুলাই, ২০১৬; বিকেল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক বনানী শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
দ্রুততম সময়ের মধ্যে যারা আয়েল্টস পরীক্ষায় অংশ নিবেন এমন স্ট্যাডি অ্যাব্রড অ্যাসপিরান্ট স্টুডেন্টদের নিয়ে গ্রেক বনানী শাখায় অনুষ্ঠিত হয়ে গেল Self-Prep Workshop on IELTS শিরোনামে আরও একটি জমকালো সেমিনার। সেমিনার বক্তা হিসেবে ছিলেন কানাডার টরোন্টো ইউনিভার্সিটির স্টুডেন্ট আওসাফ আরেফিন সাকিফ। সেমিনারে অংশ নেয়া আগ্রহী শিক্ষার্থীরা আয়েল্টস পরীক্ষার জন্য প্রস্তুতি এবং ভালো স্কোর করার বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়। আয়েল্টস দিয়ে বিশ্বের যেসব দেশে বিশেষ করে কানাডায় ফান্ডেড অ্যাডমিশন ম্যানেজ করার বিভিন্ন তথ্যও নিয়ে বিভিন্ন তথ্য দেয়া হয় সেমিনারে। এসময় আয়েল্টস টেস্ট ও হায়ারস্টাডি নিয়ে খোলামেলা প্রশ্ন করে তার সঠিক উত্তর স্পিকারের কাছ থেকে জেনে নেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সেমিনারে অংশ নেন হায়ারস্টাডি অ্যাসপিরান্ট প্রায় ৫০ জন শিক্ষার্থী। এর আগে সেমিনারে অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করেন আগ্রহী শিক্ষার্থীরা। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের সেমিনারটি আগ্রহী সবার জন্যই উন্মুক্ত ছিল। তবে ধারন সংখ্যার তুলনায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা কয়েকগুণ হওয়ায় সেমিনারটি ফেসবুক লাইভের মাধ্যমে সকলের জন্য সরাসরি প্রচার করা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
June 17, 2016
Seminar on Funding Strategies for Life Science Students with US Prof. Ruhul Amin
ক) তারিখ: ১৭ জুন, ২০১৬; বেলা ৩:০০ টা
খ) ভেন্যু: গ্রেক হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
লাইফ সায়েন্স (বায়োলজি ও বায়ো কেমিস্ট্রি ইত্যাদি রিলেটেড সাবজেক্ট), মেডিক্যাল ও ফার্মেসি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের একটি কমন জিজ্ঞাসা থাকে রিলেটেড সাবজেক্টে ইউএস ইউনিভার্সিটিতে ফান্ডিং কেমন থাকে, কি কি বিষয়ের উপর ফোকাস করলে ফান্ডিং ম্যানেজ করা যায় এবং অ্যাডমিশন প্রসেস কেমন হয়? আমেরিকান প্রফেসরের কাছ থেকে এ সকল প্রশ্ন নিয়ে খোলামেলা আলোচনা করে জেনে নিতে গ্রেক কর্পোরেট হেডকোয়াটার (লালমাটিয়া) শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ‘Seminar on Funding Strategies for Life Science Students’ সেমিনার। এসময় সেমিনারে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতেরও বেশি শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েট। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন ক্যান্সার রিসার্চের জন্য বিশ্বখ্যাত Emory University ’র উইনসিপ ক্যান্সার ইন্সটিটিউট এর গবেষক এবং এসিস্টেন্ট প্রফেসর ড. এআরএম রুহুল আমিন। সেমিনারে আলোচনা হয় আমেরিকান ইউনিভার্সিটিতে ডিমান্ডেবল সাবজেক্টে ফান্ডিং ম্যানেজ করা, লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্টের স্টুডেন্টদের জন্য ফান্ডিংয়ের কী ফ্যাক্টর এবং এমোরি ইউনিভার্সিটিতে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভাবনা নিয়ে। এছাড়াও উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা ইউএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং ফ্যান্ডিং নিয়ে নানা প্রশ্ন করে উত্তর জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
June 10, 2016
Professor E-mailing, SOP & LOR writing and Admission Process
ক) তারিখ: ১০ জুন, ২০১৬; বেলা ৩:০০ টা
খ) ভেন্যু: গ্রেক হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন, সানরাইজ প্লাজা।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
জিআরই পরীক্ষা দিয়ে ফেলা মানেই হচ্ছে হায়ারস্টাডি যাত্রায় পরের স্টেজ এর আরম্ভ। শুরু করতে হয় ইউনিভার্সিটি সার্চিং, প্রফেসরের সাথে যোগাযোগ, এসওপি ও এলওআর তৈরি। অ্যাডমিশন প্রসেস শুরুর এই ধাপগুলো নিয়ে সবার কম বেশি জিজ্ঞাসা থাকে। উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসিসটেন্ট ’সুমিত শাহার’ সাথে প্রফেসর ইমেলিং কলাকৌশল, এসওপি-এলওআর এবং অ্যাডমিশন প্রসেস নিয়ে গ্রেকের কর্পোরেট হেডকোয়র্টার লালমাটিয়া শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ‘Seminar on Professor E-mailing, SOP & LOR writing and Admission Process’ শিরোনামে জমকালো এক সেমিনার। এসময় দেশের বাইরে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস, প্রফেসরদের সাথে ইমেইলিং, এসওপি এবং ওএলআর নিয়ে প্রেজেন্টেশন দেন সুমিত সাহা। সেমিনারে প্রেজেন্টেশন দেয়ার পাশাপাশি তিনি কথা বলেন নিজের অভিজ্ঞতা নিয়েও। সেমিনারে অংশ নেয় প্রায় শতাধিক দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থী। সেমিনারের শেষাংসে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করে তাদের কাঙ্খিত উত্তরগুলো জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
May 29, 2016
GRE: Key to funded admission in USA @CUET
ক) তারিখ: ০৫ জুন, ২০১৬; বেলা ৩:০০ টা
খ) ভেন্যু: সেন্ট্রাল অডিটোরিয়াম, চুয়েট, চট্টগ্রাম।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের উদ্যোগে চট্টগ্রাম বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো এক সেমিসনার। গত ৫ জুন, ২০১৬ বেলা ৩ টায় অনুষ্ঠিত হয় ‘GRE: Key to Funded Admission in USA’ সেমিনারটি। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব ডেলোয়ারের পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডিং পাওয়া শিক্ষার্থী এবং উইলো গ্লেনারের সহ-প্রতিষ্ঠাতা বিজন শাহরিয়ার এবং গ্রেকের ফ্যাকাল্টি অনিমেষ দে। এসময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর ড. মো: জাহাঙ্গীর আলম। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এসময় প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
May 29, 2016
GRE: Key to funded admission in USA @GREC CTG
ক) তারিখ: ২৯ মে, ২০১৬; বেলা ৩:০০ টা
খ) ভেন্যু: Hall Room, Dept. of Pharmacy, International Islamic University Chittagong (IIUC).
