জিআরই এর সবচেয়ে ভীতির নাম Verbal Section. এই অংশের প্রধান ভিত্তি হলো Word Meaning. যা অধিকাংশই মুখস্ত নির্ভর। মনে রাখা কষ্টসাধ্য। তবে কিছু কৌশলে এই শব্দগুলো মাথায় সহজে ধরে রাখা সম্ভব। এসব কৌশলের অন্যতম মুভি থেকে ইংরেজি মনে রাখা। এই কৌশলে আপনার মুভি দেখার সাথে সাথে নতুন কিছু শব্দ শেখাও হবে। যা আপনার কষ্টসাধ্য ব্যাপারকে কিছুটা বৈচিত্র্য এনে দিতে পারে। এরককমই কিছু ভোকাবুলারি সমৃদ্ধ মুভির নাম নিচে দেওয়া হলো:
Harry Potter

Lord Of The Rings

The graduate

The Matrix

V for Vendetta

A Clockwork Orange

Sherlock Holmes

The Aviator

The Departed

The Pianist

Inception
