দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
GRE Vocabulary মনেরাখার জন্য ফ্ল্যাশ কার্ডের সিস্টেমটা খুবি উপযোগী আর যদি হয় ফ্ল্যাশ বুক তাহলেতো মনেরাখা আরো সহজ হয়ে গেল তেমনি একটা বই হচ্ছে Stupendous Barron’s New GRE Vocabulary Flash Book, তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।
Stupendous Barron’s New GRE Vocabulary Flash Book (part- 1, 2, 3)
- লেখকঃ মোঃ সিফাত সামি (বুয়েট জিআরই কমিউনিটি)
- পাবলিশারঃ মল্লিক বুক সেন্টার
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ২৫০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ( পার্ট ১, ২, ৩)
ব্যাক ছবি ( পার্ট ১, ২, ৩ )
- সাইজঃ ১০.৯”/ ৮.০০’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৬২০
- সূচীপত্রঃ
সূচীপত্র ( পার্ট ১, ২, ৩ )
আলোকপাতঃ বুয়েট জিআরই কমিউনিটি ভোকাবুলারি সুন্দর ও স্বচ্ছভাবে আয়ত্ত করার জন্য এই ফ্ল্যাশ বুকের পথ অবলম্বন করে। তারা ব্যরন্স ভোকাবুলারি গুলোকে ফ্ল্যাশ বুকে এনে আলদা আলাদাভাবে দেখিয়েছে। এর ফলে প্রতিটা ভোকাবুলারি প্রতি আলাদা কনসেন্ট্রেশন থাকে খুব সহজে।
যদিও সময় অনেক বেশি নেয় তবে ভোকাবুলারি রপ্ত করার জন্য খুবি ভালো প্রক্রিয়া।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