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও দেশটিতে রয়েছে ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেক এর পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর ফামার্সি বিভাগে আয়োজিত জিআরই এবং ফান্ডিং নিয়ে ইউএসএ তে উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় ২শতাধিকেরও অধিক শিক্ষার্থী। সেমিনারে জিআরই সম্পর্কে ধারনা দেন গ্রেকের ফ্যাকাল্টি শহিদুল ইসলাম এবং অনিমেষ দে। সেমিনারের শেষ ভাগে প্রশ্ন উত্তর পর্বে আমেরিকা থেকে অংশ নেন গ্রেকের প্রধান নির্বাহী (সিইও) মামুন রশিদ। এসময় প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা জেনে নেয়। সেমিনারে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফার্মাসি বিভাগের প্রধান মাসুদুর রহমান মামুন, সহযোগী অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
May 21, 2016
Self-Prep Workshop on IELTS @GREC Science Lab
ক) তারিখ: ২১ মে, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক সায়েন্সল্যাব শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে শিক্ষা গ্রহণের লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস টেস্ট জরুরি। স্বপ্ন দেশের বাইরে শিক্ষাগ্রহণ আর তাই প্রয়োজন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েনশি টেস্ট আয়েল্টস পরীক্ষার স্কোর। এই পরীক্ষাকে সামনে রেখে যাতে শিক্ষার্থীরা নিজেই নিজেকে প্রস্তুত করতে পারে এ নিয়ে গ্রেকের সায়েন্সল্যাব শাখায় ২১ মে, ২০১৬ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়ে গেল এক কর্মশালা। কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন রেজওয়ান আহমেদ ফাহিম। তিনি শুরুতেই স্টুডেন্টদের আয়েল্টস টেস্টের আদি-অন্ত উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং প্রস্তুতির বিভিন্ন টিপস্ ও স্ট্রাটিজি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা টোফেল এবং আয়েল্টস এর মধ্যে পার্থক্য, কোনটি সহজ, কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটি দেয়া উচিত এবং আয়েল্টস টেস্ট দিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ফান্ডিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের উত্তর জেনে নেয়। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
May 03, 2016
Interactive Seminar on ‘GRE: Key to Funded Admission in USA’
ক) তারিখ: ০৩ মে, ২০১৬; বিকাল ১১:০০ টা
খ) ভেন্যু: রসায়ন বিভাগীয় অডিটরিয়াম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
গ্রেকের পৃষ্ঠপোষকতায় এবং রসায়ন সংসদ ক্লাবের আয়োজনে আজ ০৩মে, ২০১৬ বেলা ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলে GRE: Key to Funded Admission in USA শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সরব হয়ে উঠে রসায়ন বিভাগে অনুষ্ঠিত সেমিনার প্রাঙ্গন। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি তাহমিনা আক্তার মিলি, মেহেদী রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আমেরিকার সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া সাজ্জাদুর রহমান। এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ইউএস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আনিসুর রহমান এবং রেজাউল হক নাঈম সরাসরি স্কাইপে যোগ দেন। সেমিনারের শুরুতেই উচ্চশিক্ষা গ্রহণ এবং জিআরই এর প্রাথমিক ধারনা নিয়ে প্রেজেন্টেশন দেন গ্রেকের দুই ফ্যাকাল্টি মিলি এবং মেহেদী। পরবর্তী প্রশ্নউত্তর পর্ব এবং নিজেদের হায়ারস্টাডি জার্নির অভিজ্ঞা শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ, আনিস এবং নাইম। এসময় সেমিনারে আগত শিক্ষার্থীরা প্রশ্ন করে তাদের উচ্চশিক্ষা গ্রহণে যেসকল প্রশ্ন ছিল তা জেনে নেয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
April 29, 2016
Quant 170 Chasers’ Summit 2016 (Season 2)
ক) তারিখ: ২৯ এপ্রিল, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: সানরাইজ প্লাজা, গ্রেক হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
জিআরই পরীক্ষার কোয়ান্টেটিভ বা কোয়ান্ট সেকশনে যারা ১৭০ নাম্বার পেতে চান, এমন পিয়াসু শিক্ষার্থীদের নিয়ে ২য় বারের মতো গ্রেকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল Quant 170 Chasers’ Summit 2016 (Season 2) শিরোনামে এক সেমিনার। প্রায় অর্ধশতেরও বেশি আগ্রহী শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সেমিনারে আলোচনা হয় বিভিন্ন জিআরই পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ অংক নিয়ে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি তাজিয়া রহমান খুশবু এবং সানোয়ার হোসাইন শামীম। এসময় তিনটি পৃথক সেশনে সাজানো সেমিনারের ১ম অংশে কোয়ান্ট সেকশন সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারনা দিতে আলোচনা করেন গ্রেকের ফ্যাকাল্টি তাজিয়া। এরপর তিনি জিআরই পরীক্ষায় আসার মতো এমন বিভিন্ন কঠিন এবং দুর্বোধ্য গুরুত্বপূর্ণ ৪০টি ম্যাথ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সমাধান করেন। এসময় শিক্ষার্থীরা প্রশ্ন করে কঠিন এই ম্যাথগুলো শিখে নেয়। তবে সেমিনারের মূল আকর্ষন ছিল ১০০০ ম্যাথ জেমস বইয়ের বিভিন্ন অংক নিয়ে করা সেশন। এই সেশনে গ্রেক ফ্যাকাল্টি সানোয়ার নানা সময়ে বইটির যেসকল অংক নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো সরাসরি সমাধান করেন এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করে দেন। পরবর্তীতে তিনি কোয়ান্ট সেকশনে সর্বোচ্চ নাম্বার পেতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। বিনামূল্যের এই সেমিনারটি সবার জন্যই উন্মুক্ত ছিল। তবে আসন সংখ্যার তুলনায় রেজিস্ট্রেশনকারীদের সংখ্যা দ্বিগুনের বেশি হওয়ায় লটারীর মাধ্যমে নির্বাচিতদের সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
