দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
আন্তর্জাতিক ভাষা শিক্ষণ ও পরীক্ষা দেওয়ার স্বীকৃত মাধ্যম হচ্ছে IELTS। আর এই টেস্টের জন্য সবচেয়ে উপযুক্ত বই বা সিরিজগুলো হচ্ছে Cambridge IELTS (1-8) with DVD। আসলেই প্রাকটিসের জন্য চমৎকার এক সিরিজ। তাহলে দেখে নেওয়া যাক এই সিরিজ বইগুলোর রিভিউ।
Cambridge IELTS (1-8) with DVD
- লেখকঃ ভ্যানেছা জ্যাকম্যান ক্লের ম্যাকডয়েল।
- পাবলিশারঃ ক্যম্ব্রিজ ইউনিভারসিটি প্রেস।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ৫৬০ টাকা
- বইয়ের ছবিঃ কভার ছবি
ব্যাক ছবি
- সাইজঃ ৯.৫”/ ৭.২’’
- পৃষ্ঠা সংখ্যাঃ
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ ক্যম্ব্রিজের এই সিরিজ বইগুলো মূলত আইইএল্টিএস এর সিলেবাসের আঙ্গিকে করা হয়েছে। যেখানে শুরু থেকেই আইইএল্টিএস এর উপর প্রাথমিক আলোচনা করেই প্রাকটিসের দিকে মনোনিবেশ করা হয়েছে। প্রতিটা বইতেই প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে এবং রিডিং এবং রাইটিং এর জেনারেল ট্রেইনিং মডিউলস দেওয়াহয়েছে। প্রশ্ন ও তার উত্তর এবং স্যাম্পল এ্যান্সারশিট দেওয়া হয়েছে।
ব্যাসিকের জন্য নয় প্রাকটিসের জন্য সমৃদ্ধ।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