GRE ভারবাল preparation এর জন্য Barron’s New GRE Verbal Workbook একটি মোটামুটি মানের বই। বইটিতে প্রচুর পরিমানের ভারবাল প্র্যাকটিস এর জন্য দেওয়া আছে। আর বইটির একদম শেষ দিকে আছে ‘GRE Dictionary’ নামক একটি সেকশন। বলা যায় এই বইয়ের হাইলাইট এ দুটোত
Barron’s New GRE Verbal Workbook
- লেখকঃ ফিলিপ গীর, এডি. এম.
- পাবলিশারঃ ব্যরন্স এডুকেশনাল সিরিজ, ইনক.
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ৮০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৩”/ ৭.00’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৩৩৫
- সূচীপত্রঃ
সূচীপত্র
- আলোকপাতঃ Barron’s New GRE Verbal Workbook বইটি আপনারা ETS’ official guide আর Princeton এর পাশাপাশি প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। বিপুল সংখ্যক প্র্যাকটিস টেস্ট এখানে পাবেন। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরে ভুল পাওয়া যেতে পারে। এটি বইটির একটি খারাপ দিক। কিন্তু ওভারআল প্র্যাকটিসের জন্য ভালো। আরেকটা পয়েন্ট, ভারবাল ও প্রাকটিসের জন্য ভালো হলেও কম্প্রিহেনসনের জন্য লারনিং সোর্স নেই।
- গ্রেকের গ্রেডিং–
- পজিশনঃ