April 22, 2016
Self-Prep Workshop on IELTS
ক) তারিখ: ২২ এপ্রিল, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: সানরাইজ প্লাজা, গ্রেক হেডকোয়ার্টার (লালমাটিয়া) প্রাঙ্গন
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে উচ্চশিক্ষার লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস জরুরি। অনেক শিক্ষার্থী আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইনের অভাবে আয়েল্টসের দিকে ভীতি কাজ করে। এ ধরণের ভয় জয় করে আয়েল্টেস টেস্ট সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে গ্রেক আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশগ্রহণ করে রাজধানী এবং এর বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীরা। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি নাফিসা নাওয়াল এবং গ্রেকের ইংলিশ ট্রেইনার কৌশিক ভৌমিক। যেখানে আলোচনা হয় আয়েল্টস টেস্টের প্রয়োজনীয়তা, প্রশ্নের ধরণসহ সফলতার বিভিন্ন দিক নিয়ে। তবে কর্মশালার মূল আকর্ষন হয়ে উঠে সবশেষের প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে আগ্রহী শিক্ষার্থীরা আলোচকদের সামনে নিজেদের বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন তুলে ধরেন এবং উত্তর জেনে নেন। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
April 5, 2016
‘GRE: Key to Funded Admission in USA’ – Chittagong
ক) তারিখ: ৫ এপ্রিল, ২০১৬; ১ম সেশন বেলা ১১:০০ টা এবং ২য় সেশন বিকেল ৫:০০ টা
খ) ভেন্যু: গ্রেক প্রাঙ্গন, চকবাজার, চট্টগ্রাম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো এক সেমিসনার। গত ৫ এপ্রিল, ২০১৬ (মঙ্গলবার) বেলা ১১ টা এবং বিকেল ৫টায় দুটি সেশনে অনুষ্ঠিত হয় ‘GRE: Key to Funded Admission in USA’ সেমিনারটি। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি সাকিব হাসান এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন গ্রেকের চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক আবুল বাশার। সেমিনারের ১ম অংশে জিআরই সম্পর্কে ধারনা, আমেরিকায় হায়ারস্টাডির ধাপ এবং জিআরই পরীক্ষার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেন সাকিব হাসান। এরপরের অংশে আবুল বাশার জিআরই পরীক্ষার খুঁটিনাটি বিষয়ের উপর আলোকপাত করে শিক্ষার্থীদের ভাল স্কোর করতে সহায়ক হবে এমন বিভিন্ন টিপস নিয়ে কথা বলেন। পরবর্তীতে প্রশ্ন-উত্তর সেশনে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে বক্তাদের কাছ থেকে জিআরই সম্পর্কে নিজেদের ধারনা স্পষ্ট করে নেন। দুটি সেশনেই প্রায় দেড় শতাধিকেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে বিনামূল্যের এই সেমিনারে। উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেকের উপ- ব্যবস্থাপনা পরিচালক বিলকিস জাহান, সোস্যাল নেটওয়ার্কিং ম্যানেজার আরিফুর রহমান, গ্রেক চট্টগ্রাম ফ্যাকাল্টি অনিমেষ দে এবং শহিদুল ইসলামসহ আরও অনেকে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
March 20, 2016
GRE: Key to Funded Admission in USA
ক) তারিখ: ২০ মার্চ, ২০১৬; বেলা ১১:০০ টা
খ) ভেন্যু: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যও দেশটিতে রয়েছে ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্লাব ডি ওয়েট প্রসেসিং এর আয়োজিত জিআরই এবং ফান্ডিং নিয়ে ইউএসএ তে উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির প্রায় ৩শতাধিকেরও অধিক শিক্ষার্থী। সেমিনারে জিআরই সম্পর্কে ধারনা দিতে প্রথমেই প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রেকের ফ্যাকাল্টি গালিব শাহরিয়ার। এরপর সেমিনারের দ্বিতীয় ভাগে স্কাইপে ছিলেন আমেরিকার ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসিসমেন্ট এবং প্রাক্তন গ্রেক ফ্যাকাল্টি শরিফ পাটোয়ারী। যেখানে আলোচনা হয় প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা, ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য সহ সম্পর্কীত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
March 11, 2016
Self-Prep Workshop on IELTS
ক) তারিখ: ১১ মার্চ, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: সানরাইজ প্লাজা, গ্রেক প্রাঙ্গন
