দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
GRE পরিক্ষার জন্য Princeton New GRE 2014 (with DVD) বইটা খুবি ইফেক্টিভ, এখানে প্রচুর প্রাকটিস টেস্ট দেওয়া রয়েছে। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।
Princeton New GRE 2014 (with DVD)
- লেখকঃ ডগ পিয়ারছ।
- পাবলিশারঃ প্রিন্সটন রিভিউ, ইঙ্ক.
- প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
- মুল্যঃ ১০০ টাকা
- বইয়ের ছবিঃ
কভার ছবি ব্যাক ছবি
- সাইজঃ ৯.৩”/ ৭.০০’’
- পৃষ্ঠা সংখ্যাঃ ৫৫০
- সূচীপত্রঃ
সূচীপত্র
- আলোকপাতঃ প্রিন্সটন রিভিউর এই বইটি জিআরই’র জন্য সহায়ক, জিআরই’র প্রত্যেকটা বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষকরে লারনিয়েটদের উপর ফোকাস দেওয়া হয়েছে এবং ভোকাব পার্টে আলাদা নজর দেওয়া হয়েছে।
তবে সাধারন জিআরই থেকে অনেক সহজ করেছে।
- গ্রেকের গ্রেডিং-
- পজিশনঃ