দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
হাই ফ্রিকুয়েন্ট ওয়ার্ড মনেরাখার ও ভোকাবুলারির জন্য গ্রেকের Barron’s New GRE Vocabulary by GRE Center বইটি যথার্থ। তো আসুন দেখেনেই এই বইয়ের রিভিউ।
Barron’s New GRE Vocabulary by GRE Center
- লেখকঃ গ্রেক।
- পাবলিশারঃ বিলকিস জাহান, ডিএমডি গ্রেক।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ৭০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৪”/ ৭.১’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৬
- সূচিপত্রঃ
সূচিপত্র
- আলোকপাতঃ – এই বইটাতে মূলত ব্যরন্সের ভোকাবুলারি ও ওয়ার্ড লিস্টের ৩১২৬ টি শব্দের হাই ফ্রিকুয়েন্ট ৩৩৩ টি শব্দকে তারকা (*) চিনহ দিয়ে আলাদাভাবে দেখানো হয়েছে । অর্থাৎ, ব্যরন্সের নতুন জিআরই ভোকাবুলারি’র আলদা দুইটি বইয়ের সমন্বিত রূপই হলো এই বইটি। সত্য বলতে গেলে মুল ব্যরন্সের বইয়ের ওয়ার্ড লিস্টে বেশকিছু ভুলছিল যা, এই বইতে সংশোধন করা হয়েছে। প্রচুর এক্সপ্লেইন করা হয়েছে ভোকাবুলারি সম্পর্কে।
সময় বেশি নেওয়া হয়েছে এবং এত ওয়ার্ড লাগেনা।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