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এমনকি বিশ্বের ইংরেজি ভাষাভাষি যে কোন দেশে উচ্চশিক্ষার লক্ষ্যে গমনের জন্য আয়েল্টস জরুরি। অনেক শিক্ষার্থী আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইনের অভাবে আয়েল্টসের দিকে ভীতি কাজ করে। এ ধরণের ভয় জয় করে আয়েল্টেস টেস্ট সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে গ্রেক আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশগ্রহণ করে রাজধানী এবং এর বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২শ’রও বেশি গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীরা। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি রফিকুস সালেহিন এবং নাজমুস সাকিব (রাতুল)। যেখানে আলোচনা হয় আয়েল্টস টেস্টের প্রয়োজনীয়তা, প্রশ্নের ধরণসহ সফলতার বিভিন্ন দিক নিয়ে। তবে কর্মশালার মূল আকর্ষন হয়ে উঠে সবশেষের প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে আগ্রহী শিক্ষার্থীরা আলোচকদের সামনে নিজেদের বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন করে তা নিয়ে বিশদ আলোচনা করেন। গ্রেকের আয়োজিত এই বিনামূল্যের কর্মশালাটি সবার জন্যই উন্মুক্ত ছিল।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
February 25, 2016
Seminar on Pathway to Canadian Registered Pharmacists
ক) তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক সায়েন্সল্যাব ব্রাঞ্চ
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশী ফার্মাসিস্টদের জন্যও আছে কানাডায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার সুবর্ণ সুযোগ। এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেকের আয়োজিত কানাডায় রেজিস্ট্রার্ড ফামাসিস্ট হওয়ার দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রেকের সায়েন্সল্যাব শাখায় অনুষ্ঠিত হয় সেমিনারটি। যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামার্সি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন শেষে বর্তমানে কানাডায় রেজিস্টার্ড ফামাসিস্ট হিসেবে কর্মরত ফেরদৌস আমিন মেহেদী। গ্র্যাজুয়েশন শেষ করে কানাডায় কিভাবে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়া যায় তার সঠিক গাইড-লাইন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ারিংয়ে জমে উঠে সেমিনার হল। আসন সংখ্যার তুলনায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সেমিনারটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। যেখানে তারা সরাসরি প্রশ্ন করে বক্তার সাথে তাদের লক্ষ্য পূরণের খুঁটিনাটি বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
February 22, 2016
Seminar on Skill Development and Career Path for CSE Graduates
ক) তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
সিএসই গ্র্যাজুয়েটদের জন্য স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা মূলক এক প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের পৃ্ষ্ঠপোষকতায় গত ২২ ফেব্রুয়ারি, ২০১৬ (সোমবার) রাজধানীর পলাশীর মোড়ে অবস্থিত ফ্রেপড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনারটি। যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান নেলসনের জেষ্ঠ্য ওয়েব ডেভেলপার ঝংকার মাহবুব। তিনি সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের সামনে সিএসই নিয়ে বিশ্বের সেরা প্রতিষ্ঠান, নিজের পছন্দের জব ও ক্যারিয়ার গঠনে সহায়ক এমন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন। সিএসই গ্র্যাজুয়েট ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীরাও সেমিনারে উপস্থিত ছিল। এসময় সেমিনারে শিক্ষার্থীরা বিশ্বের সেরা প্রযুৃক্তি প্রতিষ্ঠানে তাদের স্বপ্নের জব, নিজেদের প্রেজেনটেশন স্কিল এবং উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনা এবং চাকরির ক্ষেত্র সম্পর্কে সরাসরি প্রশ্ন করে খোলাখুলি আলোচনা করে।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
February 15, 2016
Interactive Seminar on Vision USA- Misson Funded Admission at Jahir Rayhan Auditorium, JU
ক) তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০১৬; দুপুর ২.০০ টা।
খ) ভেন্যু: Jahir Rayhan Auditorium, Jahangirnagar University (JU)
গ) ফেইসবুক ইভেন্টের লিংক:
ঘ) সেমিনার সংবাদঃ
বাংলাদেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের পৃ্ষ্ঠপোষকতায় ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে সেমিনারটি শুরু হয় দুপুর ২টায়। যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিআরই পরীক্ষায় ৩২৮ স্কোর অর্জন করা গ্রেকের মেধাবী শিক্ষার্থী তাহমিনা আক্তার মিলি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সানোয়ার হোসাইন শামীম, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট। এসময় বক্তারা জানান উচ্চশিক্ষা নিয়ে তাদের ভাবনা, অভিজ্ঞতা এবং সম্ভাবনার কথা। এসময় সেমিনারে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 19, 2016
Seminar on Higher Studies at the Asia Pacific University Campus
ক) তারিখ: ১৯ জানুয়ারি, ২০১৬; বিকাল ৫.০০ টা।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: Pharmacy Dept., Asia Pacific University
গ) ফেইসবুক ইভেন্টের লিংক:
ঘ) সেমিনার সংবাদঃ
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এবং গ্রেকের যৌথ উদ্যোগে গত ১৯ জানুয়ারি আয়োজিত হয়ে গেল বিদেশে উচ্চশিক্ষার উপর একটি সেমিনার। সেমিনারে প্রধান বক্তা ছিলেন Miami University তে কর্মরত জনাব তানবির আহমেদ এবং জিআরইসির ফ্যাকাল্টি মাহবুব আলম হীরা। সেমিনারের শেষ আকর্ষন হিসেবে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা তাদের খুঁটিনাটি জিজ্ঞাসা এবং দিক নির্দেশনা বিষয়ে সরাসরি বক্তাদের প্রশ্ন করার সুযোগ পান।
