ভিসার আগাম প্রস্তুতি হিসেবে আই-২০ অনেক গুরুত্বপূর্ণ। সময় মতো আই-২০ হাতে না আসলে ভিসা পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। USA যাত্রার পরিকল্পনাই বাতিল হয়ে যেতে পারে। হেলায় চলে যেতে পারে কোন একটি সেমিস্টার। কিছুটা সচেতন থাকলে এ সমস্যা এড়িয়ে চলা সম্ভব।
সাধারণত দু’ভাবে USA থেকে আই-২০ দেশে আনানো যেতে পারে। যেমন-
1) US Regular Mail: নামে ইউএস মেইল হলেও কাজের দিক বাংলাদেশ বাংলাদেশের ডাক বিভাগের মতোই কচ্ছপ গতির। সাধারণত কোন ডকুমেন্ট ডেলিভারি দিতে ১৫ দিন থেকে ৩০ দিন সময় নিয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে।
2) Express Courier: এই পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে বেশি নিরাপদ। ডিএইচএল অথবা ফেডেক্স কে দিয়ে আনানো যায়। সময় অনেক কম লাগবে এবং ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। সাধারণত ৫দিন থেকে ৭ দিনের মধ্যেই ডকুমেন্ট আপনার হাতে পৌছে যাবে।