দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
আন্তর্জাতিক ভাষা শিক্ষণ ও পরীক্ষা দেওয়ার স্বীকৃত মাধ্যম হচ্ছে IELTS। আর এই টেস্টের জন্য অফিসিয়াল সিলেবাস কৃত বই হচ্ছে Official Cambridge guide to IELTS with CD । মূলত এই বইকেই কেন্দ্র করে বাজারে অন্যসকল বইয়ের আবির্ভাব। আসলেই প্রাকটিসের ও বেসিকের জন্য গ্রহণযোগ্য বই। তাহলে দেখে নেওয়া যাক এই অফিসিয়াল বইটার রিভিউ।
Official Cambridge guide to IELTS with CD
- লেখকঃ পলিন কুলেন
আমান্ডা ফ্রেঞ্চ
ভেনেছা জ্যাকম্যান।
- পাবলিশারঃ ক্যম্ব্রিজ ইউনিভারসিটি প্রেস।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ১৫০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৪”/ ৭.৩’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৪০০
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ ক্যম্ব্রিজের এই বই মূলত আইইএল্টিএস এর সিলেবাস। যেখানে শুরু থেকেই আইইএল্টিএস এর উপর প্রাথমিক আলোচনাসহ প্রতিটি পার্টের উপরেই বিশদ আলোকপাত করেছে। প্রিতিটি পার্টেই ভিন্ন ভিন্ন এক্সাম্পল দিয়ে সাবলিলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে এবং রেকর্ডিং স্ক্রিপ্ট ও স্যাম্পল এন্সারশিট দেওয়া হয়েছে।
ব্যাসিকের জন্য ও আইইএল্টিএসের সম্পূর্ণ ধারনা লাভের জন্য বইটি পারফেক্ট।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