গ্রেকের সহযোগীতায় ওই সেমিনারে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
January 12, 2016
GREC’s Adda with Guest from USA for Mechanical Engg Students
ক) তারিখ: ১২ জানুয়ারি, ২০১৬; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: গ্রেক বনানী শাখা
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার(আড্ডার) সংবাদঃ
উচ্চ শিক্ষার ব্যাপারে বাংলাদেশে গ্রাজুয়েটদের কথা মাথায় রেখে ২০০৮ সাল থেকেই নিয়মিতভাবে তথ্যবহুল সেমিনার/আড্ডা আয়োজন করে আসছে গ্রেক। এরই ধারাবাহিকতায় Mechanical Engineering দের জন্য গ্রেকের বনানী শাখায় আয়োজন করা হয়েছিল একটি আড্ডার। এবারের মেকানিকাল আড্ডায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে ঘুরতে আসা ইউনিভার্সিটি অফ অ্যাক্রন এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট মিতুল এম আইচ খান। সরাসরি প্রশ্ন করে বক্তা/অতিথির কাছ থেকে মেকানিকাল বিষয় সম্পর্কিত হালচাল, আমেরিকায় মেকানিকাল ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিশন, ফান্ডিং পাওয়া সুযোগ, উপায়, গ্রাজুয়েশনের পরে চাকরির বাজারে সুযোগ সুবিধা সম্পর্কিত প্রভৃতি বিষয় খোলাখুলি আলোচনার সুযোগ ছিল এই আড্ডায়।
ঙ) আড্ডার ইভেন্ট পেইজঃ Click Here
January 01, 2016
Seminar on Funded US Admission for Business Graduates
ক) তারিখ: ০১ জানুয়ারি, ২০১৬; বিকাল ৩:০০ টা।
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে পলাশীর মোড়ে সামসউল হক (ফ্রেপড) অডিটরিয়ামে হয়ে গেলো শীতকালীন সিরিজ সেমিনারের সর্বশেষ সেমিনারটি “Seminar on Funded US Admission for business graduates“। Business background এর শিক্ষার্থীদের জন্য কোনটি করা উচিত, জিআরই নাকি জিম্যাট, বাংলাদেশী শিক্ষার্থীদের আমেরিকায় এই বিষয়ে পড়াশুনার খরচ, সুযোগ-সুবিধা কেমন, কাজের ক্ষেত্র কেমন এইসব বিষয়ে বিস্তারিত আলোচনাই মূলত এই সেমিনারের লক্ষ ছিল। সেমিনারের শুরুতে মঞ্চে আসেন গ্রেকের ফ্যাকাল্টি মাহবুব আলম হীরা। তিনি আগতদের সামনে জিআরই সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। দ্বিতীয় পর্বে দর্শকদের সামনে আসেন গ্রেকের আরেকজন ফ্যাকাল্টি সোহাগ মুন্না। তৃতীয় সেশনে দেশের বাইরে থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যোগদান করেন গ্রেকের প্রাক্তন ফ্যাকাল্টি, বর্তমানে Baruch College, City University of New York তে অধ্যয়নরত শহিদুল মিহাল আহসান। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি আমেরিকায় ব্যবসায় শিক্ষা পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বরাবরের মতোই সেমিনারটি ছিলো সকলের জন্য উন্মুক্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 25, 2015
Seminar on Pharmaceutical and Life Science
ক) তারিখ: ২৫ ডিসেম্বর, ২০১৫; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে পলাশীর মোড়ে সামসউল হক (ফ্রেপড) অডিটরিয়ামে হয়ে গেলো “Seminar on Pharmaceutical and Life Science” শীর্ষক বিষয়ভিত্তিক সেমিনার। আমেরিকাতে যারা ফার্মাসিস্ট হিসেবে কাজ বা গবেষণা করার স্বপ্ন দেখেন Pharmacy, Pharmaceutical Science, Life Science & Practice নিয়ে তাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে, সেসব প্রশ্নের সমাধান খোঁজাই মূলত এই সেমিনারের লক্ষ ছিল। মোট চারটি সেশনে সাজানো এই সেমিনারের শুরুতে মঞ্চে আসেন University of Louisiana at Monroe থেকে পিএইচডি সম্পন্ন করা ডঃ সালমান হোসেন। তিনি আগতদের সামনে Pharmaceuticals সম্পর্কিত দরকারি তথ্য উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে গ্রেকের সিইও ডঃ; মামুন রশীদের একটি ভিডিও সেশন থাকে। পাঁচ মিনিটের একটি ক্লিপে তিনি Appalachian College of Pharmacy এর ডীনের একটি সাক্ষাৎকার নেন, সেখানে ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের ভর্তি এবং সুযোগ সুবিধা নিয়ে তারা কথা বলেন। তৃতীয় সেশনে দেশের বাইরে থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যোগদান করেন গ্রেকের প্রাক্তন ফ্যাকাল্টি, বর্তমানে Arkansas State University তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রবিউল ইসলাম ভূঁইয়া। তিনি অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি উপস্থিত দর্শকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। চতুর্থ এবং সর্বশেষ সেশনে মঞ্চে আসেন Louisiana State University তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ফরহাদ হোসেন মাসুম। তিনি লাইফ সাইন্স এবং হায়ার স্টাডি নিয়ে বক্তব্য রাখেন। বরাবরের মতোই সেমিনারটি ছিলো সকলের জন্য উন্মুক্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
December 18, 2015
Seminar on Verbal Reasoning and Scopes of Humanities Studies in the US
