ভিসার জন্য আপনাকে বিশেষ ছবি প্রদান করতে হবে। যেখানের মাপগুলো বিশেষ হতে হবে।
ছবির আকার:
১) আকার যথাসম্ভব ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ( ৫০মিলিমিটার বাই ৫০ মিলিমিটার) সীমার মধ্যে রাখতে হবে।
২) ছবিতে ব্যক্তির মাথা যথাসম্ভব মাঝামাঝি জায়গায় রাখতে হবে।
ছরিব উপস্থিতি:
ছবিতে বেশ কিছু সীমাবদ্ধতা মেনে চলতে। যেমন-
১) ব্যক্তির মাথা সামনের দিকে তাক করানো থাকতে হবে।
২) চশমা পরিধানকারী ছবি তোলার সময় বিশেষভাবে নজর রাখতে ছবিতে যেনো চশমার উপরে কোন প্রতিবিম্ব না আসে।
৩) ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সলিড কালারের হতে হবে।