দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
GMAT পরীক্ষার সকল পার্টের প্রাকটিসের জন্য Princeton GMAT ( with CD) বইটি অত্যন্ত মান্সম্মত। জিম্যাটের সকল পার্টের আলোচনাকরা হয়েছে বইটিতে। প্রাকটিসের জন্য রয়েছে প্রশ্ন ভান্ডার ও ব্যাখ্যা। উচ্চনম্বর প্রত্যাশীদের জন্য বইটি অত্যন্ত সহায়ক। সুতরাং, চলুন জেনে নেই এই বই সম্পর্কে কিছু কথা।
Princeton GMAT ( with CD)
- লেখকঃ জিওফ মারটজ এন্ড এ্যডাম রবিন্সন।
- পাবলিশারঃ দা প্রিন্সটন রিভিউ, ইনক.
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ২০০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৮.৪”/ ৬.৫’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৭৫৭
- সূচীপত্রঃ
- আলোকপাতঃ প্রিন্সটনের এই বই হচ্ছে জিম্যাটের প্রাকটিস বই। জিম্যাটের সংক্ষিপ্ত ধারনা থাকলেও প্রাকটিসের উপরেই জোর বেশি। রয়েছে প্রাকটিসের জন্য হাই স্কোরের টেকনিকসহ ৪টি ফুল লেঙ্কথ টেস্টস। আরো আছে প্রটি টেস্টের ঊত্তরসহ ব্যাখ্যা।রয়েছে, বোনাস “জিম্যাট ইন্সাইডার”। ফলে, উচ্চনম্বর প্রত্যাশীদের জন্য অনেক বেশী পজেটিভ।
বই থেকে সকল বিষয়ে প্রাকটিসের সুবিধা পাওয়া গেলেও বেসিকের উপরে আলোচনা কম।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