ক) তারিখ: ১৮ ডিসেম্বর, ২০১৫; বিকাল ৩:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে পুরো ডিসেম্বর জুড়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আমেরিকায় উচ্চ শিক্ষাবিষয়ক শীতকালীন সিরিজ সেমিনার। তারই ধারাবাহিকতায় পলাশীর মোড়ে সামসউল হক (ফ্রেপড) অডিটরিয়ামে হয়ে গেলো “Seminar on Verbal Reasoning and Scopes of Humanities Studies in the US” শীর্ষক সেমিনার। বাংলাদেশি গ্রাজুয়েটদের জন্য আমেরিকায় উচ্চ শিক্ষা অজর্নের পথকে সুগম করে দিতেই গ্রেকের হিতৈষী কাজের অংশ হিসেবে এই সেমিনার গুলো আয়োজিত হচ্ছে। Verbal reasoning এ বেশী স্কোর করা এবং পাশাপাশি মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের আমেরিকায় কি ধরণের সুযোগ সুবিধা আছে সেসব বিস্তারিত আলোচনাই ছিল সেমিনারের মূল লক্ষ। চারটি সেশনে সাজানো এই সেমিনারের শুরুতে মঞ্চে আসেন গ্রেকের প্রাক্তন শিক্ষার্থী, জিআরই তে ৩২৮ প্রাপ্ত তাহমিনা আক্তার মিলি। তিনি তার প্রাঞ্জল উপস্থিতি আর ভারবাল সেকশানের বিশদ আলোচনা করে আগত শিক্ষার্থীদের মুগ্ধ করে রাখেন। দ্বিতীয় পর্বটি সবার জন্যই ছিল খুব উপভোগ্য এবং তথ্যবহুল। এই পর্বে সবার সাথে সুদূর আমেরিকা থেকে স্কাইপের মাধ্যমে সরাসরি যোগ দেন গ্রেকের CEO, বাংলাদেশে জিআরইর প্রসারের অন্যতম অগ্রদুত ড. মামুন রশীদ। আমেরিকান সময়ে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত পৌনে এক ঘন্টার বক্তব্যে রাইটিং সেকশনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। সেই সাথে প্রশ্নোত্তর পর্বও ছিল আনন্দমুখর। তৃতীয় সেশনটি থাকে জিআরইতে ৩৩২ প্রাপ্ত আরিফ শাহরিয়ারের সাথে প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত শিক্ষার্থীরা সরাসরি তার কাছ থেকে নিজেদের সব প্রশ্নের উত্তর জেনে নেয়ার সুযোগ পায়। সেমিনারটি ছিলো সকলের জন্য উন্মুক্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
December 11, 2015
Seminar on SOP Writing and University Searching Procedure
ক) তারিখ: ১১ ডিসেম্বর, ২০১৫; বিকাল ৩:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে ‘SOP Writing and University Searching’ শীর্ষক আমেরিকায় উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পলাশীর মোড়ে সামসউল হক (ফ্রেপড) অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। Statement of Purpose (SOP) লেখা এবং আমেরিকায় বিশ্ববিদ্যালয় খোঁজা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, সেসব প্রশ্নের সমাধান খোঁজাই মূলত এই সেমিনারের লক্ষ ছিল। ছয়টি সেশনে সাজানো এই সেমিনারের শুরুতে মঞ্চে আসেন ইউনিভার্সিটি অফ মন্টানার রিসার্চ অ্যাসিস্টেন্ট এ. এস.এম ফখরুল ইসলাম। তিনি আগতদের সামনে University Searching সম্পর্কিত দরকারি তথ্য উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে SOP লেখার বিভিন্ন দিক তুলে ধরেন গ্রেক এর ফ্যাকাল্টি জাহিদুল ইসলাম। তৃতীয় সেশনে সবার জন্য কিছুটা চমক রাখা হয়। এই সেশনে দেশের বাইরে থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যোগদান করেন জিআরই বিষয়ক পরিচিত মুখ সাইফুল ইসলাম রনি। আগত শিক্ষার্থীদের উৎসাহ এবং আগ্রহ কয়েক গুণ বর্ধিত করতে তিনি জিআরইর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর আবার তার SOP বিষয়ক বক্তব্যের শেষ অংশ নিয়ে মঞ্চে আসেন জাহিদুল ইসলাম। তারপর সর্বশেষ একটি স্কাইপ সেশন থাকে। যেখানে অংশ নেন গ্রেক এর প্রাক্তন ফ্যাকাল্টি, বর্তমানে ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শরীফ পাটোয়ারী। সর্বশেষ সেশনে শিক্ষার্থীদের জন্য রাখা হয়প্রশ্ন-উত্তর পর্ব। নিজের সব জিজ্ঞাসা সরাসরি তুলে ধরার সুযোগ পাওয়ায় আগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়। বরাবরের মতোই সেমিনারটি ছিলো সকলের জন্য উন্মুক্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
December 04, 2015
Seminar on Higher Study in USA
ক) তারিখ: ০৪ ডিসেম্বর, ২০১৫; দুপুর ৩:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে ফ্রেপড অডিটরিয়ামে হয়ে গেলো উচ্চশিক্ষা বিষয়ক তথ্যবহুল জিআরই সেমিনার। বাংলাদেশী শিক্ষার্থীরমধ্যে উচ্চ শিক্ষার ধারণাকে ছড়িয়ে দিতে সেমিনারে আমেরিকায় উচ্চ শিক্ষা অর্জনের জন্য করণীয়, দরকারি প্রস্তুতি, জিআরই ও টোফেলপ্রস্তুতি, টাইমলাইন এবং স্কলারশীপের মতো প্রয়োজনীয় বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। পাঁচটি সেশনে সাজানো এই সেমিনারের শুরুতেই উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয় আলোচনায় নিয়ে আসেন গ্রেকের ফ্যাকাল্টি শরীফুল ইসলাম বাপ্পি। জিআরই’র খুঁটিনাটি তথ্য নিয়ে এর পর পরই দ্বিতীয় সেশনে আলোচনা করেন গ্রেকের আরেক ফ্যাকাল্টি রফিউল হোসেন শিহাব। তৃতীয় সেশনে সবার জন্য কিছুটা চমক রাখা হয়। এই সেশনে দেশের বাইরে থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যোগদান করেন জিআরই বিষয়ক পরিচিত মুখ সাইফুল ইসলাম রনি। আগত শিক্ষার্থীদের উৎসাহ এবং আগ্রহ কয়েক গুণ বিবর্ধিত করতে তিনি জিআরই’র প্রয়োজনীয়তা তুলে ধরেন। টোফেল এবং আয়েল্টস, উচ্চ শিক্ষায় দরকারি এই দুই ধরণের ভাষাগত পরীক্ষা সম্পর্কে ধারণা দিতে চতুর্থ সেশনে আলোচনা করেন গ্রেক ফ্যাকাল্টি নাজমুস সাকিব রাতুল। সবশেষ সেশনে শিক্ষার্থীদের জন্য রাখা হয় প্রশ্ন-উত্তর পর্ব।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: অপেক্ষমান।
November 20, 2015
Seminar on Higher Studies at SUST Campus
ক) তারিখ: ২০ নভেম্বর, ২০১৫; দুপুর ২.৪৫ টা।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: GDN, SUST; ভেন্যু: সেন্ট্রাল অডিটোরিয়াম, SUST
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click Here
