আয়েল্টস পরীক্ষায় সবচেয়ে মনোযোগ প্রয়োজন হয় লিসেনিং সেকশনে। কাঙ্খিত স্কোর না পাবার পেছনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অতিরিক্ত আত্নবিশ্বাস। একটি বা দুইটি অডিও টেপ শোনার পরে অনেকই প্রস্তুতি পরিপূর্ণ ভেবে প্রস্তুতি বন্ধ করে দেন। যা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়।

কিভাবে প্রাকটিস করলে আপনার জন্য বেশি কার্যকরি হবে?

অবশ্যই আসল পরীক্ষার এনভারমেন্টে। বাসায় বসে প্রাকটিস শুরু করলে আপনি আগে থেকেই সতর্ক থাকেন। অন্যদিকে পরীক্ষার ভেন্যু অনেকটা সময় বসে থাকার পর আপনার জন্য হঠাৎ করে মনোযোগ নিয়ে আসা কষ্টাসাধ্য ব্যাপার হবে। এ কারনে ভালো স্কোরের জন্য আপনার উচিত নিয়মিতভাবে (অন্ত:ত ১টি টেস্ট) আসল পরীক্ষার পরিবেশে অনুশীলন করা।

Presentation2

এই প্রতিবন্ধকতাগুলোকে মাথায় রেখে এবং শিক্ষার্থীদের আয়েল্টস পরীক্ষার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিতে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রেক নিয়ে এসেছে আয়েল্টস লিসেনিং ল্যাব:টার্গেট ৮+ সুবিধা।

কি কি থাকছে?
  • ১৫ দিনে ৩০টি লিসেনিং টেস্ট প্যাকেজ।
  • ইউনিক প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড অডিও উচ্চারণসহ টেপ।
  • রিয়েল আয়েল্টস পরীক্ষার পরিবেশ এবং অনুরূপ উত্তরপত্র।
  • আনলিমিটেড রিপিটেশন।
  • পরীক্ষা শেষে খাতা ইভ্যালুয়েশন এবং প্রেডিকটেড স্কোর।
কিভাবে অংশ নিবেন?

Presentation3

  • ৩০টি লিসেনিং টেস্টে অংশ নেওয়ার জন্য গ্রেকের লালমাটিয়া শাখায় এসে ৪,৬০০টাকা (বর্তমানে ৫৫% ডিসকাউন্টে ২,০৭০টাকা) জমা দিয়ে বুকিং দিতে হবে এবং সম্ভাব্য তারিখ বুঝে নিতে হবে। যোগাযোগে: ০১৭৬৮-৩৭৭-৬৪১
  • ১৫ দিনে সবগুলো টেস্ট যতোবার ইচ্ছা পরীক্ষায় দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সবগুলো টেস্টে অংশ নেওয়া যাবে।
  • ১৫ দিনের পরে রিপিট করতে চাইলে, প্রতি সপ্তাহের জন্য ১,৫০০ টাকা অতিরিক্ত জমা দিতে হবে।

Presentation4