গ্র্যাজুয়েট প্রোগ্রামে (এমএস বা পিএইচডি) ভর্তির জন্য সীমিত সংখ্যক ওপেনিং এর বিপরীতে প্রচুর স্টুডেন্ট আবেদন করে থাকে। লক্ষ্য করুন, আমি বলেছি সীমিত সংখ্যক ওপেনিং, সীমিত সংখ্যক আসন কিন্তু না। তার কারণ গ্র্যাজুয়েট প্রোগ্রামে সাধারণত স্টুডেন্ট ভর্তি করা হয় আবেদন এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে। বিপরীত ক্রমে আন্ডারগ্র্যাড এবং প্রফেশনাল বিভিন্ন সাবজেক্টে যেহেতু নিজস্ব ফান্ডে সবাই পড়ে থাকে, সেখানে বিভাগ থেকে সাধারণত: নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট গ্রহণ করা হয়।

 

যাই হোক, সীমিত ওপেনিং থাকার কারণে হোক আর আপনার গাফিলতির কারণেই হোক, ধরা যাক আপনার অ্যাডমিশন ডিনাই হয়েছে। সেক্ষেত্রে প্রথমেই আপনার করণীয় হচ্ছে কেন আপনার অ্যাডমিশন হলো না তার কারন খুঁজে বের করা।

প্রোফাইলের কোথায় কমতি ছিল? অ্যাডমিশনের ফর্মে কোন তথ্য ভুল গিয়েছিল কিনা? নাকি অন্য কোন কারন?

কারনটা বুঝে নিয়ে এবার তবে নিজের প্রোফাইলটা ঠিকঠাক করতে হবে। আপনি চাইলে পরের বছর পুনরায় ওই ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করতে পারেন। এতে কোন সমস্যা নেই।

এছাড়াও আমেরিকায় প্রায় ৪,০০০ হাজারের বেশি ইউনিভার্সিটি রয়েছে। তাই পরের সেমিস্টারে নতুন কোন ইউনিভার্সিটি খুঁজে পাওয়াও কঠিন হবে না।

তবে অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় নিজের প্রোফাইল অনুযায়ী সার্চ করা উচিত। তাদের ওয়েবসাইট থেকে প্রি-রিকুইজিট কোর্স ও মিনিমাম অ্যাডমিশন রিকোয়ার্মেন্টস দেখে নিয়ে অ্যাপ্লাই করতে হবে।

প্রি-রিকুইজিট কোর্স ও মিনিমাম অ্যাডমিশন রিকোয়ার্মেন্টস দেখে অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশন পেতে কোন সমস্যা হবে না।

ফান্ডেড অ্যাডমিশনের বিষয়ে জানতে আমাদের অন্য আর্টিকেলগুলো পড়ে নিন।