ঘ) সেমিনার সংবাদঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ক্লাব এবং গ্রেকের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষার উপর একটি সেমিনার হয়ে গেল ২০ নভেম্বর শুক্রবার। সেমিনার হওয়ার ঘোষণা আসার পর থেকেই সেমিনারটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ লক্ষ করা যায়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন জিআরইসি বাংলাদেশের ফ্যাকাল্টি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং জিআরইসি বাংলাদেশের লালমাটিয়া শাখার co-ordinator আমিনুর রহমান। জিআরই বিষয়ক বিভিন্ন আলোচনা,Verbal, Quantitative আর Analytical এই তিনটি অংশের প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রভৃতি আলোচনায় মুখর ছিল সেমিনারটি। সেমিনারের শেষ আকর্ষন হিসেবে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা তাদের খুঁটিনাটি জিজ্ঞাসা এবং দিক নির্দেশনা বিষয়ে সরাসরি গ্রেকের বক্তাদের প্রশ্ন করার সুযোগ পান।
গ্রেকের সহযোগীতায় ওই সেমিনারে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ:
November 05, 2015
Seminar on Higher Studies at the East West University Campus
ক) তারিখ: ৫ নভেম্বর, ২০১৫; বিকাল ৫.০০ টা।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: EWU Science Club; ভেন্যু: EWU অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক:
ঘ) সেমিনার সংবাদঃ
ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাইন্স ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষার উপর একটি সেমিনার হয়ে গেল ৫ জুন বৃহস্পতিবার। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার, জিআরইসি বাংলাদেশের ফ্যাকাল্টি সোমেন কুমার মিস্ত্রি এবং জিআরইসি বাংলাদেশের ফ্যাকাল্টি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। সেমিনারের শেষ আকর্ষন হিসেবে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা তাদের খুঁটিনাটি জিজ্ঞাসা এবং দিক নির্দেশনা বিষয়ে সরাসরি গ্রেকের ফ্যাকাল্টিদের প্রশ্ন করার সুযোগ পান। গ্রেকের সহযোগীতায় ওই সেমিনারে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ:
October 30, 2015
Math 170 Chasers Summit
ক) তারিখ: ৩০ অক্টোবর, ২০১৫; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে ফ্রেপড অডিটরিয়ামে হয়ে গেলো প্রথম জাতীয় জিআরই ম্যাথ সম্মেলন “জিআরই কোয়ান্ট ১৭০ চেজাস সামিট ২০১৫”। জিআরই’র ম্যাথ সেকশনে কিভাবে সর্বোচ্চ স্কোর ১৭০ পাওয়া সম্ভব সবার মাঝে সে ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ সম্মেলন। প্রাথমিকভাবে অনলাইন রেজিস্ট্রেশনের আহ্বান করা হলে ব্যাপকভাবে সাড়া পড়ে শিক্ষার্থীদের মধ্যে। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীরাই এই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পান। নুষ্ঠানের প্রধান আকর্ষক হিসেবে ছিলেন জিআরই ম্যাথ সেকশনে দেশের সর্বোচ্চ স্কোরধারী চারজন বক্তা। তারা শিক্ষার্থীদের মাঝে নিজেদের অভিজ্ঞতা এবং প্রস্তুতির পর্ব শেয়ার করার পাশপাশি জিআরই’র জন্য দরকারি ম্যাথ অংশগুলোর উপর বিশেষ টিপস নিয়ে আলোচনা করেন। সম্মেলনের শেষ ভাগে সর্বোচ্চ স্কোর পাওয়ার লক্ষ্যে গ্রেক বিডি’র পক্ষ থেকে “১০০০ ম্যাথ জেমস” নামের একটি বই উন্মোচন করা হয়। শিক্ষার্থীদের জন্য রাখা হয় প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা। নিজের সব জিজ্ঞাসা সরাসরি তুলে ধরার সুযোগ পাবায় আগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
August 22, 2015
Seminar on Higher Study in USA and Application Procedure
ক) তারিখ: ২২ আগস্ট, ২০১৫; বিকাল ৪:০০ টা
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
USA তে উচ্চ শিক্ষার দরকারি তথ্য এবং প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়া ও প্রফেসরের সাথে যোগাযোগের কৌশল, আবেদনের আগে এবং পরে করণীয় এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রেকের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে ফ্রেপড অডিটরিয়ামে হয়ে গেলো তথ্যবহুল জিআরই সেমিনার। জিআরই এবং জিআরই প্রস্তুতি সম্পর্কিত বিষয়াবলী ছাড়াও আমেরিকায় উচ্চ শিক্ষায় সঠিক পথ খুঁজে পাবার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন গ্রেকের ফ্যাকাল্টি সাইফুল ইসলাম (রনি), মনিরুজ্জামান মনির এবং আরাফাত রহমান। জিআরই নিয়ে আয়োজিত এই ওয়ার্কশপে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। সেমিনার শেষ ভাগে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: অপেক্ষমান।
June 25, 2015
Workshop on GRE and Funded Admission in USA
ক) তারিখ: ২৫ জুন, ২০১৫; সকাল ১১:০০ টা।
খ) ভেন্যু: ফ্রেপড অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
গ্রেকের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে ফ্রেপড অডিটরিয়ামে হয়ে গেলো তথ্যবহুল জিআরই ওয়ার্কশপ। জিআরই এবং জিআরই প্রস্তুতি সম্পর্কিত বিষয়াবলী ছাড়াও আমেরিকায় উচ্চ শিক্ষায় সঠিক পথ খুঁজে পাবার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন গ্রেকের ফ্যাকাল্টি সাইফুল ইসলাম (রনি)। জিআরই নিয়ে আয়োজিত এই ওয়ার্কশপে দু’শতাধিক শিক্ষার্থী অংগ্রহণ করে। ওয়ার্কশপের শেষ ভাগে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়। নিজের সব জিজ্ঞাসা সরাসরি তুলে ধরার সুযোগ পাবায় আগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: অপেক্ষমান।
