জিআরই, জিম্যাট, এসএটি এসব পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রায়শ:ই আমরা অফিসিয়াল ও আনঅফিসিয়াল (Official & Unofficial) টার্ম দুটো শুনে থাকি। অনেকেরই জানা নেই আসলে অফিসিয়াল বলতে কি বোঝায়।

যে কোন পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বা প্রচারিত কোন কিছুকে বলা হয় অফিসিয়াল। বাদ বাকী সব কিছুই আনঅফিসিয়াল।

  • GRE এর জন্য প্রতিষ্ঠান হলো- Educational Testing Services, ETS
  • GMAT পরীক্ষার সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে – Graduate Management Admission Council, GMAT
  • SAT বা আমেরিকান আন্ডারগ্র্যাজুয়েট কলেজ ভর্তির পরীক্ষার সব কিছু আয়োজন করে থাকে – College Board USA

উপরের প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত যে কোন ডকুমেন্টই হবে অফিসিয়াল ম্যাটেরিয়াল।

উদাহরণ স্বরূপ, জিআরইতে কী ধরণের প্রশ্ন এসে থাকে, পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে এই বিষয়গুলো জানার জন্য ইটিএস থেকে প্রকাশিত অনেক বই রয়েছে। নীচে কয়েকটা উদাহরণ দেওয়া হলো:

  • জিআরই বিগ বুক – পেপার বেইজড পুরাতন জিআরই পরীক্ষার অরিজিনাল ২৭ টি প্রশ্নপত্রের সংকলন
  • জিআরই অফিসিয়াল গাইড – 2011 সালে জিআরই CAT GRE থেকে Revised হিসাবে বদলে যাবার সময় ইটিএস এর পক্ষ থেকে এই বইটি প্রকাশ করা হয়।
  • এসএটি অফিসিয়াল গাইড
  • জিম্যাট অফিসিয়াল গাইড
  • অফিসিয়াল জিআরই ভার্বাল ও কুয়ান্টিটেটিভ রিজনিং প্র্যাকটিস – এই দুটি বই 2014 সালের মাঝামাঝিতে বের হয় এবং গ্রেকের উদ্যোগে বাংলাদেশে আনা হয়।
  • পাওয়ার প্রেপ 2 জিআরই মডেল টেস্ট

উপরের সবগুলো বই-ই অফিসিয়াল ম্যাটেরিয়াল।

আপনি জানেন কি: জিআরই’র অফিসিয়াল গাইড প্রথমে শুধুমাত্র কাগজের বই হিসাবে প্রকাশ করা হয়। এর কয়েক মাস পরে বইটা পিডিএফ হিসাবে বিনামূল্যে ডাউনলোডের উপযোগী করে ইটিএস থেকে ছেড়ে দেওয়া হয়।

অফিসিয়াল ম্যাটেরিয়ালের গুরুত্ব সব সময়েই বেশি, কারণ তা সরাসরি পরীক্ষা প্রণয়নকারী সংস্থার দফতর থেকে প্রকাশিত হয়। বাজারের বিভিন্ন গাইড বই হিসাবে যা পাওয়া যায় তার সব কিছুই অফিসিয়াল ম্যাটেরিয়ালকে অনুসরণ করে বানানো হয়েছে। নীচে কয়েকটি আনঅফিসিয়াল ম্যাটেরিয়ালের উদাহরণ দেওয়া হলো

  • Princeton Review GRE 1014 Practice Questions
  • Barron’s New GRE
  • Kaplan GRE
  • ম্যানহাটান ও গ্রেকের মডেল টেস্ট সমূহ
  • Manhattan 5Lb Practice Book
  • Nova’s GRE Bible ইত্যাদি

অনেকেরই জানা নেই, ইটিএস প্রায় 15 বছর আগে যে বিগ বুকের উৎপাদন বন্ধ করে দিয়েছে, সেই বই থেকে প্রশ্ন হুবহু রিভাইজড জিআরই’র অফিসিয়াল গাইডে রয়েছে। এসব কারণে নি:সন্দেহে বলা যায়, অফিসিয়াল যে কোন ম্যাটেরিয়াল থেকেই জিআরইতে প্রশ্ন আসার সম্ভাবনা সব সময়েই বেশি।
[fbcomments]