অবশ্যই! টোফেল পরীক্ষার সাথে যোগাযোগ এর কোন সম্পর্ক নেই। আপনি সরাসরি গ্রাজুয়েট প্রোগ্রাম কো-অর্ডিনেটরের কাছে যোগাযোগ করতে পারেন। জিজ্ঞাসা করতে পারেন কোস সম্পর্কে, ভর্তি হওয়ার জন্য কি কি দরকারি সে সম্পর্কে। চাইলে নির্দিষ্টভাবে তাকে আপনার অন্য জিজ্ঞাসা থেকে থাকলে সেগুলো জানতে চাইলে পারেন। যেমন- আমেরিকার বাইরের সার্টিফিকেট সরাসরি গ্রহণ করে নাকি WES করে দিতে হবে। তাদের স্কলাশিপে কেমন দেওয়া হয়, গত বছর কেমন স্টুডেন্ট নিয়েছে, এই বছর কত সংখ্যাক স্টুডেন্ট নিতে আগ্রহী-চাইলে এগুলো জেনে নিতে পারেন। আপনার সাবজেক্ট তাকে জানিয়ে জানতে চােইতে পারেন আপনার সাবজেক্টের সাথে মিল আছে এরকম কয়টা সাবজেক্ট তাদের বিশ্ববিদ্যালয়ে আছে। দ্বিধাবোধ না করে জানার মতো সব কিছু জেনে নিতে পারেন।