June 04, 2015
HSA Seminar in Rajshahi University of Engineering Technology
ক) তারিখ: ৪ জুন, ২০১৫; বিকাল ৩:৩০ টা।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: RUET ক্যারিয়ার ক্লাব, RUET; ভেন্যু: RUET অডিটরিয়াম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন রুয়েট ক্যারিয়ার ফোরামের (আরসিএফ) উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষার উপর একটি সেমিনার হয়ে গেল ৪ জুন বৃহস্পতিবার। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইউডার লেকচারার সাইফুল রনি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল অ্যান্ড রিসার্চের প্রভাষক শরিফ উল্লাহ পাটোয়ারী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যান পরিচালক সিদ্ধার্থ শঙ্কর সাহা। অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ জাতীয় সেমিনার বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বেশ সহায়ক। আশা করি এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা ভাল দিক নির্দেশনা পাবে।
গ্রেকের সহযোগীতায় ওই সেমিনারে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ:
May 09, 2015
HSA Seminar in Khulna University of Engineering Technology
ক) তারিখ: ৯ মে, ২০১৫; বিকাল ৩:০০ টা।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, KUET; ভেন্যু: EEE সেমিনার রুম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ শিল্প নগরী খুলনার KUET তড়িৎ প্রকৌশল বিভাগের হলরুমে শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো উচ্চ শিক্ষা বিষয়ক এক জঁমকালো সেমিনার। তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্দ্যেগে আয়োজিত এই সেমিনারের পৃষ্ঠপোষকতায় ছিলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে হিতৈষী প্রতিষ্ঠান গ্রেক। সেমিনারের মূল আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি সাইফুল রনি। উচ্চ শিক্ষার গাইড লাইন, প্রাথমিক যোগ্যতা হিসেবে জিআরই-টোফেল, জিআরই-টোফেল কিভাবে করতে হবে, কিভাবে উচ্চ শিক্ষার প্রস্তুতি নিতে হবে, কবে থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়ে বিশদ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাইফুল রনি। সেমিনারের শেষ আকর্ষন হিসেবে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা তাদের খুঁটিনাটি জিজ্ঞাসা এবং দিক নির্দেশনা বিষয়ে সরাসরি গ্রেকের ফ্যাকাল্টিকে প্রশ্ন করার সুযোগ পান।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Campus Career 24.com
April 23, 2015
HSA Seminar in Sher-E-Bangla Agricultural University
ক) তারিখ: ২৩ এ্রপ্রিল, ২০১৫; বিকাল ৪ টা ৩০মিনিট।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: কম্পিউটার ক্লাব, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; ভেন্যু: শের-এ-বাংলা বিশ্ববিদ্যালয় সেমিনার রুম
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ রাজধানী ঢাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলরুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেলো উচ্চ শিক্ষা বিষয়ক এক জঁমকালো সেমিনার। কম্পিউটারের ক্লাবের উদ্দ্যেগে আয়োজিত এই সেমিনারের পৃষ্ঠপোষকতায় ছিলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে হিতৈষী প্রতিষ্ঠান গ্রেক। সেমিনারের শুরুতেই উদ্ধোধনী ভাষণে আগত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পেের্ক নিজের অভিমত জানান কম্পিউটার ক্লাবেব উপদেষ্টা ডক্টর মো: সিকান্দার আলী। সেমিনারের মূল আলোচক হিসেবে ছিলেন গ্রেকের ফ্যাকাল্টি সাইফুল রনি এবং শাহদিদুল মিহাল আহসান। প্রথম সেশনে উচ্চ শিক্ষায় আয়েল্টস এর গুরুত্ব এবং বিভিন্ন দিক নিয়ে খুঁটিনাটি পর্যালোচনামূলক অডিও ভিজ্যুল বক্তব্য রাখেন শাহদিদুল মিহাল। দ্বিতীয় সেশনে উচ্চ শিক্ষার গাইড লাইন, প্রাথমিক যোগ্যতা হিসেবে জিআরই-টোফেল, জিআরই-টোফেল কিভাবে করতে হবে, কিভাবে উচ্চ শিক্ষার প্রস্তুতি নিতে হবে, কবে থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়ে বিশদ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাইফুল রনি। সেমিনারের শেষ আকর্ষন হিসেবে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা তাদের খুঁটিনাটি জিজ্ঞাসা এবং দিক নির্দেশনা বিষয়ে সরাসরি গ্রেকের ফ্যাকাল্টিকে প্রশ্ন করার সুযোগ পান।
ঙ) সেমিনার অ্যালবামঃ Click Here
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের সংবাদ: Click Here
March 14, 2015
HSA Seminar in Jahangirnagar University
ক) তারিখ: মার্চ ১৪, ২০১৫; দুপুর ২ টা ৫০ মিনিট।
খ) আয়োজক বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (website), (wiki), (Facebook page), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (Career club Fan page)। ভেনুঃ জহির রায়হান মিলনায়তন।
গ) ফেইসবুক ইভেন্টের লিংক: Click here
ঘ) সেমিনার সংবাদঃ প্রকাশের অপেক্ষায়
ঙ) সেমিনার অ্যালবামঃ https://www.facebook.com/groups/grecenter/permalink/850572284978955/
চ) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেমিনারের শংবাদঃ CampusLive24
Older Seminars will be gradually added to this page from our archive