টোফেল রেজিস্ট্রেশনে নিয়ে সম্প্রতিক সময়ে যতগুলো কনফিউশন আছে তার মধ্যে অন্যতম টোফেল রেজিস্ট্রেশন করার জন্য পাসপোর্ট দরকার নাকি ন্যাশনাল আইডি কার্ড (NID) দিয়ে কাজ সেরে নেওয়া যাবে।

যেহেতু ইটিএসের ওয়েব সাইটে তথ্য পর্যাপ্ত না তাই সরাসরি ইটিএসকে টোফেল রেজিস্ট্রেশনের ব্যাপারে ইমেইল করা হয়েছিলো। তবে ইমেইলেও তাদের রিপ্লাই পর্যাপ্ত ছিলো না। এরপরও অ্যানলাইসিসের সুবিধার জন্য ইমেইলের কপি তুলে ধরা হলো:

Dear ETS,

I’m a Bangladeshi student. I will take TOEFL very soon, right now I need to register for the test. But, unfortunately I don’t have passport now, I have only National ID Card. Will it be okay for me to register?
And one more thing I need to know, if I’m eligible to register with my National ID Card, will it be mandatory to bring Passport on the exam day?

Thanks, waiting for quick response.

ইমেইলের বিপরীতে ইটিএসের রিপ্লাই ছিলো এরকম:

Dear XYZ,
Thanks for your message about identification requirements for the TOEFL® test!

Identification (ID) requirements vary depending on your country of citizenship and where you plan to take the test. Generally, a passport is the best ID to use, but there are exceptions.
To find out the specific ID requirements for your location, go to www.ets.org/toefl/ibt/register/id. That page provides general ID information and a drop-down menu. Select the country where you plan to test, and you will see the specific ID requirements for that location.

Keep in mind that your ID must be valid and current, and must include your photograph and signature. Also, the name you use when you register for the test must exactly match the name that appears on the ID you present at the test center. If the names do not match, you may not be able to take the test and your test fee will not be refunded.

If you think you may not be able to meet the ID requirements, please contact the ETS Office of Testing Integrity (OTI) as soon as possible – preferably at least 7 days before you register for the test. An OTI representative will make every effort to help you meet the requirements so you can take the test. If you do not contact OTI and as a result you aren’t able to take the test, or your scores are held or canceled, your test fee will not be refunded.

Contact OTI by email at [email protected], or by phone at 1-609-406-5430 (Monday-Friday, 7:30 a.m.-5:30 p.m. US Eastern Time, except US holidays).

Hope this information is helpful!

অ্যানালাইসিস:

ইমেইলের ভাষ্যমতে আসলে সরাসরি বলা যাচ্ছেনা পাসপোর্ট ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে কিনা কিংবা ঠিক হবে কিনা। তবে অ্যানালাইসিস করে যা পাওয়া গেলো তা হচ্ছে:

  • ন্যাশনাল আইডি কার্ডে যদি নামের ফরমেট ঠিক থাকে তাহলে রেজিস্ট্রেশন করা যাবে। নামের ফরমেট ঠিক বলতে এই নাম অবশ্যই আপনার সার্টিফিকেটের সাথে হুবহু মিলতে হবে। আপনার অদূর ভবিষ্যতে যে পাসপোর্ট হবে/হতে যাচ্ছে সেখানে নাম হুবহু একই থাকতে হবে। অন্যথায় আপনি বিপদে পড়বেন।
  • ধরা যাক আপনি রেজিস্ট্রেশন করেছেন তবে পরীক্ষার দিন অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে। অন্যথায় আপনি পরীক্ষা দিতে পারবেন না। এমনকি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি আপনি ব্যাক পাবেন না।
  • কোন কারনে যদি পাসপোর্টের নামের মধ্যে বা Mr./Miss/Mrs./Md./Mohammad পার্ট ভুল করেও অতিরিক্তভাবে চলে আসে বা বাদ যায় তাহলে রেজিস্ট্রেশনকারী পরীক্ষা দিতে পারবে না।

অন্যদিকে ইমেইলে ইটিএস একটি ওয়েব ঠিকানা/ইউআরএল দিয়েছে, যেখানে প্রবেশ করে লোকেশন/দেশের নাম দিয়ে অনুসন্ধান করা যায়।

Screenshot_3

এখানে বাংলাদেশের নাম দিয়ে খোঁজ করলে পাসপোর্টকে জোড় দিয়ে দেখাচ্ছে, তবে সেটা রেজিস্ট্রেশনের সময়ই লাগবে কিনা এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করা যাবে কিনা সেটাও পরিষ্কার করেনি। ডিপ্লোমেটিক তথ্য দিয়ে রেখেছে। এবং আইডি কার্ড ইংরেজিতে হওয়া বাঞ্ছনীয় হিসেবে গুরুত্ব আরোপ করা হয়েছে।

Screenshot_2

উপরের সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে বলা যায় পাসপোর্ট ছাড়া টোফেল রেজিস্ট্রেশন করতে যাওয়া রিস্কি ব্যাপার। এক্ষেত্রে আপনাকে নিজে নিজে ডিসিশন নিতে হবে, আপনি আসলে কোন পথে রেজিস্ট্রেশন করতে আগ্রহী।