দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

GRE পরিক্ষার জন্য Barron’s new GRE (with CD) বইটা খুবি ইফেক্টিভ, এখানে প্রচুর প্রাকটিস টেস্ট দেওয়া রয়েছে। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।

Barron’s new GRE (with CD)

  • লেখকঃ শ্যারন গ্রিন এবং ড. ইরা উলফ
  • পাবলিশারঃ ব্যারন্স এডুকেশনাল সিরিজ, ইন.
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ১৩৫ টাকা
  • বইয়ের ছবিঃ 

১. কভার চিত্র                                        ২. ব্যাক চিত্র

IMG_২০১৪১১২০_১৫৪৭২৮ IMG_২০১৪১১২০_১৫৪৭৩৮

  • সাইজঃ ৯. ’’ / ৭.১’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৫৩০
  • সূচীপত্রঃ

১. সূচীপত্র

IMG_২০১৪১১২০_১৫৪৭৫২ IMG_২০১৪১১২০_১৫৪৮০৩

  • বই সম্পর্কে আলোকপাতঃ অত্যন্ত সুন্দরভাবে এই বইতে জিআরই সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিআরই’র প্রত্যেক বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে, রাইটিং ও রিডিং অংশগুলো নিয়ে আলোচনা ও প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে।

এই বইতে প্রচুর পরিমানে প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে মডেল টেস্ট আকারে।

ব্যরন্স এর প্রধান সমস্যা হলো এর ভিতি উদ্রেককারী গঠন। মূল বিষয়ের চেয়ে প্রাকটিসের দিকে নজর দেওয়া হয়েছে।

  • গ্রেকের গ্রেডিং-
  • পজিশনঃ  

 

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.