Job Posting at GREC – Part Time (Work at home)

Database Manager (Work at home) – 2015 (G)

গ্রেকের নিম্নোক্ত পদে নিয়োগ চলছে।

এই ডকুমেন্টের মধ্যে SOP বলতে Standard Operating Procedure বোঝানো হয়েছে।

(1) Database Manager (Part timer, Work at home) – 2015 (G)

GRE Center এ পার্ট টাইম চাকুরীর জন্য আবেদন পত্র আহবান করা হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে [email protected] এ ফোন নাম্বারসহ পরিপূর্ণ বায়োডাটা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃনুন্যতম স্নাতক (যে কোন বিষয়ে) । জিআরই ও হায়ারস্টাডির বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বঃ

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে সাবজেক্ট অনুসারে তালিকাবদ্ধ করতে হবে।
২. প্রতিটি সাবজেক্ট এর অধীনে গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির দরকারী তথ্য সংগ্রহ করতে হবে।
৩. সাবজেক্টের অধীনে বিশেষায়িত এরিয়ায় কর্মরত অধ্যাপকদের তালিকা প্রস্তত করতে হবে।
৪. বিভিন্ন গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের দরকারী তথ্যসমূহ সংগ্রহ করতে হবে।
৫. বিভিন্ন গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত ও কর্মরত বাংলাদেশীদের তালিকা প্রস্তুত করতে হবে।
বিবিধঃ
  • প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের স্বার্থে নতুন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন শেখা। উদাহরণ স্বরূপ: মাইক্রোসফট এক্সেল ও অ্যাক্সেস, ওয়ার্ডপ্রেস সাইট এবং তার বিভিন্ন প্লাগ-ইন ইত্যাদি।
  • যে কোন নতুন সফটওয়্যার গুগল বা ইউটিউব থেকে সার্চ করে শিখে নেবার মানসিকতা থাকতে হবে।
  • আত্নমানোন্নয়নের অংশ হিসাবে “Sharpening the saw” সূত্র প্রয়োগ করা (Read more at https://en.wikipedia.org/wiki/Continual_improvement_process)। উদাহরণ স্বরূপ, নিয়োগের ৩০ দিনের মধ্যে না দেখে টাইপিং শিখতে হবে এবং typingtest.com এর সূচক অনুযায়ী টাইপিং স্পিড “Fast” এবং Accuracy 90% এর উপরে অর্জন করতে হবে। স্লো টাইপিং অনলাইন কর্মকান্ডের উৎপাদনশীলতার প্রধান অন্তরায়। বিভিন্ন সফ্ট স্কিল (soft skill) এবং পেশাদারী দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেইনিং গ্রহণের মানসিকতা থাকতে হবে।
  • উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দেশী-বিদেশী ওয়েবসাইট থেকে দরকারী তথ্য সংগ্রহ ও সূত্র মিলিয়ে সত্যতা নিরূপনের যোগ্যতা থাকা।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে দরকারী তথ্য সংগ্রহ করা এবং সহজ ভাবে আর্টিকেল হিসাবে পরিবেশন করতে পারা।
  • প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রোগ্রামের গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে দরকারী তথ্য সংগ্রহ করতে পারা।
  • স্বচ্ছতার সাথে কাজ করা এবং স্ব-উদ্যোগে কাজ করার মানসিকতা ।
  • সপ্তাহে ৬ দিন কাজ। শুক্র ও শনিবার বাদে অন্য কোন দিন সাপ্তাহিক ছুটি কাটাতে হবে। প্রতি পাক্ষিক মিটিং-এ সশরীরে উপস্থিত থাকতে হবে।
  • বাড়িতে কাজ করার জন্য উপযোগী কম্পিউটার এবং ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
কাজের ধরণঃ
১. নিজে থেকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। ইন্টারনেট, ফেইসবুক, লিংকড ইন ইত্যাদির সহায়তায় এবং সরাসরি ইমেইল করার মাধ্যমে তথ্য বের করে আনার যোগ্যতা থাকতে হবে।
২. ঘরে বসে কাজ করতে হবে এবং দিনে ৫ ঘণ্টা কাজ করতে হবে। এই ৫ ঘন্টার মধ্যে কমপক্ষে ৩ ঘন্টা সময় সন্ধ্যার পর থেকে রাত ১১ টার মধ্যে ব্যায় করতে হবে।
সুবিধাদিঃ
১. বেতন ১০,০০০ টাকা মাসপ্রতি
২. গ্রেকের উৎসব বোনাস এবং বাৎসরিক ছুটি কেবলমাত্র পূর্ণকালীন চাকুরির জন্য বরাদ্দ, যা এই পার্ট টাইম জবের ক্ষেত্রে প্র্রযোজ্য নয়।

যেভাবে আবেদন করবেন:

  • [email protected] ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা/সিভি এবং ছবি পাঠাতে হবে।
  • ইমেইলের সাবজেক্ট হবে Database Manager – 2015(G)
  • ইমেইলের মধ্যে উল্লেখ করতে হবে উপরে যোগ্যতা অংশে উল্লেখিত বিষয়ে আপনার পারদর্শিতা কতটুকু
  • আবেদনের শেষ তারিখ: নিয়োগ চূড়ান্ত হওয়া পর্যন্ত। আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।