বরাবরই নোভা সিরিজের গাইডগুলো অনেক বেশী সমৃদ্ধ সেই ধারাবাহিকতায় Nova’s GMAT math bible বইটি অত্যন্ত মান্সম্মত। প্রথমত এই বইটি শুধু মাত্র অঙ্কের জন্য। ম্যাথের সকল পার্টের বেসিক আলোচনা করা হয়েছে বইটিতে। প্রাকটিসের জন্য রয়েছে প্রশ্ন ভান্ডার। কিন্তু কোন বিষয় সম্পর্কেই বিস্তারিত আলোচনা, জিম্যাটে আসে এমন সমস্যা সমাধানের কোন strategy বর্ণনা এসব এই বইয়ে পাওয়া যাবে না। অঙ্কে যাদের দুর্বলতা আছে তারা শুরুতেই এই বইটি না নেওয়া উত্তম। কিন্তু প্র্যাকটিস এর জন্য প্রচুর প্রবলেম পাওয়া যাবে এখানে।

Nova’s GMAT Math Bible
  • লেখকঃ নোভা প্রেস
  • পাবলিশারঃ জেফ কলবি ডেরিক ভন
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ১০০ টাকা
  • বইয়ের ছবিঃ

কভার ছবি                                           ব্যাক ছবি

bookreviewpic_0101bookreviewpic_0088

  • সাইজঃ ৮.৪”/ ৬.৩’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৫২৮
  • সূচীপত্রঃ

bookreviewpic_0102

  • আলোকপাতঃ আগেই বলা হয়েছে Nova’s GMAT math bible এ কোন টপিকে বিস্তারিত আলোচনা নেই। যারা একদম শুরু থেকে শুরু করতে চান তারা আপাতত এই বই দিয়ে বিশেষ কোন উপকার পাবেন না। আপনাদের আগে ম্যাথ সল্ভ করার শর্টকাট ফর্মুলা গুলো জানতে হবে। বেসিক জেনে আসতে হবে। যা এই বইয়ে খুব ভালো নেই। সুতরাং বইটি নতুনদের জন্য না। যারা বেশ কিছু দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন এবং অলরেডি ম্যাথের টপিকগুলো সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে তারা নিশ্চিন্তে এই বইটির উপর নির্ভর করতে পারেন। পাওয়ারফুল প্রাকটিস টুল দিয়ে সাজনো এই বইতে রয়েছে কম্প্রিহেন্সিভ রিভিউ, প্রচুর প্রাকটিস, ডায়াগনস্টিক টেস্ট ও রিভিউ টেস্ট। বইটা উচ্চনম্বর প্রত্যাশীদের জন্য চমৎকার একটি বই।
  • গ্রেকের গ্রেডিং-   প্র্যাকটিস ও ভালো নম্বরের জন্য পারফেক্ট।                         
  • পজিশনঃ  

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.