GRE পরিক্ষার জন্য এই মুহূর্তে যে সব বই পাওয়া যায় Manhattan Series এর বই গুলো নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে best একটি। এই সিরিজের বইগুলোকে একদম Perfect বলে চালিয়ে দেওয়াটাও খুব বাড়াবাড়ি কিছু হবে না। বিশেষ করে ম্যাথ পার্টের জন্য Manhattan GRE (part 1-6 quantitative combined) বইটা ALMOST PERFECT! ম্যাথের প্রতিটি পার্টের উপর খুব বিশদ এবং গভীর আলোচনা করা হয়েছে বইটিতে। প্রতিটি চ্যাপ্টার শেষে আপনি পাবেন একদম উপযোগী প্র্যাকটিস। বাজারে পাওয়া অন্যান্য বইয়ের মত প্রচুর Tricks না দিয়ে এরা বরং চেষ্টা করেছে একদম বেসিক থেকে শেখানোর। সুতরাং আপনি যদি শিখতে interested থাকেন তাহলে this is the book for you!

Manhattan GRE (part 1-6 quantitative combined)
  • লেখকঃ ক্রিস্টেন কো, ম্যানহাট্টন প্রেপ ইন্সট্রাক্টর।
  • পাবলিশারঃ এমজি প্রেপ, ইঙ্ক.
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ১৮০ টাকা
  • বইয়ের ছবিঃ

কভার চিত্র                              ব্যাক চিত্র

bookreviewpic_0076     bookreviewpic_0077

  • সাইজঃ ৯.৪”/ ৭.১’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ
  • সূচীপত্রঃ

bookreviewpic_0078

  • আলোকপাতঃ ম্যানহাট্টনের এই বইটি জিআরই’র ম্যাথের জন্য প্রতিটা সেক্টরে আলোকপাত করেছে। ম্যাথ প্রবলেমস নিয়ে প্রচুর প্রাকটিস টেস্ট দেওয়া এবং ম্যাথের প্রতিটা পার্টেই প্রচুর ফোকাস দেওয়া হয়েছে। আপনি একটু সময় নিয়ে চ্যাপ্টার গুলো পড়লে আপনার হয়ত বই শেষে ম্যাথ নিয়ে আর বিশেষ কোন ঝামেলা থাকবে না। বইটি আপনার জন্য একজন বুদ্ধিমান ধৈর্যশীল শিক্ষকের মতই ভুমিকা পালন করবে। বইটাকে ম্যাথ স্পেশাল গাইডই বলা শ্রেয়। মোটকথা আপনার সব ধরণের ম্যাথ প্রবলেমের কমপ্লিট সলিউশান!
  • গ্রেকের গ্রেডিং-    
  • পজিশনঃ  

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.