এই আর্টিকেলটি পড়ার পরিবর্তে ভিডিও থেকেও জেনে নিতে পারেন।
হিসাবের সুবিদ্বার্থে ধরা যাক আপনি আগামী ২০১৬ ফল সেমিস্টারে আমেরিকার ৬ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যাচ্ছেন। তাহলে দেখে নেওয়া যাক আমেরিকা যাওয়া পর্যন্ত আপনার কতো খরচ হতে পারে-
খরচের হালচাল:
আগাম খরচ:
জিআরই রেজিস্ট্রেশন ফি + চারটি ইউনিভার্সিটিতে স্কোর পাঠানো ১৬,৪০০ টাকা।
দুইটি ইউনিভার্সিটিতে স্কোর পাঠানো ($27x2x80) ৪,৩২০ টাকা।
টোফেল রেজিস্ট্রেশন ফি + চারটি ইউনিভার্সিটিতে স্কোর পাঠানো ($170) ১৩,৬০০ টাকা।
দুইটি ইউনিভার্সিটিতে স্কোর পাঠানো ($19x2x80) ৩,০৪০ টাকা।
____________________________________________________________________
মোট আগাম খরচ ৩৭,৩৬০ টাকা।
আবেদন খরচ:
ইউনিভার্সিটির আবেদন ফি ($50x80x6) ২৪,০০০ টাকা।
ট্রান্সক্রিপট ইস্যু করা (৫০০x৬) ৩,০০০ টাকা।
ট্রান্সক্রিপ্ট বা ডকুমেন্ট পাঠানোর খরচ (২,০০০x৬) ১২,০০০ টাকা।
_______________________________________________________________________
মোট আবেদন খরচ ৩৯,০০০ টাকা।
মোট আগাম খরচ + মোট আবেদন খরচ
(৩৭,৩৬০+৩৯,০০০) ৭৬,৩৬০ টাকা।
বি:দ্র: এখানে ডলারের মূল্য ৮০টাকা হিসেবে দেখানো হয়েছে। ইউনিভার্সিটিতে আবেদন ফি গড়ে $50 দেখানো হয়েছে। ডলার রেট এবং আবেদন সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে খরচ কমতে বা বাড়তে পারে।
ভাইয়া আমি এইবার বাংলায় অনার্স শেষ করেছি এন.ইউ. থেকে। আমার S S C-3.00 বিজ্ঞান ও H S C-3.30 মানবিক আমি কি স্কালারশিপ এর জন্য আবেদন করতে পারব?
ভাই আমি political science ৩য় বর্ষে পড়ি।আমি gre করে usa যেতে পারব?
Bank statement kato lagba for Phd in pharmacy after passing GRE.
Sir, If you provie informations about study in UK for Pharmacy student, That will be very helpfull.