দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
GMAT পরীক্ষার ধরন ও মানবন্টন এবং সিলেবাস জানতে হলে Official GMAT 13th edition এর কোনো বিকল্প নেই, এই বইতে জিম্যাটের সকল পার্টের বিবরন দেওয়া আছে। প্রাকটিসের জন্য রয়েছে প্রশ্ন ভান্ডার। সুতরাং, চলুন জেনে নেই এই বই সম্পর্কে কিছু কথা।
Official GMAT 13th edition
- লেখকঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
- পাবলিশারঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ১২০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৪”/ ৭’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৮৪০
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ যেহেতু, অফিসিয়াল গাইড তাই নাম শুনেই বুঝতেপারা যায় যে, এই বই-ই হচ্ছে জিম্যাটের সিলেবাস বা বোর্ড প্রকাশিত বই। মূলত এই বইকেই কেন্দ্র করে অন্যসকল গাইড বইয়ের বাজারে আবির্ভাব। বইতে জিম্যটের সকল পার্ট যেমনঃ রাইটিং, ভারবাল, কোয়ান্ট ইত্যাদি সম্পর্কে আলোচনা ও মানবন্টন দেওয়া হয়েছে। তদুপরি, সকল পার্টেরই প্রাকটিস টেস্ট দেওয়া হয়েছে। রয়েছে বিগত পরীক্ষার বিশাল প্রশ্ন ভান্ডার ও ডায়াগনস্টিক টেস্ট।
বই থেকে সকল বিষয়ে ধারনা পাওয়া গেলেও প্রস্তুতির জন্য সম্পূর্ণ উপযুক্ত নহে।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