Word Power Made Easy বিশ্বখ্যাত ব্যাকরণবিদ নরম্যান লুইসের লেখা একটি পূর্ণাঙ্গ ভোকাবুলারি বিল্ডিং সিস্টেম। বিপুল জনপ্রিয় এই বইটি পড়ে আপনি খুব সহজ এবং স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে ইংরেজি শব্দ শিখতে পারবেন। প্রতিটি অধ্যায়ের পর রিভিও দেওয়া আছে, আপনি প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া প্র্যাকটিস গুলো দিয়ে আপনার গ্রোথ নিজেই পরীক্ষা করতে পারবেন। প্রতিটি শব্দের রুট(কোন ভাষা থেকে সেই শব্দটা কিভাবে এসেছে, আর কোনদিকে কোন শব্দ উৎপন্ন হয়েছে ইত্যাদি) অনুযায়ী এই বইতে বিভক্ত করা আছে। অনেকটা গল্পের ঢংএ লিখা অধ্যায় গুলো পড়ে শেষ করার পর আপনি নিজেই পরবর্তীতে একই রুট সংবলিত অন্যান্য শব্দ দেখলে অর্থ বুঝতে পারবেন। অনেকের মতে এই বইটি এখনও নতুন শব্দ শেখার জন্য সেরা।

Word Power Made Easy
  • লেখকঃ নরম্যান লুইস
  • পাবলিশারঃ গোয়েল পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউশন প্রাঃ লিঃ
  • প্রপ্তিস্থানঃ নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে
  • মুল্যঃ ৯০ টাকা
  • বইয়ের ছবিঃ

কভার ছবি                              ব্যাক ছবি

bookreviewpic_0001 bookreviewpic_0002

  • সাইজঃ ৭”/৪.৫’’
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৬৮৬
  • সূচীপত্রঃ 

bookreviewpic_0003 bookreviewpic_0004 bookreviewpic_0005 bookreviewpic_0006 bookreviewpic_0007

  • বই সম্পর্কে আলোকপাতঃ আপনার হাতে যদি জিআরই পরীক্ষার জন্য মোটামুটি পর্যাপ্ত (৩ মাসের মত) পরিমানের সময় থাকে তাহলে আপনি Word Power Made Easy দিয়ে আপনার Verbal preparation নেওয়া শুরু করতে পারেন। বইটি কিন্তু জিআরই কে উদ্দেশ্য করে লেখা না, এই বই ইংরেজি ভাষা শিক্ষার জন্য। তাই বইটিতে জিআরই তে আসে না এমন অনেক শব্দও আছে। তাই যাদের হাতে সময় কম তারা এই বই আপাতত avoid করলেও চলবে। যেহেতু অনেকটা গল্পের আঙ্গিকে লেখা, তাই আপনার কখনও বইটি পড়তে, নতুন শব্দ শিখতে খুব একটা একঘেয়ে লাগবে না। Word Power Made Easy অনেক বিস্তারিত একটি বই। পুরোটা শেষ করতে সময় লাগবে কিন্তু আপনি যেটুক সময় এর পেছনে আয় ব্যয় করবেন পুরোটাই আপনার উপকারে আসবে। 
  • গ্রেকের গ্রেডিং-
  • পজিশনঃ  

 

দাম বিষয়ক নোটিশ: কেবলমাত্র দাম সংক্রান্ত প্রাথমিক ধারণার জন্যে নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্যানুসারে এখানে দাম উল্লেখ করা হয়েছে। বইয়ের দোকানের প্রকৃত দাম কেবলমাত্র মালিকরাই নির্ধারণ করেন, যার সাথে গ্রেকের কোন সম্পর্ক নেই। দাম সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.