দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
জিআরই ম্যথ প্রবলেমের জন্য Barron’s New GRE Math Workbook হচ্ছে হাইস্কোরের জন্য উপযুক্ত একটি বই। এবার আসুন দেখে নেই এই বইটির রিভিউ।
Barron’s New GRE Math Workbook
- লেখকঃ ব্লেইর ম্যাডোরে, পিএইচ.ডি.
- পাবলিশারঃ ব্যরন্স এডুকেশনাল সিরিজ, ইনক.
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ১২০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৮.৪”/ ৬.৫’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ২৭২
- সুচিপত্রঃ
সূচিপত্র
- আলোকপাতঃ – এই বইটাতে মূলত জিআরই’র ম্যাথ অংশ নিয়ে বিশদ কাজ করা হয়েছে। হাইস্কোরের জন্য এই বইটা খুবই যুক্তিযুক্ত।
তবে বেসিকের জন্য উপযুক্ত নহে।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