সব ধরণের গাণিতিক সমস্যা সমাধান করার জন্যই চাই যথাযথ নিয়ম-কানুন। জিআরই এর মতো পরীক্ষায় নিয়ম-কানুনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে গাণিতিক সমস্যা সমাধান করা। অল্প সময়ে সমস্যা সমাধান করতে চাইলে গাণিতিক সূত্রাবলীর গুরুত্ব আরো বেশি।  যত বেশি সূত্রাবলী মনে রাখতে পারবেন, আপনার গাণিতিক কৌশল ততোবেশি জোড়ালো হবে। জিআরই পরীক্ষার গাণিতিক বাঁধা ততো সহজেই অতিক্রম করতে পারবেন।

গাণিতিক সমাধান সক্ষমতা বাড়ানোর জন্য তাই সূত্রাবলী সংগ্রহে থাকা আবশ্যক। এ কাজে আপনার উপকারে আসতে পারে “Math Formulas” নামের অ্যান্ড্রয়েড অ্যাপস।

Screenshot_1

এই অ্যাপসে গণিতের প্রায় সব শাখার সূত্র একই সাথে পাবেন। যেমন-

1) Basics
2) Numbers
3) Algebra
4) Trigonometry
5) Calculus
6) Sets
7) Matrices
8) Geometry
9) Analytical Geometry
9) Statistics
10) Boolean Algebra
11) Series
12) Vectors
12) Probability

Screenshot_4

অ্যান্ড্রয়েড ব্যবহারকারি যে কেউ দরকারি এই গুগলের প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে সরাসরি নিচের লিংক থেকেও Math Formulas ডাউনলোড করা যাবে।