GMAT পরিক্ষায় ভারবাল এবং রাইটিং এর জন্য Official Verbal GMAT বইটা খুবি ইফেক্টিভ। এখানে ভারবাল ও রাইটিং সাইডে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভারবাল প্রাকটিস, কোয়েশ্চেন নতুনভাবে দেওয়া হয়েছে। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।

 

Official Verbal GMAT
  • লেখকঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
  • পাবলিশারঃ গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এ্যাডমিশন কাউন্সিল।
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ১৭০ টাকা
  • বইয়ের ছবিঃ

কভার ছবি                                      ব্যাক ছবি

bookreviewpic_0107bookreviewpic_0088

  • সাইজঃ ৮.৪”/ ৬.৪’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৩৩৬
  • সূচীপত্রঃ

bookreviewpic_0108

  • আলোকপাতঃ অফিসিয়াল এই বইটি জিম্যাটের ভারবাল ও রাইটিং এর জন্য সহায়ক। এই বইয়ের চারটি পার্টে যথাক্রমেঃ ক্রিটিক্যাল রিজনিং, রিডিং কম্প্রিহেন্সন, সেন্টেন্স কারেকশন ও ইন্টিগ্রেটেড রিজনিং এন্ড এসে- এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়েছে। এই বইয়ে বিগত জিম্যাট পরীক্ষার প্রশ্ন ও উত্তর সংজোজন করাহয়েছে। যা কিনা জিম্যাট পরীক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম।

 

জিম্যাটের ভারবাল সাইডের ধারনার জন্য বইটি চমৎকার।

  • গ্রেকের গ্রেডিং-    
  • পজিশনঃ

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.